ETV Bharat / state

Asansol Municipal Corporation : আসানসোলে পূর্ণাঙ্গ পৌরবোর্ড গঠনের দাবিতে হাইকোর্টে মামলা চৈতালির - Chaitali tiwari

অনেকভাবে চেষ্টা করেও উত্তর না মেলায় আসানসোলে পূর্ণাঙ্গ পৌরবোর্ড গঠনে আইনি পথে হাঁটলেন বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি (Asansol Municipal Corporation) ৷

Asansol Municipal Corporation News
আসানসোল পৌরনিগম
author img

By

Published : May 19, 2022, 12:46 PM IST

আসানসোল, 19 মে : শেষ পর্যন্ত আইনি পথেই হাঁটলেন আসানসোল পৌরনিগমের বিজেপি কাউন্সিলর তথা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি । জনগণের স্বার্থে আসানসোল পৌরনিগমের পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের করলেন চৈতালি তিওয়ারি (Chaitali Tiwari Filed a Case Demanding Formation of a Full Fledged Municipal Board in Asansol)।

গত 25 ফেব্রুয়ারি আসানসোল পৌরনিগমের মেয়র হিসেবে শপথ নিয়েছেন বিধান উপাধ্যায় । তারপর দু'মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত মেয়র পরিষদ নির্বাচন করে পূর্ণাঙ্গ পৌরবোর্ড গঠন হয়নি আসানসোল পৌরনিগমে । বিষয়টি নিয়ে বারবার সরব হয়েছেন বিজেপি কাউন্সিলর তথা জিতেন্দ্র তিওয়ারির সহধর্মিনী চৈতালি তিওয়ারি ।

আরও পড়ুন : Legal Notice to Asansol Mayor : শপথ গ্রহণের দু’মাস পার, পারিষদ বাছাই না করায় আসানসোলের মেয়রকে আইনি নোটিস

প্রথমে আসানসোলের মেয়রকে চিঠি, তারপর রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রকে চিঠি এবং সবশেষে রাজ্যপালকে চিঠি দিয়ে পূর্ণাঙ্গ পৌরবোর্ড গঠনের দাবি জানান চৈতালি । কিন্তু তাতেও সাড়া না মেলায় আসানসোলের মেয়র অমরনাথ চট্টোপাধ্যায়কে আইনি নোটিস পাঠিয়ে 10 দিনের মধ্যে পূর্ণাঙ্গ পৌরবোর্ড গঠন তৈরি করার কথা জানান চৈতালি তেওয়ারি ৷ মেয়রের থেকে সেই নোটিসেরও কোনও উত্তর না পাওয়ায় এবার হাইকোর্টে মামলা দায়ের করলেন চৈতালি তিওয়ারি ।

পৌরবোর্ড গঠনের দাবিতে মামলা দায়েরের প্রসঙ্গে শাসক ও বিরোধীর বক্তব্য

এই বিষয়ে চৈতালি তিওয়ারি জানান, মানুষের স্বার্থেই তিনি এই মামলা করেছেন । আসানসোলে দ্রুত পূর্ণাঙ্গ বোর্ড গঠিত হোক ।

যদিও বিষয়টিকে কটাক্ষ করেছেন আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় । তিনি বলেন, "উনি নিজেও হাইকোর্টের একজন আইনজীবী । ভালই হবে, প্র‍্যাকটিস হয়ে যাবে ৷ রাজ্য সরকারের কাছে এই মাসের জন্য অনুমতি চাওয়া হয়েছিল । এই মাসের মধ্যেই গঠিত হয়ে যাবে পূর্ণাঙ্গ বোর্ড ।"

আরও পড়ুন : AMC preparation for Asani: ভয়াবহ অভিজ্ঞতা থেকে শিক্ষা, অশনি সংকেতে সতর্ক আসানসোল পৌরনিগম

আসানসোল, 19 মে : শেষ পর্যন্ত আইনি পথেই হাঁটলেন আসানসোল পৌরনিগমের বিজেপি কাউন্সিলর তথা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি । জনগণের স্বার্থে আসানসোল পৌরনিগমের পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের করলেন চৈতালি তিওয়ারি (Chaitali Tiwari Filed a Case Demanding Formation of a Full Fledged Municipal Board in Asansol)।

গত 25 ফেব্রুয়ারি আসানসোল পৌরনিগমের মেয়র হিসেবে শপথ নিয়েছেন বিধান উপাধ্যায় । তারপর দু'মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত মেয়র পরিষদ নির্বাচন করে পূর্ণাঙ্গ পৌরবোর্ড গঠন হয়নি আসানসোল পৌরনিগমে । বিষয়টি নিয়ে বারবার সরব হয়েছেন বিজেপি কাউন্সিলর তথা জিতেন্দ্র তিওয়ারির সহধর্মিনী চৈতালি তিওয়ারি ।

আরও পড়ুন : Legal Notice to Asansol Mayor : শপথ গ্রহণের দু’মাস পার, পারিষদ বাছাই না করায় আসানসোলের মেয়রকে আইনি নোটিস

প্রথমে আসানসোলের মেয়রকে চিঠি, তারপর রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রকে চিঠি এবং সবশেষে রাজ্যপালকে চিঠি দিয়ে পূর্ণাঙ্গ পৌরবোর্ড গঠনের দাবি জানান চৈতালি । কিন্তু তাতেও সাড়া না মেলায় আসানসোলের মেয়র অমরনাথ চট্টোপাধ্যায়কে আইনি নোটিস পাঠিয়ে 10 দিনের মধ্যে পূর্ণাঙ্গ পৌরবোর্ড গঠন তৈরি করার কথা জানান চৈতালি তেওয়ারি ৷ মেয়রের থেকে সেই নোটিসেরও কোনও উত্তর না পাওয়ায় এবার হাইকোর্টে মামলা দায়ের করলেন চৈতালি তিওয়ারি ।

পৌরবোর্ড গঠনের দাবিতে মামলা দায়েরের প্রসঙ্গে শাসক ও বিরোধীর বক্তব্য

এই বিষয়ে চৈতালি তিওয়ারি জানান, মানুষের স্বার্থেই তিনি এই মামলা করেছেন । আসানসোলে দ্রুত পূর্ণাঙ্গ বোর্ড গঠিত হোক ।

যদিও বিষয়টিকে কটাক্ষ করেছেন আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় । তিনি বলেন, "উনি নিজেও হাইকোর্টের একজন আইনজীবী । ভালই হবে, প্র‍্যাকটিস হয়ে যাবে ৷ রাজ্য সরকারের কাছে এই মাসের জন্য অনুমতি চাওয়া হয়েছিল । এই মাসের মধ্যেই গঠিত হয়ে যাবে পূর্ণাঙ্গ বোর্ড ।"

আরও পড়ুন : AMC preparation for Asani: ভয়াবহ অভিজ্ঞতা থেকে শিক্ষা, অশনি সংকেতে সতর্ক আসানসোল পৌরনিগম

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.