ETV Bharat / state

বড়দিনে আবাসিকদের মুখে হাসি ফোটাতে পঞ্চায়েত প্রধান বৃদ্ধাশ্রমে - christmas celebration

বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাতে খান্দরা উদবর্তন বৃদ্ধাশ্রমে ফুল, মিষ্টি, কেক হাতে হাজির হন খান্দরা গ্রাম পঞ্চায়েত প্রধান শ্যামল অধিকারী এবং অন্যান্য পঞ্চায়েত সদস্যরা ৷

christmas celebration at oldage home by Panchayet Pradhan and Panchayet members
বড়দিনে আবাসিকদের মুখে হাসি ফোটাতে পঞ্চায়েত প্রধান ও সদস্যরা গেলেন বৃদ্ধাশ্রমে
author img

By

Published : Dec 25, 2019, 9:58 PM IST

অন্ডাল, 25 ডিসেম্বর : সারাজীবন ধরে সংসার সামলেছেন ৷ ছেলে-মেয়েদের মানুষ করেছেন ৷ কিন্তু আজ জীবনের সায়াহ্নে ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে ৷ উৎসবের দিনগুলিতে বেশি করে মনে পড়ে আপনজনদের ৷ আজ বড়দিনে সেই বৃদ্ধাশ্রম আবাসিকদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলেন খান্দরা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সদস্যরা ৷

সকাল সকাল খান্দরা উদবর্তন বৃদ্ধাশ্রমে তাঁরা হাজির হন ফুল, মিষ্টি হাতে ৷ একুশ জন আবাসিকের হতে ফুল, মিষ্টি ও কেক তুলে দেন ৷ তাঁদের সঙ্গে কথা বলেন পঞ্চায়েত প্রধান শ্যামল অধিকারী ৷ শরীর-স্বাস্থ্যের খোঁজ নেন ৷ বলেন, "বড়দিন উপলক্ষে বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে কেক,মিষ্টি তুলে দিতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি ৷ উৎসবে প্রতিটি মানুষ পরিবার পরিজন নিয়ে আনন্দে মেতে ওঠে ৷ কিন্তু এখানে যাঁরা আছেন তাঁদের যাতে আমরা আনন্দে রাখতে পারি ৷ তাঁদের কিছুক্ষণ সময় দিতে পারি সেই চিন্তা-ভাবনা থেকেই আমাদের এই উদ্যোগ ৷ তিনি আরও বলেন, "এখানে রুমের সংখ্যা কম ৷ পঞ্চায়েতের পক্ষ থেকে যদি রুমের সংখ্যা বাড়ানো যায় তারজন্য চিন্তা-ভাবনা করছি ৷ সেইসঙ্গে বৃদ্ধাশ্রমের আবাসিকদের কীভাবে আরও আনন্দে রাখা যায় সে বিষয়ে আমরা চিন্তা-ভাবনা করছি ৷ "

দেখুন ভিডিয়ো...

পরে আবাসিক সন্ধ্যা দাসের কাছে তাঁর কেমন লাগল জানতে চাওয়া হলে তিনি বলেন, ভালোই আছেন ৷ আগে এত বড়দিন পালনের চল ছিল না ৷ ছেলে-মেয়েরা আনন্দ করত ৷ তাদের দেখে তাঁরাও আনন্দ পেতেন ৷ পঞ্চায়েতের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন "জীবনে অনেক বাধা বিপত্তি আসবে কিন্তু সব কিছু হাসি মুখে অতিক্রম করে এগিয়ে যাওয়ায় নাম জীবন ৷"

অন্ডাল, 25 ডিসেম্বর : সারাজীবন ধরে সংসার সামলেছেন ৷ ছেলে-মেয়েদের মানুষ করেছেন ৷ কিন্তু আজ জীবনের সায়াহ্নে ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে ৷ উৎসবের দিনগুলিতে বেশি করে মনে পড়ে আপনজনদের ৷ আজ বড়দিনে সেই বৃদ্ধাশ্রম আবাসিকদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলেন খান্দরা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সদস্যরা ৷

সকাল সকাল খান্দরা উদবর্তন বৃদ্ধাশ্রমে তাঁরা হাজির হন ফুল, মিষ্টি হাতে ৷ একুশ জন আবাসিকের হতে ফুল, মিষ্টি ও কেক তুলে দেন ৷ তাঁদের সঙ্গে কথা বলেন পঞ্চায়েত প্রধান শ্যামল অধিকারী ৷ শরীর-স্বাস্থ্যের খোঁজ নেন ৷ বলেন, "বড়দিন উপলক্ষে বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে কেক,মিষ্টি তুলে দিতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি ৷ উৎসবে প্রতিটি মানুষ পরিবার পরিজন নিয়ে আনন্দে মেতে ওঠে ৷ কিন্তু এখানে যাঁরা আছেন তাঁদের যাতে আমরা আনন্দে রাখতে পারি ৷ তাঁদের কিছুক্ষণ সময় দিতে পারি সেই চিন্তা-ভাবনা থেকেই আমাদের এই উদ্যোগ ৷ তিনি আরও বলেন, "এখানে রুমের সংখ্যা কম ৷ পঞ্চায়েতের পক্ষ থেকে যদি রুমের সংখ্যা বাড়ানো যায় তারজন্য চিন্তা-ভাবনা করছি ৷ সেইসঙ্গে বৃদ্ধাশ্রমের আবাসিকদের কীভাবে আরও আনন্দে রাখা যায় সে বিষয়ে আমরা চিন্তা-ভাবনা করছি ৷ "

দেখুন ভিডিয়ো...

পরে আবাসিক সন্ধ্যা দাসের কাছে তাঁর কেমন লাগল জানতে চাওয়া হলে তিনি বলেন, ভালোই আছেন ৷ আগে এত বড়দিন পালনের চল ছিল না ৷ ছেলে-মেয়েরা আনন্দ করত ৷ তাদের দেখে তাঁরাও আনন্দ পেতেন ৷ পঞ্চায়েতের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন "জীবনে অনেক বাধা বিপত্তি আসবে কিন্তু সব কিছু হাসি মুখে অতিক্রম করে এগিয়ে যাওয়ায় নাম জীবন ৷"

Intro:বড় দিনে বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এল খান্দরা পঞ্চায়েত। অন্ডাল- বুধবার প্রভু যীশুর জন্মদিন উপলক্ষে নানান ভাবে মাতোয়ারা সারা দেশ তথা গোটা বিশ্ব। কিন্তু একটু অন্য ভাবনা দেখা গেল অন্ডালের খান্দরা গ্রাম পঞ্চায়েত । খান্দরা গ্রাম পঞ্চায়েত প্রধান ও তার পঞ্চায়েত সদস্যরা সকাল সকাল ফুল মিষ্টি হাতে হাজির হন অন্ডালে র খান্দরা উদবর্তন বৃদ্ধাশ্রমে । আবাসনের একুশ জন আবাসিকদের হতে ফুল ও মিষ্টি,কেক তুলে দিয়ে তাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করলেন প্রধান শ্যামল অধিকারী । প্রধান জানান,যারা তাদের শেষ জীবন নানান কারণে পরিবার পরিজন ছেড়ে বৃদ্ধাশ্রমে থাকতে বাধ্য হয়েছেন তাদের মুখে একটু হলেও উৎসবের দিনে হাসি ফোটাতে পঞ্চায়েতের এই উদ্যোগ ।
আবাসনের এক মহিলা আবাসিক সন্ধ্যা দাস জানান,তারা এখানে ভালোই আছেন ও পঞ্চায়েতের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন "জীবনে অনেক বাধা বিপত্তি আসবে সব কিছুকে হাসি মুখে অতিক্রম করে এগিয়ে যাওয়ায় জীবন"।Body:গConclusion:হ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.