ETV Bharat / state

পেট্রল পাম্পে সংঘর্ষ, জখম 3 - Jamuria

জামুড়িয়াতে ফোন-পের মাধ্যমে পেট্রল ভরাকে কেন্দ্র করে সংঘর্ষ । ঘটনায় আহত 3 জন পাম্পের কর্মী ।

পেট্রল পাম্পে সংঘর্ষ
author img

By

Published : Jul 13, 2019, 7:34 PM IST

জামুড়িয়া, 13 জুলাই : ফোন-পের মাধ্যমে পাম্পে পেট্রল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ । ভাঙচুর করা হয় পেট্রল পাম্পের অফিস । পাশাপাশি পেট্রল পাম্প কর্মীদেরও মারধর করা হয় । ঘটনায় জখম হন তিনজন । তাঁদের আসানসোল জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনাটি জামুড়িয়ার নীঘা দামোদর পেট্রল পাম্পের ।

আজ সকাল 6টা নাগাদ চার যুবক 2টি মোটর বাইকে করে পেট্রল ভরার জন্য পাম্পে আসে । বলে, 30 টাকার তেল চাই । ফোন-পের মাধ্যমে পেমেন্ট করবে । কিন্তু, পাম্প কর্মীরা তা দিতে চাননি । বচসা শুরু হয় । পরে তারা পে-টিএমে 30 টাকা দেয় । তখনকার মতো ঝামেলা মিটে যায় । কিছুক্ষণ পর আরও ছ'জনকে নিয়ে পাম্পে ফিরে আসেন যুবকরা । শুরু হয় ভাঙচুর । আটকাতে গেলে মারধর করা হয় পেট্রল পাম্প কর্মীদের । জখম হন তিনজন ।

পেট্রল পাম্প মালিক বিশ্বজিৎ ঘোষাল বলেন, "সকালে ওরা হামলা চালায় । ঘটনার CCTV ফুটেজও আছে । অভিযুক্তরা টাকা লুটের চেষ্টা করে । পরে স্থানীয়রা এসে তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয় ।"

জামুড়িয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । ইতিমধ্যে আটক দু'জন । বাকিরা পলাতক ।

জামুড়িয়া, 13 জুলাই : ফোন-পের মাধ্যমে পাম্পে পেট্রল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ । ভাঙচুর করা হয় পেট্রল পাম্পের অফিস । পাশাপাশি পেট্রল পাম্প কর্মীদেরও মারধর করা হয় । ঘটনায় জখম হন তিনজন । তাঁদের আসানসোল জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনাটি জামুড়িয়ার নীঘা দামোদর পেট্রল পাম্পের ।

আজ সকাল 6টা নাগাদ চার যুবক 2টি মোটর বাইকে করে পেট্রল ভরার জন্য পাম্পে আসে । বলে, 30 টাকার তেল চাই । ফোন-পের মাধ্যমে পেমেন্ট করবে । কিন্তু, পাম্প কর্মীরা তা দিতে চাননি । বচসা শুরু হয় । পরে তারা পে-টিএমে 30 টাকা দেয় । তখনকার মতো ঝামেলা মিটে যায় । কিছুক্ষণ পর আরও ছ'জনকে নিয়ে পাম্পে ফিরে আসেন যুবকরা । শুরু হয় ভাঙচুর । আটকাতে গেলে মারধর করা হয় পেট্রল পাম্প কর্মীদের । জখম হন তিনজন ।

পেট্রল পাম্প মালিক বিশ্বজিৎ ঘোষাল বলেন, "সকালে ওরা হামলা চালায় । ঘটনার CCTV ফুটেজও আছে । অভিযুক্তরা টাকা লুটের চেষ্টা করে । পরে স্থানীয়রা এসে তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয় ।"

জামুড়িয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । ইতিমধ্যে আটক দু'জন । বাকিরা পলাতক ।

Intro:নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় ! মৃতের নাম তরুণ পাশওয়ান (৩৮)।ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার ৫ ওয়ার্ডের AB-PIT এলাকায় । ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ ।


আজ সকালে জামুড়িয়ার ৫ নম্বর ওয়ার্ডের এবিপিট এলাকার জঙ্গল থেকে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করল জামুরিয়া থানার পুলিশ ।জামুরিয়া থানার পুলিশ ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় ।


Body:নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় ! মৃতের নাম তরুণ পাশওয়ান (৩৮)।ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার ৫ ওয়ার্ডের AB-PIT এলাকায় । ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ ।


আজ সকালে জামুড়িয়ার ৫ নম্বর ওয়ার্ডের এবিপিট এলাকার জঙ্গল থেকে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করল জামুরিয়া থানার পুলিশ ।জামুরিয়া থানার পুলিশ ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় ।


স্থানীয় বাসিন্দা শংকর যাদব জানান " গতকাল পাড়ার একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে ভোজ খাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে ছিল । তারপর থেকেই বাড়ি আর ফেরেনি । জামুড়িয়ার সব জায়গায় খোঁজাখুঁজি করলেও মেলেনি তরুণ পাশওয়ানকে । আজ সকালে বাড়ির কিছুটা দূরে ECL-র পরিতক্ত কয়লা খনির পাশে জঙ্গল থেকে তরুণ পাসওয়ান এর মৃতদেহ উদ্ধার হয় 11000 ভোল্টের বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় । তিনি আরো জানান বৈদ্যুতিক তার ECL- র তত্ত্বাবধানে ছিল বলে জানা যায় । এমনকি বৈদ্যুতিক তার প্রায় মাটির সংস্পর্শে চলে এসেছিল । সম্ভবত সেই কারণে তরুণ পাসওয়ান বৈদ্যুতিক তার স্পর্শে চলে যাওয়ায় মৃত্যু হয়েছে বলে জানান তিনি । এই ঘটনার তদন্ত শুরু করেছে জামুরিয়া থানার পুলিশ ।Conclusion:।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.