ETV Bharat / state

Coal Minister Pralhad Joshi: পরিবেশের কথা ভেবেই প্রধানমন্ত্রীর দেওয়া কয়লা উত্তোলনের লক্ষ্যপূরণ হবে, জানালেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বৃহস্পতিবার দুর্গাপুরে খনি অঞ্চল পরিদর্শন করলেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রহ্লাদ জোশি (Coal Minister Pralhad Joshi) ৷ পরে তিনি জানালেন প্যারিস চুক্তি (Paris Agreement) অনুযায়ী কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা পূরণ করা হবে ৷ পরিবেশবান্ধব জ্বালানির কথা ভাবা হচ্ছে ৷

coal-minister-pralhad-joshi-says-considering-the-environment-target-of-coal-extraction-given-by-pm-narendra-modi-will-be-met
Coal Minister Pralhad Joshi: পরিবেশের কথা ভেবেই প্রধানমন্ত্রীর দেওয়া কয়লা উত্তোলনের লক্ষ্যপূরণ হবে, জানালেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী
author img

By

Published : Nov 24, 2022, 8:38 PM IST

দুর্গাপুর, 24 নভেম্বর: প্যারিস চুক্তি (Paris Agreement) অনুযায়ী গ্লোবাল ওয়ার্মিং (Global Warming) রুখতে 2040 সালের মধ্যে ভারত-সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ যারা খনিগর্ভ থেকে উত্তোলন করে কয়লা-সহ বিভিন্ন খনিজ সামগ্রী, তাতে লাগাম টানার কথা বলা হয়েছে । খনিগর্ভ পরিদর্শন করে এসে কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রহ্লাদ জোশি (Coal Minister Pralhad Joshi) এই কথা জানিয়েছেন ৷ তিনি আরও জানিয়েছেন, কয়লা উত্তোলনের ক্ষেত্রেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) যে লক্ষ্যমাত্রা দিয়েছেন, তা দ্রুত পূরণ করে পরিবেশের কথা ভাবতে হবে ।

বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রথমে পাণ্ডবেশ্বরের সোনপুর বাজারি খনি পরিদর্শন করেন ৷ ইসিএলএর আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন । ভিউ পয়েন্ট থেকে সমস্ত খনি এলাকা সরজমিনে চাক্ষুষ করেন । এরপর ওই খনিতে নতুন কোল হ্যান্ডেলিং প্ল্যান্টের উদ্বোধন করেন মন্ত্রী ।

এরপর তিনি ফরিদপুর থানা এলাকার ঝাঁঝরা খনিতে আসেন খনি পরিদর্শনের পরে তিনি বার্ষিক 5 মেট্রিক টনের কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ঝাঁঝরা প্রজেক্টের এমআইসি 2 উদ্বোধন করেন । এরপর সেফটি হেলমেট পরে খনির উপরে মন্দিরে পুজো দিয়ে অন্যান্য আধিকারিকদের সঙ্গে ডুলির মাধ্যমে খনির নিচে নেমে খনি পরিদর্শন করেন । কেন্দ্রীয় কয়লা মন্ত্রীর সফর ঘিরে খনি এলাকায় ছিল কড়া নিরাপত্তা ।

পরিবেশের কথা ভেবেই প্রধানমন্ত্রীর দেওয়া কয়লা উত্তোলনের লক্ষ্যপূরণ হবে, জানালেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী

মন্ত্রী জানান, বেআইনিভাবে কয়লা চুরি (Coal Smuggling) বন্ধ করতে রাজ্য সরকারের সহযোগিতা দরকার । শুধু এই রাজ্য নয় সব রাজ্যেরই সহযোগিতা দরকার । এছাড়া এই অপরাধের সাজার জন্য রাজ্য পুলিশের সহযোগিতা প্রয়োজন । কেন্দ্রীয় বাহিনী শুধু কয়লা পাহারা দেয় ৷ অভিযুক্তদের ধরার কাজ পুলিশের এবং রাজ্য সরকারের । তবে বেআইনি কয়লা পাচার বন্ধ করতে কেন্দ্র কড়া পদক্ষেপ নেবে বলেও তিনি জানান ৷

অন্যদিকে খনি এলাকার মানুষদের পুনর্বাসন নিয়ে এদিন সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী । তবে রাজ্য সরকারের যে সহযোগিতার সব বিষয়ে প্রয়োজন রয়েছে এদিন তার বক্তব্যে পুরোপুরি পরিষ্কার ছিল ।

আরও পড়ুন: 2025-এর মধ্যে কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা পুরণ হবে, দুর্গাপুরে বললেন কয়লামন্ত্রী

দুর্গাপুর, 24 নভেম্বর: প্যারিস চুক্তি (Paris Agreement) অনুযায়ী গ্লোবাল ওয়ার্মিং (Global Warming) রুখতে 2040 সালের মধ্যে ভারত-সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ যারা খনিগর্ভ থেকে উত্তোলন করে কয়লা-সহ বিভিন্ন খনিজ সামগ্রী, তাতে লাগাম টানার কথা বলা হয়েছে । খনিগর্ভ পরিদর্শন করে এসে কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রহ্লাদ জোশি (Coal Minister Pralhad Joshi) এই কথা জানিয়েছেন ৷ তিনি আরও জানিয়েছেন, কয়লা উত্তোলনের ক্ষেত্রেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) যে লক্ষ্যমাত্রা দিয়েছেন, তা দ্রুত পূরণ করে পরিবেশের কথা ভাবতে হবে ।

বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রথমে পাণ্ডবেশ্বরের সোনপুর বাজারি খনি পরিদর্শন করেন ৷ ইসিএলএর আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন । ভিউ পয়েন্ট থেকে সমস্ত খনি এলাকা সরজমিনে চাক্ষুষ করেন । এরপর ওই খনিতে নতুন কোল হ্যান্ডেলিং প্ল্যান্টের উদ্বোধন করেন মন্ত্রী ।

এরপর তিনি ফরিদপুর থানা এলাকার ঝাঁঝরা খনিতে আসেন খনি পরিদর্শনের পরে তিনি বার্ষিক 5 মেট্রিক টনের কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ঝাঁঝরা প্রজেক্টের এমআইসি 2 উদ্বোধন করেন । এরপর সেফটি হেলমেট পরে খনির উপরে মন্দিরে পুজো দিয়ে অন্যান্য আধিকারিকদের সঙ্গে ডুলির মাধ্যমে খনির নিচে নেমে খনি পরিদর্শন করেন । কেন্দ্রীয় কয়লা মন্ত্রীর সফর ঘিরে খনি এলাকায় ছিল কড়া নিরাপত্তা ।

পরিবেশের কথা ভেবেই প্রধানমন্ত্রীর দেওয়া কয়লা উত্তোলনের লক্ষ্যপূরণ হবে, জানালেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী

মন্ত্রী জানান, বেআইনিভাবে কয়লা চুরি (Coal Smuggling) বন্ধ করতে রাজ্য সরকারের সহযোগিতা দরকার । শুধু এই রাজ্য নয় সব রাজ্যেরই সহযোগিতা দরকার । এছাড়া এই অপরাধের সাজার জন্য রাজ্য পুলিশের সহযোগিতা প্রয়োজন । কেন্দ্রীয় বাহিনী শুধু কয়লা পাহারা দেয় ৷ অভিযুক্তদের ধরার কাজ পুলিশের এবং রাজ্য সরকারের । তবে বেআইনি কয়লা পাচার বন্ধ করতে কেন্দ্র কড়া পদক্ষেপ নেবে বলেও তিনি জানান ৷

অন্যদিকে খনি এলাকার মানুষদের পুনর্বাসন নিয়ে এদিন সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী । তবে রাজ্য সরকারের যে সহযোগিতার সব বিষয়ে প্রয়োজন রয়েছে এদিন তার বক্তব্যে পুরোপুরি পরিষ্কার ছিল ।

আরও পড়ুন: 2025-এর মধ্যে কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা পুরণ হবে, দুর্গাপুরে বললেন কয়লামন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.