ETV Bharat / state

Durgapur Clash: কয়লা খনিতে নিরাপত্তা রক্ষী নিয়োগের দাবি ঘিরে সংঘর্ষ, আহত 6 - নিরাপত্তা রক্ষী নিয়োগের দাবি ঘিরে সংঘর্ষ

কয়লাখনি খনন কার্যের সময় উত্তেজনা ৷ সংঘর্ষে উত্তাল কাঁকসা ও দুর্গাপুর ফরিদপুর ব্লক ৷ দুই এলাকার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ বাঁধে (Clash in coal mining area in durgapur)৷ উত্তেজনা সামাল দিতে কাঁকসা ও দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ ৷

Durgapur Clash
খনি খনন কার্যে নিরাপত্তা রক্ষী নিয়োগের দাবিতে সংঘর্ষ
author img

By

Published : Dec 30, 2022, 9:24 PM IST

নিরাপত্তা রক্ষী নিয়োগের দাবি ঘিরে সংঘর্ষে উত্তপ্ত দুর্গাপুর

দুর্গাপুর, 30 ডিসেম্বর: পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বিদবিহারের বিনোদপুর এবং দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজারের বৈদ্যনাথপুর এলাকায় তৈরি হচ্ছে কয়লা খনি । দুই ব্লক থেকে দেড়শো’ বিঘা জমি অধিগ্রহণ করে দুটি বেসরকারি সংস্থা কয়লা খনি তৈরির প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করেছে । নিরাপত্তা রক্ষী নিয়োগের দাবিতেই শুক্রবার বিক্ষোভ দেখাল বিনোদপুরের বাসিন্দারা ৷ পরে তা সংঘর্ষের রূপ নেয় (Clash in coal mining area in durgapur) ৷

আরও পড়ুন : সীমান্তে সংঘর্ষের জের, উত্তরবঙ্গে জারি হাই অ্য়ালার্ট

জানা গিয়েেছ, খনন কার্যের নিরাপত্তার জন্য বৈদ্যনাথপুর এলাকার 3জন এবং কাঁকসার বিনোদপুরের এক জন নিরাপত্তা রক্ষী নিয়োগ করা হয়েছে (Durgapur News)। এলাকাবাসীর দাবি আরও নিরাপত্তা রক্ষী নিয়োগ করতে হবে ৷ তা নিয়ে বিক্ষোভ দেখান বিনোদপুরের বাসিন্দারা ৷ পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে এলাকাবাসীকে সামলাতে আসরে নামে দায়িত্বপ্রাপ্ত সংস্থা ৷ দুই এলাকা বাসিন্দাদের সঙ্গে এদিন আলোচনায় বসে সংশ্লিষ্ট সংস্থা । হঠাৎই দুই ব্লকের বাসিন্দাদের মধ্যে শুরু হয় চরম দ্বন্দ্ব, যা সংঘর্ষে পরিণত হয় । আহত হয় উভয় পক্ষের 6 জন (Six People Injured in a Clash)। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা এবং দুর্গাপুর ফরিদপুর থানার বিশাল পুলিশবাহিনী ।

আরও পড়ুন: পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে লিফলেট কোচবিহার শহরে

কাঁকসার বিনোদপুরের এলাকাবাসীর অভিযোগ, বৈদ্যনাথপুর এলাকাবাসীরা বাঁশ, লাঠি, রড নিয়ে আচমকা চড়াও হয় তাদের উপর । পালটা হামলা চালানোর অভিযোগ, লাউদোহার বৈদ্যনাথপুর এলাকাবাসীদের । আহত হয় উভয় পক্ষেরই 6 জন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় । কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি নিখিল ডোম দুর্গাপুর ফরিদপুরের বৈদ্যনাথপুর এলাকাবাসীর প্রভাবকে দায়ী করছেন । গৌরবাজার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরেন পালের দাবি, সমস্যা সমাধানের জন্যই আলোচনা হচ্ছিল ৷ তখনই দুই গ্রামের দ্বন্দ্বের সৃষ্টি হয় তবে পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি ।

নিরাপত্তা রক্ষী নিয়োগের দাবি ঘিরে সংঘর্ষে উত্তপ্ত দুর্গাপুর

দুর্গাপুর, 30 ডিসেম্বর: পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বিদবিহারের বিনোদপুর এবং দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজারের বৈদ্যনাথপুর এলাকায় তৈরি হচ্ছে কয়লা খনি । দুই ব্লক থেকে দেড়শো’ বিঘা জমি অধিগ্রহণ করে দুটি বেসরকারি সংস্থা কয়লা খনি তৈরির প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করেছে । নিরাপত্তা রক্ষী নিয়োগের দাবিতেই শুক্রবার বিক্ষোভ দেখাল বিনোদপুরের বাসিন্দারা ৷ পরে তা সংঘর্ষের রূপ নেয় (Clash in coal mining area in durgapur) ৷

আরও পড়ুন : সীমান্তে সংঘর্ষের জের, উত্তরবঙ্গে জারি হাই অ্য়ালার্ট

জানা গিয়েেছ, খনন কার্যের নিরাপত্তার জন্য বৈদ্যনাথপুর এলাকার 3জন এবং কাঁকসার বিনোদপুরের এক জন নিরাপত্তা রক্ষী নিয়োগ করা হয়েছে (Durgapur News)। এলাকাবাসীর দাবি আরও নিরাপত্তা রক্ষী নিয়োগ করতে হবে ৷ তা নিয়ে বিক্ষোভ দেখান বিনোদপুরের বাসিন্দারা ৷ পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে এলাকাবাসীকে সামলাতে আসরে নামে দায়িত্বপ্রাপ্ত সংস্থা ৷ দুই এলাকা বাসিন্দাদের সঙ্গে এদিন আলোচনায় বসে সংশ্লিষ্ট সংস্থা । হঠাৎই দুই ব্লকের বাসিন্দাদের মধ্যে শুরু হয় চরম দ্বন্দ্ব, যা সংঘর্ষে পরিণত হয় । আহত হয় উভয় পক্ষের 6 জন (Six People Injured in a Clash)। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা এবং দুর্গাপুর ফরিদপুর থানার বিশাল পুলিশবাহিনী ।

আরও পড়ুন: পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে লিফলেট কোচবিহার শহরে

কাঁকসার বিনোদপুরের এলাকাবাসীর অভিযোগ, বৈদ্যনাথপুর এলাকাবাসীরা বাঁশ, লাঠি, রড নিয়ে আচমকা চড়াও হয় তাদের উপর । পালটা হামলা চালানোর অভিযোগ, লাউদোহার বৈদ্যনাথপুর এলাকাবাসীদের । আহত হয় উভয় পক্ষেরই 6 জন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় । কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি নিখিল ডোম দুর্গাপুর ফরিদপুরের বৈদ্যনাথপুর এলাকাবাসীর প্রভাবকে দায়ী করছেন । গৌরবাজার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরেন পালের দাবি, সমস্যা সমাধানের জন্যই আলোচনা হচ্ছিল ৷ তখনই দুই গ্রামের দ্বন্দ্বের সৃষ্টি হয় তবে পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.