ETV Bharat / state

"চল থানার টেবিলগুলি মুছে দিবি", শিশুকে ডেকে নিয়ে যৌন নির্যাতন - civic volunteer arrested

লোভন দেখিয়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ঘটনাটি দুর্গাপুর ইস্পাত কারখানার এক বন্ধ স্বাস্থ্যকেন্দ্রে ঘটে।

s
author img

By

Published : Apr 2, 2019, 11:54 PM IST

দুর্গাপুর, ২ এপ্রিল : "চল থানার টেবিলগুলো মুছে দিবি। তোকে ২০০ টাকা দেব।" এমনই প্রলোভন দেখিয়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ঘটনাটি দুর্গাপুর ইস্পাত কারখানার এক বন্ধ স্বাস্থ্যকেন্দ্রে ঘটে। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নাম সেখ আজ়ম। তার বিরুদ্ধে আজ রাতে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছে নির্যাতিত শিশুর পরিবার।

দুর্গাপুর থানার কুড়ুরিয়া ডাঙা এলাকায় বাড়ি ২২ বছরের সিভিক ভলান্টিয়ার সেখ আজ়মের। বর্তমানে সে ফুলঝোড়ে দুর্গাপুর মহকুমা উপসংশোধনাগারে ডিউটি করছিল। গত রবিবার সে শিশুটির উপর নির্যাতন চালায় বলে অভিযোগ।

নির্যাতন করার পর সে শিশুটিকে বাইকে চাপিয়ে বাড়ি পৌঁছে দেয়। কাউকে কিছু না বলার জন্য হুমকিও দেয়। কিন্তু আজ সকালে শিশুটি বাড়ির লোকেদের কাছে সব খুলে বলে। বিষয়টি এলাকার যুবকরা দুর্গাপুর থানায় জানালে পুলিশ আজ়মকে আটক করে। পুলিস জানিয়েছে আগামীকাল নির্যাতিত ছেলেটির মেডিকেল টেস্ট হবে। তারপর সে দুর্গাপুর মহকুমা আদালতে গোপন জবানবন্দি দেবে। আদালতে বুধবার তোলা হবে অভিযুক্তকেও। আজ়মের বিরুদ্ধে এর আগে সাইকেল চুরির অভিযোগও উঠেছিল।

দুর্গাপুর, ২ এপ্রিল : "চল থানার টেবিলগুলো মুছে দিবি। তোকে ২০০ টাকা দেব।" এমনই প্রলোভন দেখিয়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ঘটনাটি দুর্গাপুর ইস্পাত কারখানার এক বন্ধ স্বাস্থ্যকেন্দ্রে ঘটে। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নাম সেখ আজ়ম। তার বিরুদ্ধে আজ রাতে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছে নির্যাতিত শিশুর পরিবার।

দুর্গাপুর থানার কুড়ুরিয়া ডাঙা এলাকায় বাড়ি ২২ বছরের সিভিক ভলান্টিয়ার সেখ আজ়মের। বর্তমানে সে ফুলঝোড়ে দুর্গাপুর মহকুমা উপসংশোধনাগারে ডিউটি করছিল। গত রবিবার সে শিশুটির উপর নির্যাতন চালায় বলে অভিযোগ।

নির্যাতন করার পর সে শিশুটিকে বাইকে চাপিয়ে বাড়ি পৌঁছে দেয়। কাউকে কিছু না বলার জন্য হুমকিও দেয়। কিন্তু আজ সকালে শিশুটি বাড়ির লোকেদের কাছে সব খুলে বলে। বিষয়টি এলাকার যুবকরা দুর্গাপুর থানায় জানালে পুলিশ আজ়মকে আটক করে। পুলিস জানিয়েছে আগামীকাল নির্যাতিত ছেলেটির মেডিকেল টেস্ট হবে। তারপর সে দুর্গাপুর মহকুমা আদালতে গোপন জবানবন্দি দেবে। আদালতে বুধবার তোলা হবে অভিযুক্তকেও। আজ়মের বিরুদ্ধে এর আগে সাইকেল চুরির অভিযোগও উঠেছিল।

Intro:"" চল থানার টেবিলগুলো মুছে দিবি।তোকে ২০০ টাকা দেব""- এরকম প্রলোভন দেখিয়ে তৃতীয় শ্রেনীর এক ছাত্রকে ইস্পাত নগরীর আশীষ মার্কেটে দুর্গাপুর ইস্পাত কারখানার বন্ধ পড়ে থাকা একটি নির্জন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে ওই শিশুটিকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে।সেখ আজম ওই সিভিক নামের ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে মঙ্গলবার রাতে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ জানাল নির্যাতিত শিশুর পরিবার।পুলিশ আটক করেছে সেখ আজম কে।

দুর্গাপুর থানার কুড়ুরিয়া ডাঙা এলাকার একটি দীনদরিদ্র পরিবারের ছেলে দীনু বাউরী(পরিবর্তিত নাম)।দীনু স্থানীয় কুড়ুরিয়া ডাঙা কালীতলা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র।ওই এলাকাতেই থাকে সিভিক ভলেন্টিয়ার সেখ আজম(২২বছর)।তার পরিবার তুলোর লেপ,তোষক,বালিশ তৈরির কাজ করে।এই পরিবারের ছেলে সেখ আজম দীর্ঘ কয়েকবছর যাবত সিভিক ভলেন্টিয়ারের কাজ করে।বর্তমানে সে ফুলঝোড়ে দুর্গাপুর মহকুমা উপসংশোধনাগারে ডিউটি করছিল।গত রবিবার কুড়ুরিয়া ডাঙা মাঠে একাকি খেলতে দেখে ছোট্ট দীনুকে।দীনুর অভিযোগ সে আজম কে চিনত না।তাকে কাকু বলে চল থানায় যাবি। টেবিল মুছে দিবি।২০০ টাকা পাবি।এই প্রলোভনে পড়েই আজমের বাইকে চড়ে বসে দিনু।এরপরে আজম তাকে নিয়ে যায় ইস্পাত নগরীর আশীষ মার্কেটে ডিএসপি র বন্ধ অবস্থায় পড়ে থাকা নির্জন একটি স্বাস্থ্যকেন্দ্রে।সেখানে দীনুকে ভয় দেখিয়ে তার ওপর যৌন নির্যাতন চালায় আজম বলে অভিযোগ। এরপরে দীনু কে ফের সে বাইকে চাপিয়ে কুড়ুরিয়া ডাঙায় নামিয়ে দেয়।আর হুমকিও দেয় দীনু যাতে কাউকে কিছু না বলে।কিন্তু দীনু সোমবার থেকেই নার্ভাস হয়ে ঘরে বসেই থাকে।বাইরে বেরোতে না চাইলে মঙ্গলবার সকালে সে বাড়ির লোকেদের কাছে সব খুলে বলে।মঙ্গলবার এই ঘটনার কথা ওই এলাকার যুবকেরা দুর্গাপুর থানায় জানালে পুলিশ আজম কে আটক করে।মঙ্গলবার রাতে অভিযোগ জানায় দীনুর পরিবার।থানায় দীনুকেও নিয়ে আসা হয়।পুলিশের পক্ষ থেকে জানানো হয় আগামীকাল দীনুর মেডিক্যাল টেস্ট হবে তারপর সে দুর্গাপুর মহকুমা আদালতে গোপন জবানবন্দি দেবে।আদালতে বুধবার তোলা হবে এই সিভিক ভলেন্টিয়ারকেও।এই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এর আগেও সাইকেল চুরির অভিযোগ ওঠে। এই আজম কি সাম্প্রতিককালে দুর্গাপুর ইস্পাতনগরী তে ছিনতাই এর ঘটনাগুলির সাথেও যুক্ত? ক্ষতিয়ে দেখছে পুলিশ।এমনকি সিভিক ভলেন্টিয়ারদের দু-একজন নীরিহ প্রেমিক-প্রেমিকাদের কাছ থেকেও ভয় দেখিয়ে অর্থ আদায় করে এমন অভিযোগও পুলিশের কাছে আছে।সেখ আজম ই কি সেই কাজ করত?এমন সব প্রশ্ন উঠে আসছে এবার।।দীনুর পরিবার চাইছে আজম এর কঠীন শাস্তি।।Body:কপিConclusion:কপি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.