দুর্গাপুর, 19 সেপ্টেম্বর : "পড়াশোনায় অনেক খরচ ৷ তোর বাবা অনেক কষ্ট করে সেই খরচ জোগাচ্ছে ৷ সামনে পরীক্ষা ৷ এখন ফ্রি ফায়ার গেম খেলিস না ৷ মোবাইল রেখে পড়তে বস ৷" মায়ের বলা এই কথাগুলো শুনে অভিমান হয় বছর পনেরোর রাশ আউতের ৷ তার জেরেই আত্মহত্যার পথ বেছে নেয় দশম শ্রেণীর এই পড়ুয়া ৷ ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বেনাচিতি সংলগ্ন নতুনপল্লি এলাকায় ৷
বাবা পেশায় ট্রাক চালক ৷ অভাবের সংসারে কষ্ট করে ছেলেকে বেসরকারি স্কুলে ভর্তি করেছিলেন ৷ রান্না করে ছেলের সঙ্গে খেয়ে কাজে বেরিয়ে শোনেন ছেলের কাণ্ড ৷ বাড়ির লোক ভেবেছিলেন খাওয়াদাওয়া করে রাশ হয়ত ঘুমিয়ে পড়েছে ৷ কিন্তু দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও সাড়া না মেলায় দরজা ভাঙতে বাধ্য হয় পরিবার ৷ তারপরই ঝুলন্ত অবস্থায় রাশের দেহ উদ্ধার করা হয় ৷ তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ আজ দুর্গাপুর মহকুমা হাসপাতালে তার ময়নাতদন্ত করা হয় ৷
গোটা ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে ৷
আরও পড়ুন : Kanksa Murder : কীভাবে স্ত্রীকে খুন, পুলিশকে দেখাল ব্যাঙ্ককর্মী স্বামী