আসানসোল, 23 জানুয়ারি: পথ দুর্ঘটনাকে (Road Accident) কেন্দ্র করে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে কুলটি থানার নাকা চেকপোষ্টে তাণ্ডব চালাল একদল উত্তেজিত জনতা। তারা পুলিশের একটি টাটা সুমোতে ভাঙচুর চালায়। ভাঙচুর চালানো হয়, চেক পোষ্টের অফিসেও। সেখানে রাখা কয়েকটি বাইক ও চেয়ার টেবিলে ভাঙচুর চালানো হয়। বেশ কয়েকজন পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন বলে খবর। যদিও পুলিশের পক্ষ থেকে বিষয়টি কিছু জানানো হয়নি।
স্থানীয় সূত্রে যা জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে ডুবুরডি চেকপোষ্টে এক বাইক আরোহীকে ধাক্কা মারে কোনও একটি গাড়ি। গুরুতরূপভাবে জখম হন ওই বাইক আরোহী। এই ঘটনার পরেই বেশ কিছু উত্তেজিত জনতা এসে অতর্কিত হামলা চালায় ডুবুরডি চেকপোষ্টে। পুলিশের নাকা চেকপোস্টের অফিসে ঢুকে বেশ কিছু উত্তেজিত জনতা ভাঙচুর চালাতে শুরু করে। সামনেই দাঁড়িয়েছিল পুলিশের একটি টাটা সুমো গাড়ি। সেই গাড়িটিতেও ভাঙচুর চালানো হয়েছে ৷
এছাড়াও সিভিক ভলান্টিয়ারদের বেশ কয়েকটি মোটরসাইকেলও দাঁড় করানো ছিল চেকপোস্টের সামনে। সেই মোটরসাইকেলগুলিকেও ভাঙচুর করা হয়। ভাঙচুর করা হয় চেকপোষ্টের ভিতরে চেয়ার টেবিল আসবাবপত্রে। এমনকী রাস্তার উপরে ডিভাইডারের জন্য প্লাস্টিকের পোস্টগুলোকেউ ভেঙে ফেলে দেওয়া হয়। উত্তেজিত জনতার হাতে কয়েকজন পুলিশকর্মীও আক্রান্ত হয়েছেন বলে খবর। ঘটনার খবর পেয়েই স্থানীয় পুলিশ বাহিনী আসে কুলটি থানা থেকে।
আরও পড়ুন: পরীক্ষা চলাকালীন স্কুলে তাণ্ডব বজরং দলের, পালিয়ে বাঁচল পড়ুয়ারা
নামানো হয় কমবাট ফোর্স। আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পশ্চিম অভিষেক মোদি, এসিপি পশ্চিম সুকান্ত বন্দোপাধ্যায়। যদিও পুলিশের পক্ষ থেকে বিষয়টিকে কোনওরকমের মন্তব্য করা হয়নি। কী কারণে এত বড় ঘটনা ঘটল? বাইক আরোহী আহত হওয়ার ফলেই কি এই ঘটনা, নাকি, অন্য কোনও বিষয় রয়েছে, সে বিষয়েও ধোঁয়াশা ছড়িয়েছে এলাকায়। পুলিশকে এনিয়ে বারবার জিজ্ঞাসা করা হলেও মুখে কুলুপ এঁটেছে পুলিশ। যদিও পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেছে বলে খবর।