ETV Bharat / state

বেতন মেলেনি, বিক্ষোভ রাষ্ট্রায়ত্ত কারখানার ঠিকাকর্মীদের - দুর্গাপুর

লকডাউনের জেরে রাষ্ট্রায়ত্ত কারখানার ঠিকা শ্রমিকরা বেতন না পেয়ে কারখানায় স্থায়ী শ্রমিকদের ঢুকতে দিলেন না ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 11, 2020, 1:09 PM IST

দুর্গাপুর, 11 এপ্রিল : বেতন না পেয়ে স্থায়ী শ্রমিকদের ঢুকতে দিলেন না রাষ্ট্রায়ত্ত কারখানার ঠিকা শ্রমিকরা । পাশাপাশি কাজ বন্ধ করে গেটের সামনে বিক্ষোভ দেখালেন । মানা হল না সামাজিক দূরত্বও ।

দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত মিশ্র ইস্পাত কারখানায় (ASP) গতকাল থেকেই ঠিকাকর্মীরা কাজ বন্ধ করে দেন । প্রায় 1200 ঠিকাকর্মী এই কারখানার উৎপাদন কাজের সাথে যুক্ত । অভিযোগ, এঁরা এখনও বেতন পাননি । এমনকী মাস্ক, স্যানিটাইজা়র পর্যন্ত তাঁদের দেওয়া হয়নি । সেই কারণে আজ সকালে গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা । সঙ্গে কারখানার স্থায়ী শ্রমিকদেরও গেটের বাইরেই আটকে দেন । CITU, INTUC র সঙ্গে সঙ্গে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র পক্ষ থেকেও অভিযোগ করা হয়, কারখানা কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে বৈমাত্রিকসুলভ আচরণ করছেন । কারখানার INTTUC র নেতা রাজা চট্টোপাধ্যায় বলেছেন, "আজ 11 তারিখ হলেও ঠিকাকর্মীরা বেতন না পাওয়ায় পরিবার নিয়ে চরম বিপাকে পড়েছেন ।"

লকডাউনের নির্দেশিকা জারির সময় দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, শ্রমিকদের বেতন দেওয়ার কথা । অথচ শ্রমিকরা উৎপাদন করেও বেতন না পাওয়ায় বিক্ষোভ দেখাতে বাধ্য হন । ঠিকাকর্মীদের হুঁশিয়ারি, যদি তাঁরা বেতন না পান তাহলে কারখানার উৎপাদন স্তব্ধ করে দেবেন ।

দুর্গাপুর, 11 এপ্রিল : বেতন না পেয়ে স্থায়ী শ্রমিকদের ঢুকতে দিলেন না রাষ্ট্রায়ত্ত কারখানার ঠিকা শ্রমিকরা । পাশাপাশি কাজ বন্ধ করে গেটের সামনে বিক্ষোভ দেখালেন । মানা হল না সামাজিক দূরত্বও ।

দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত মিশ্র ইস্পাত কারখানায় (ASP) গতকাল থেকেই ঠিকাকর্মীরা কাজ বন্ধ করে দেন । প্রায় 1200 ঠিকাকর্মী এই কারখানার উৎপাদন কাজের সাথে যুক্ত । অভিযোগ, এঁরা এখনও বেতন পাননি । এমনকী মাস্ক, স্যানিটাইজা়র পর্যন্ত তাঁদের দেওয়া হয়নি । সেই কারণে আজ সকালে গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা । সঙ্গে কারখানার স্থায়ী শ্রমিকদেরও গেটের বাইরেই আটকে দেন । CITU, INTUC র সঙ্গে সঙ্গে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র পক্ষ থেকেও অভিযোগ করা হয়, কারখানা কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে বৈমাত্রিকসুলভ আচরণ করছেন । কারখানার INTTUC র নেতা রাজা চট্টোপাধ্যায় বলেছেন, "আজ 11 তারিখ হলেও ঠিকাকর্মীরা বেতন না পাওয়ায় পরিবার নিয়ে চরম বিপাকে পড়েছেন ।"

লকডাউনের নির্দেশিকা জারির সময় দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, শ্রমিকদের বেতন দেওয়ার কথা । অথচ শ্রমিকরা উৎপাদন করেও বেতন না পাওয়ায় বিক্ষোভ দেখাতে বাধ্য হন । ঠিকাকর্মীদের হুঁশিয়ারি, যদি তাঁরা বেতন না পান তাহলে কারখানার উৎপাদন স্তব্ধ করে দেবেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.