দুর্গাপুর, 10 ফেব্রুয়ারি: আদানি ইস্যুতে দুর্গাপুরে পথে নামল পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস (Paschim Bardhaman District Congress)। সিটি সেন্টার বাসস্ট্যান্ডে পথ অবরোধ করে শুক্রবার একসঙ্গে গৌতম আদানি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করলেন কংগ্রেস কর্মীরা (Congress Agitation at Durgapur on Adani Issue)৷ এই বিষয়ে কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, কেন্দ্রীয় সরকার রাষ্ট্রায়াত্ত সম্পত্তি গৌতম আদানির হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে । অন্যদিকে আদানি গোষ্ঠী দেশের মানুষকে আর্থিক প্রতারণার চক্রান্ত করছে । এরই প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে চলছে আন্দোলন । বিরোধীদের আন্দোলনের জেরে মুখে পড়েছে কেন্দ্রীয় সরকারের । আদানি কেলেঙ্কারিতে জয়েন্ট পার্লামেন্টারি কমিশন গঠন করে পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে ৷ এই দাবি তুলেই তুমুল প্রতিবাদ দেখাতে থাকে কংগ্রেস কর্মী সমর্থকরা ।
এই অবরোধের জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় যান চলাচল । পরে পুলিশের তৎপরতাই স্বাভাবিক হয় । তবে দ্রুত তদন্ত না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে জেলা কংগ্রেস । পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তীর অভিযোগ, "যেভাবে শেয়ার মার্কেটে নিজেদের আধিপত্য দেখাতে মেকি সিস্টেম কার্যকরী করেছিল আদানি গোষ্ঠী । তাতে শুধুমাত্র ওই গোষ্ঠীর কলঙ্কিত চেহারা নয়, নরেন্দ্র মোদির ফানুস ফেটে গিয়েছে । দেশের মানুষ এখন জানতে চাইছেন প্রকৃত সত্য ।"
তিনিও আরও বলেন, "লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের অর্থ বিনিয়োগ আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এলআইসিতে । সেই টাকা কতটা সুরক্ষিত ? তা এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিছুই বলা হয়নি । আমরা তাই পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজ পথে নেমেছি । প্রকৃত তদন্তের দাবিতে আমরা বিক্ষোভের পাশাপাশি নরেন্দ্র মোদি ও গৌতম আদানির কুশপুত্তলিকা দাহ করে প্রতীকী প্রতিবাদ জানালাম । পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলনে নামব আমরা ।"
আরও পড়ুন : আদানি গোষ্ঠীর শেয়ার পতন কাণ্ডে রাজপথে কংগ্রেস