ETV Bharat / state

ছোটা চৌকিদার চোর হ্যায়, বাবুলকে কটাক্ষ অরূপের - loksabha election 2019

মুনমুনের প্রচারে এসে বাবুলকে ছোটা চৌকিদার বলে কটাক্ষ করলেন অরূপ বিশ্বাস

অরূপ বিশ্বাস
author img

By

Published : Apr 21, 2019, 11:27 PM IST

Updated : Apr 21, 2019, 11:39 PM IST

জামুড়িয়া, 21 এপ্রিল : নাম না করে বাবুল সুপ্রিয়কে ছোটা চৌকিদার বলে কটাক্ষ করলেন অরূপ বিশ্বাস । আজ আসানসোলের প্রার্থী মুনমুন সেনের প্রচারে আসেন তিনি । কর্মিসভা করেন জামুড়িয়ার ইকড়া ফুটবল মাঠে । উপস্থিত ছিলেন মুনমুন সেন, মলয় ঘটক, জিতেন্দ্র তিওয়ারিসহ তৃণমূল নেতা-কর্মীরা । সভার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন " 2019, BJP ফিনিশ । চৌকিদার ? চোর হ্যায় । ছোটা চৌকিদার ? চোর হ্যায় ।"

ভিডিয়োয় শুনুন অরূপের বক্তব্য

কয়েকদিন আগে আসানসোলেই প্রচারে এসে অরূপ বলেছিলেন, "বাবুলের থেকে বড় কয়লা মাফিয়া আর কেউ নেই ।" কারণ তার কিছুদিন আগে আসানসোলের BJP প্রার্থী বাবুল একটি অবৈধ কয়লাডিপোতে গিয়ে বলেন, "এই অবৈধ কয়লাখনির সাথে যুক্ত তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট ।" তারপরই অরূপ ওই মন্তব্য করেন । পরিপ্রেক্ষিতে বাবুল বলেন, "কুকুরের কাজ কুকুর করেছে । কামড় দিয়েছে পায়ে । তা বলে কি তাকে কামড়ানো বাবুলের শোভা পায়? এর বাইরে আর কিছু বলব না । বাকি অরূপের স্বরূপ আর স্বরূপের কুরূপ । সব জানি ।"

জামুড়িয়া, 21 এপ্রিল : নাম না করে বাবুল সুপ্রিয়কে ছোটা চৌকিদার বলে কটাক্ষ করলেন অরূপ বিশ্বাস । আজ আসানসোলের প্রার্থী মুনমুন সেনের প্রচারে আসেন তিনি । কর্মিসভা করেন জামুড়িয়ার ইকড়া ফুটবল মাঠে । উপস্থিত ছিলেন মুনমুন সেন, মলয় ঘটক, জিতেন্দ্র তিওয়ারিসহ তৃণমূল নেতা-কর্মীরা । সভার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন " 2019, BJP ফিনিশ । চৌকিদার ? চোর হ্যায় । ছোটা চৌকিদার ? চোর হ্যায় ।"

ভিডিয়োয় শুনুন অরূপের বক্তব্য

কয়েকদিন আগে আসানসোলেই প্রচারে এসে অরূপ বলেছিলেন, "বাবুলের থেকে বড় কয়লা মাফিয়া আর কেউ নেই ।" কারণ তার কিছুদিন আগে আসানসোলের BJP প্রার্থী বাবুল একটি অবৈধ কয়লাডিপোতে গিয়ে বলেন, "এই অবৈধ কয়লাখনির সাথে যুক্ত তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট ।" তারপরই অরূপ ওই মন্তব্য করেন । পরিপ্রেক্ষিতে বাবুল বলেন, "কুকুরের কাজ কুকুর করেছে । কামড় দিয়েছে পায়ে । তা বলে কি তাকে কামড়ানো বাবুলের শোভা পায়? এর বাইরে আর কিছু বলব না । বাকি অরূপের স্বরূপ আর স্বরূপের কুরূপ । সব জানি ।"

Intro:""আমি 30 শে এপিল শ্বশুর বাড়িতে আসব।ভোট মিটে যাক তারপর আসবো শ্বশুরবাড়িতে। আজকে আমার শালার বউ তার ছেলেরা এসেছিল আমাকে প্রণাম করে গেল। আমার ছেলেকে ওই দেখুন বাড়িতে নিয়ে গেল।কিন্তু আমি আসবো 30 শে এপ্রিল""- নিজের শ্বশুরবাড়ি গোপালমাঠে প্রচারে এসে এমন কথাই জানালেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। শ্বশুরবাড়ির পাড়ার বহু মানুষ জামাই কে দেখতে ছুটে এলেন। বহুদিন পর জামাই কে কাছে পেয়ে সেলফিতে মাতলেন কেউ, কেউ কেউ আবার একবার ছুঁয়ে দেখার হুড়োহুড়ি পড়ে গেল। প্রচারে এসে গোপালমাঠে নিজের শ্বশুর বাড়িতে ঢুকে কিন্তু চা খেলেন না। দলীয় কর্মীদের সাথে নিয়ে গোপালমাঠ বাজারে রাস্তার পাশে চায়ের দোকানে চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে খোশমেজাজে গল্প করলেন গোপালমাঠের জামাই।
সালটা ছিল 1972, দুর্গাপুরের গোপালমাঠের বাসিন্দা মনিকা বন্দোপাধ্যায় কে বিয়ে করেন আসানসোলের বাসিন্দা সুরিন্দর সিং আলুওয়ালিয়া। দুজনেই পড়াশোনা করত রানীগঞ্জ ত্রিবেনীদেবী ভালোটিয়া কলেজে। আর সেখান থেকেই প্রেমের সূত্রপাত। সেদিনের সুদর্শন পাঞ্জাবি যুবকের সাথে গোপাল মাঠের বন্দ্যোপাধ্যায় পরিবারের মনিকার বিবাহ প্রথম দিকে বন্দ্যোপাধ্যায় পরিবার মেনে নেয়নি। শিল্পশহর দুর্গাপুরের অন্যতম রুপকার লাবণ্য ঘটকের বাড়ির পাশেই মেজেডিহি তে বাস করেন বন্দ্যোপাধ্যায় পরিবার। সেসব এখন ইতিহাস। এখন আলু ওয়ালিয়ার বয়স 68 বছর। শ্বশুরবাড়িতে সম্পর্ক একদিন ছিল যুযুধান দুই শিবিরের মত। এখন অনেকটাই বরফ গলেছে। শ্বশুরবাড়িতে যাতায়াত যে আছে তা জানালেন আলুওয়ালিয়ার প্রতিষ্ঠিত তৃণমূল নেতা শ্যালক তথা দুর্গাপুর পুরসভার মেয়র পারিষদ সদস্য অমিতাভ বন্দ্যোপাধ্যায় এর সন্তান অয়ন বন্দ্যোপাধ্যায়।আলুওয়ালিয়ার দুই শ্যালকের যিনি বড় তিনি তাপস বন্দোপাধ্যায়। বর্তমানে তিনি আসানসোল এর টিএমসি বিধায়ক এবং আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান। আর ছোট অমিতাভ বন্দোপাধ্যায় দুর্গাপুর পুরসভার এম আই সি।একসময় আলুওয়ালিয়া কংগ্রেসেই ছিলেন।রাজ্যসভার সাংসদ ছিলেন।আসানসোল কেন্দ্রে লোকসভায় কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।পরে বিজেপি তে যোগ দিয়ে দার্জিলিং থেকে সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হন।শ্বশুরবাড়ির সামনে দাঁড়িয়ে আলুওয়ালিয়ার কথায় "" পুরানো স্মৃতির কথা কি আর বাইটে বলা যায়।এগুলো বসে গল্প করলে বেরিয়ে আসে।""শ্বশুরবাড়ির পাড়ায় জামাই কে দেখতে বহু মানুষ ভীড় জমান।শ্বশুরবাড়ির লোকেদের কি ভোট দিতে বললেন? উত্তরে বিজেপি প্রার্থীর স্পষ্ট জবাব "" না তো।আমার শালার বৌ,ছেলে এসেছিল আমায় প্রনাম করতে।""Body:কপিConclusion:কপি
Last Updated : Apr 21, 2019, 11:39 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.