ETV Bharat / state

Student Body Recovered in Durgapur: দুর্গাপুরে রহস্যজনকভাবে রেল লাইন থেকে ছাত্রের দেহ উদ্ধার - ছাত্রের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

নিখোঁজ থাকা ছাত্রের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার দুর্গাপুরে (Student Body Recovered in Durgapur) ৷ খুন করা হয়েছে বলে দাবি পরিবারের ৷ ঘটনার তদন্তে কোকওভেন থানার পুলিশ ৷

Student Body Recovered
রেল লাইন থেকে ছাত্রের দেহ উদ্ধার
author img

By

Published : Jan 25, 2023, 2:29 PM IST

Updated : Jan 25, 2023, 3:35 PM IST

ছাত্রের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার দুর্গাপুরে

দুর্গাপুর, 25 জানুয়ারি: স্কুল ছাত্রের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে । মৃত স্কুল ছাত্রের নাম প্রীতম পোড়েল । বেশ কয়েক ঘণ্টা নিখোঁজ থাকার পর প্রীতমের দেহ দুর্গাপুর স্টেশন সংলগ্ন রেল লাইন থেকে উদ্ধার হয়েছে (Class Eleven Student Body Recovered from Railway track) । পরিবারের দাবি, খুন করা হয়েছে প্রীতমকে ৷ তদন্তে নেমেছে কোকওভেন থানার পুলিশ ।

স্কুল থেকে আর ঘরে ফিরল না দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত দেশবন্ধু নগর কলোনির প্রীতম পোড়েল । সিটি সেন্টারের পলাশডিহার বেসরকারি এক ইংরেজি মাধ্যম স্কুলের একাদশ শ্রেণির ছাত্র প্রীতম মঙ্গলবার স্কুলে গিয়েছিল ৷ গতকাল বিকেল পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করার পর প্রীতমের খোঁজ না পেয়ে স্থানীয় ও পরিবারের লোকজন কোকওভেন থানায় জানায় বিষয়টি ৷ শেষ পর্যন্ত রাতে ঘরের সামনে রেল লাইন থেকে মিলল প্রীতমের দেহ ।

পরিবারের দাবি, ঠান্ডা মাথায় খুন করা হয়েছে প্রীতম পোড়েলকে ৷ একই দাবিতে সরব প্রীতমের পড়শিরাও । দুর্গাপুর জিআরপি মঙ্গলবার রাতে দেশবন্ধু কলোনি সংলগ্ন রেল লাইন থেকে প্রীতমের দেহের সঙ্গে সাইকেল ও স্কুলের ব্যাগ উদ্ধার করেছে ৷ উদ্ধার হয় প্রীতমের মোবাইল ফোনও । গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে শহর দুর্গাপুরে । কোকওভেন থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

মৃত স্কুল ছাত্রের পরিবারের দাবি, বেশ কয়েকদিন ধরে স্কুলে যেতে চাইছিল না প্রীতম ৷ গতকালও এক প্রকার জোর করে প্রীতমকে স্কুলে পাঠান মা টুম্পা পোড়েল ৷ ছবি আঁকা থেকে শুরু করে আরও অনেক প্রতিভা ছিল প্রীতমের ৷ এই মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ লুকিয়ে রয়েছে কি না, সেটা খতিয়ে দেখছে কোকওভেন থানার পুলিশ । ময়নাতদন্তের জন্য প্রীতমের দেহ দুর্গাপুর জিআরপি আসানসোল মহকুমা হাসপাতালে পাঠায় । হঠাৎ স্কুল ছাত্রের রহস্যময় মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরের 29 নম্বর ওয়ার্ডের কোকওভেন থানার অন্তর্গত দেশবন্ধুনগর কলোনি এলাকায় ।

প্রীতমদের এক প্রতিবেশী প্রিয়াঙ্কা লায়েক বলেন,"অত্যন্ত ভালো ছেলে প্রীতম । সে কখনও আত্মহত্যা করতে পারে না । আমাদের সন্দেহ তাকে খুন করা হয়েছে । পুলিশের কাছে আমরা আবেদন জানাচ্ছি প্রকৃত রহস্য উদঘাটিত হোক ।" প্রীতমের এক আত্মীয় নীলিমা সেন বলেন, "প্রীতম পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল ৷ সে খুব ভালো ছবি আঁকতে পারত । সে স্কুল থেকে বাড়ি আসার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় । তার এই মৃত্যু রহস্যজনক । আমরা সবাই চাইছি পুলিশি তদন্ত হোক এবং দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়া হোক ।"

আরও পড়ুন: ঘর থেকে নার্সিং পড়ুয়ার নলিকাটা দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

ছাত্রের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার দুর্গাপুরে

দুর্গাপুর, 25 জানুয়ারি: স্কুল ছাত্রের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে । মৃত স্কুল ছাত্রের নাম প্রীতম পোড়েল । বেশ কয়েক ঘণ্টা নিখোঁজ থাকার পর প্রীতমের দেহ দুর্গাপুর স্টেশন সংলগ্ন রেল লাইন থেকে উদ্ধার হয়েছে (Class Eleven Student Body Recovered from Railway track) । পরিবারের দাবি, খুন করা হয়েছে প্রীতমকে ৷ তদন্তে নেমেছে কোকওভেন থানার পুলিশ ।

স্কুল থেকে আর ঘরে ফিরল না দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত দেশবন্ধু নগর কলোনির প্রীতম পোড়েল । সিটি সেন্টারের পলাশডিহার বেসরকারি এক ইংরেজি মাধ্যম স্কুলের একাদশ শ্রেণির ছাত্র প্রীতম মঙ্গলবার স্কুলে গিয়েছিল ৷ গতকাল বিকেল পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করার পর প্রীতমের খোঁজ না পেয়ে স্থানীয় ও পরিবারের লোকজন কোকওভেন থানায় জানায় বিষয়টি ৷ শেষ পর্যন্ত রাতে ঘরের সামনে রেল লাইন থেকে মিলল প্রীতমের দেহ ।

পরিবারের দাবি, ঠান্ডা মাথায় খুন করা হয়েছে প্রীতম পোড়েলকে ৷ একই দাবিতে সরব প্রীতমের পড়শিরাও । দুর্গাপুর জিআরপি মঙ্গলবার রাতে দেশবন্ধু কলোনি সংলগ্ন রেল লাইন থেকে প্রীতমের দেহের সঙ্গে সাইকেল ও স্কুলের ব্যাগ উদ্ধার করেছে ৷ উদ্ধার হয় প্রীতমের মোবাইল ফোনও । গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে শহর দুর্গাপুরে । কোকওভেন থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

মৃত স্কুল ছাত্রের পরিবারের দাবি, বেশ কয়েকদিন ধরে স্কুলে যেতে চাইছিল না প্রীতম ৷ গতকালও এক প্রকার জোর করে প্রীতমকে স্কুলে পাঠান মা টুম্পা পোড়েল ৷ ছবি আঁকা থেকে শুরু করে আরও অনেক প্রতিভা ছিল প্রীতমের ৷ এই মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ লুকিয়ে রয়েছে কি না, সেটা খতিয়ে দেখছে কোকওভেন থানার পুলিশ । ময়নাতদন্তের জন্য প্রীতমের দেহ দুর্গাপুর জিআরপি আসানসোল মহকুমা হাসপাতালে পাঠায় । হঠাৎ স্কুল ছাত্রের রহস্যময় মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরের 29 নম্বর ওয়ার্ডের কোকওভেন থানার অন্তর্গত দেশবন্ধুনগর কলোনি এলাকায় ।

প্রীতমদের এক প্রতিবেশী প্রিয়াঙ্কা লায়েক বলেন,"অত্যন্ত ভালো ছেলে প্রীতম । সে কখনও আত্মহত্যা করতে পারে না । আমাদের সন্দেহ তাকে খুন করা হয়েছে । পুলিশের কাছে আমরা আবেদন জানাচ্ছি প্রকৃত রহস্য উদঘাটিত হোক ।" প্রীতমের এক আত্মীয় নীলিমা সেন বলেন, "প্রীতম পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল ৷ সে খুব ভালো ছবি আঁকতে পারত । সে স্কুল থেকে বাড়ি আসার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় । তার এই মৃত্যু রহস্যজনক । আমরা সবাই চাইছি পুলিশি তদন্ত হোক এবং দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়া হোক ।"

আরও পড়ুন: ঘর থেকে নার্সিং পড়ুয়ার নলিকাটা দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Last Updated : Jan 25, 2023, 3:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.