ETV Bharat / state

বকেয়া বেতনের দাবিতে কয়লাখনির পরিবহণ বন্ধ করে আন্দোলন পান্ডবেশ্বরে - shonpur bazari

মালিকপক্ষের থেকে বলা হয়, সাত দিনের মধ্যে বকেয়া বেতন শ্রমিকদের মিটিয়ে দেওয়া হবে । কিন্তু সাত দিন পেরিয়ে গেলেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ । বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি, বারংবার জেনারেল ম্যানেজারকে বলা হলেও তাঁরা কর্ণপাত করেনি ।

বকেয়া বেতনের দাবিতে কয়লাখনির পরিবহণ বন্ধ করে আন্দোলন পান্ডবেশ্বর
বকেয়া বেতনের দাবিতে কয়লাখনির পরিবহণ বন্ধ করে আন্দোলন পান্ডবেশ্বর
author img

By

Published : Apr 22, 2021, 6:12 PM IST

পান্ডবেশ্বর, 22 এপ্রিল : ইসিএলের শোনপুর বাজারি কোলিয়ারি বেসরকারি সংস্থায় কর্মরত 400 শ্রমিক বকেয়া বেতনের দাবিতে কয়লা পরিবহণ বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন । প্রায় চার মাস ধরে বকেয়া রয়েছে বেতন, একটি বেসরকারি কোম্পানির ঠিকা রয়েছে কয়লা খননে । তাদের তত্ত্বাবধানে এই শ্রমিকরা কর্মরত । কয়েক দিন আগেই ওই সংস্থার মালিককে প্রায় 24 ঘণ্টা ঘেরাও করে রেখেছিলেন শ্রমিকরা । কিন্তু জিএম এবং পাণ্ডবেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের মধ্যস্থতায় বিক্ষোভ এবং ঘেরাও উঠে যায় ।

মালিকপক্ষের থেকে বলা হয়, সাত দিনের মধ্যে বকেয়া বেতন শ্রমিকদের মিটিয়ে দেওয়া হবে । কিন্তু সাত দিন পেরিয়ে গেলেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ । বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি, বারংবার জেনারেল ম্যানেজারকে বলা হলেও তাঁরা কর্ণপাত করেনি । জিএমের পক্ষ থেকে বলা হয় আরও বেশ কিছুদিন দেরি হবে । তাই এই শ্রমিকরা শোনপুর বাজারি কয়লাখনির মূল কয়লা পরিবহণ বন্ধ করে দেন ।

বকেয়া বেতনের দাবিতে কয়লাখনির পরিবহণ বন্ধ করে আন্দোলন পান্ডবেশ্বরে

সূত্রের খবর, এই কয়লা পরিবহণ বন্ধ থাকলে কয়েক কোটি টাকার ক্ষতি হতে পারে ইসিএল কর্তৃপক্ষের । তৃণমূল কংগ্রেসের অসংগঠিত শ্রমিক সংগঠনের শ্রমিক নেতা কিশোর চক্রবর্তী বলেন, ‘‘এই করোনা পরিস্থিতিতে শ্রমিকদের পারিবারিক অবস্থা শোচনীয় । মালিকপক্ষকে এবং জিএমকে বারংবার বলা সত্ত্বেও তারা কোনও কর্ণপাত করেনি । তাঁদের এক সপ্তাহের মধ্যে বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার কথা থাকলেও তারা সেই কথা রাখেনি । এই মুহূর্তে গরিব শ্রমিকদের পেটে হাত পড়েছে । তাই এই শ্রমিকদের রাস্তায় নেমে কয়লা পরিবহণ বন্ধ রেখে বিক্ষোভ ।’’

আরও পড়ুন : বাড়ি ভাঙচুর থেকে শুরু করে বোমা উদ্ধার, উত্তপ্ত আমডাঙ্গা

যদি এই বকেয়া বেতন না মেটানো হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য এই কয়লা পরিবহণ বন্ধ থাকবে হুমকি দেন শ্রমিক সংগঠনের নেতা । আন্দোলনরত এক শ্রমিক জানান, দীর্ঘদিন ধরে তাঁদের পিএফ, ইসিআই সবকিছু বাকি রয়েছে । মালিকপক্ষ শ্রমিকদের শোষণ করছে । প্রায় চার মাস ধরে এই গরিব শ্রমিকদের বেতন বাকি রয়েছে ৷ এতে মালিকপক্ষের কোনেও হেলদোল নেই । কোম্পানিটির মালিকানার ঝামেলা রয়েছে ৷ দুই মালিকের মধ্যে ঝামেলা মেটেনি । তাই ঝামেলার ফল শ্রমিকদের ভোগ করতে হচ্ছে ।

পান্ডবেশ্বর, 22 এপ্রিল : ইসিএলের শোনপুর বাজারি কোলিয়ারি বেসরকারি সংস্থায় কর্মরত 400 শ্রমিক বকেয়া বেতনের দাবিতে কয়লা পরিবহণ বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন । প্রায় চার মাস ধরে বকেয়া রয়েছে বেতন, একটি বেসরকারি কোম্পানির ঠিকা রয়েছে কয়লা খননে । তাদের তত্ত্বাবধানে এই শ্রমিকরা কর্মরত । কয়েক দিন আগেই ওই সংস্থার মালিককে প্রায় 24 ঘণ্টা ঘেরাও করে রেখেছিলেন শ্রমিকরা । কিন্তু জিএম এবং পাণ্ডবেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের মধ্যস্থতায় বিক্ষোভ এবং ঘেরাও উঠে যায় ।

মালিকপক্ষের থেকে বলা হয়, সাত দিনের মধ্যে বকেয়া বেতন শ্রমিকদের মিটিয়ে দেওয়া হবে । কিন্তু সাত দিন পেরিয়ে গেলেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ । বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি, বারংবার জেনারেল ম্যানেজারকে বলা হলেও তাঁরা কর্ণপাত করেনি । জিএমের পক্ষ থেকে বলা হয় আরও বেশ কিছুদিন দেরি হবে । তাই এই শ্রমিকরা শোনপুর বাজারি কয়লাখনির মূল কয়লা পরিবহণ বন্ধ করে দেন ।

বকেয়া বেতনের দাবিতে কয়লাখনির পরিবহণ বন্ধ করে আন্দোলন পান্ডবেশ্বরে

সূত্রের খবর, এই কয়লা পরিবহণ বন্ধ থাকলে কয়েক কোটি টাকার ক্ষতি হতে পারে ইসিএল কর্তৃপক্ষের । তৃণমূল কংগ্রেসের অসংগঠিত শ্রমিক সংগঠনের শ্রমিক নেতা কিশোর চক্রবর্তী বলেন, ‘‘এই করোনা পরিস্থিতিতে শ্রমিকদের পারিবারিক অবস্থা শোচনীয় । মালিকপক্ষকে এবং জিএমকে বারংবার বলা সত্ত্বেও তারা কোনও কর্ণপাত করেনি । তাঁদের এক সপ্তাহের মধ্যে বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার কথা থাকলেও তারা সেই কথা রাখেনি । এই মুহূর্তে গরিব শ্রমিকদের পেটে হাত পড়েছে । তাই এই শ্রমিকদের রাস্তায় নেমে কয়লা পরিবহণ বন্ধ রেখে বিক্ষোভ ।’’

আরও পড়ুন : বাড়ি ভাঙচুর থেকে শুরু করে বোমা উদ্ধার, উত্তপ্ত আমডাঙ্গা

যদি এই বকেয়া বেতন না মেটানো হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য এই কয়লা পরিবহণ বন্ধ থাকবে হুমকি দেন শ্রমিক সংগঠনের নেতা । আন্দোলনরত এক শ্রমিক জানান, দীর্ঘদিন ধরে তাঁদের পিএফ, ইসিআই সবকিছু বাকি রয়েছে । মালিকপক্ষ শ্রমিকদের শোষণ করছে । প্রায় চার মাস ধরে এই গরিব শ্রমিকদের বেতন বাকি রয়েছে ৷ এতে মালিকপক্ষের কোনেও হেলদোল নেই । কোম্পানিটির মালিকানার ঝামেলা রয়েছে ৷ দুই মালিকের মধ্যে ঝামেলা মেটেনি । তাই ঝামেলার ফল শ্রমিকদের ভোগ করতে হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.