ETV Bharat / state

Panchayat Elections 2023: বিরোধীদের হাতে আক্রান্ত সিপিএম প্রার্থীর কথাই শুনল না কেন্দ্রীয় বাহিনী - মারধরের অভিযোগ উঠেছিল বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে

কয়েকদিন আগে পঞ্চায়েত নির্বাচনের সিপিএম প্রার্থী প্রশান্ত রুইদাস ও তাঁর অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছিল বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে ৷ রুট মার্চে এসে তাঁর সঙ্গেই কথা বললেন না কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷

Etv Bharat
দুর্গাপুরের কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ
author img

By

Published : Jun 30, 2023, 1:48 PM IST

সিপিএম প্রার্থীর কথা শুনল না কেন্দ্রীয় বাহিনী

দুর্গাপুর, 30 জুন: কয়েকদিন আগে নির্বাচনী বিতর্কে উত্তপ্ত উঠেছিল দুর্গাপুর ফরিদপুর ব্লকের কালিগঞ্জ গ্রাম । এই এলাকাতে সিপিএম-এর পঞ্চায়েত সমিতির প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছিল বিজেপি প্রার্থীর স্বামী ও এলাকার বেশ কিছু তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার দুপুরে সেই এলাকাতেই রুট মার্চ করল নিউ টাউনশিপ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ।

এদিন ভোটারদের আশ্বস্ত করা হয় নির্বাচনের সময়ে শান্তির পরিবেশ বজায় থাকবে । কেউ এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে পুলিশকে জানানোর কথা বলা হয় । যদিও সিপিএম প্রার্থী প্রশান্ত রুইদাসের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁর সঙ্গে কথা বলতে চাননি ৷ অভিযোগ, প্রশান্ত বাবু কেন্দ্রীয় বাহিনীর কাছে আবেদন করেছিলেন "তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় আসীন হওয়ার পর তারা পঞ্চায়েত নির্বাচনে অংশ নিতে পারেননি । এই এলাকার সাধারণ মানুষ ভোট দিতেও পারেননি ।" সেই পরিস্থিতির যেন পুনরাবৃত্তি না হয় ৷

উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগে প্রশান্ত রুইদাস এবং তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী’কে মারধর করার অভিযোগ উঠেছিল বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কয়েকজনের বিরুদ্ধে । দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সিপিএমের পঞ্চায়েত সমিতির প্রার্থী প্রশান্ত রুইদাস । পালটা এই সিপিএম প্রার্থীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় । এই সিপিএম প্রার্থী একটি মন্দিরের জায়গা জোর করে দখল করে নিচ্ছিল এমন অভিযোগ উঠেছিল । যদিও সেই অভিযোগ অস্বীকার করেন সিপিএম প্রার্থী ।

আরও পড়ুন: বিজেপি বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হলেও জাতীয় স্তরে কোনও জোট হবে না: সেলিম

এ রাজ্যের বিরোধীরা পঞ্চায়েত নির্বাচনে রাজ্য পুলিশ দিয়ে নয় কেন্দ্রীয় বাহিনী দিয়েই নির্বাচন করাতে হবে এমন জোরালো আবেদন জানিয়েছিলেন । আদালতের রায়ের পরে রাজ্যে আসে কেন্দ্রীয় বাহিনী ৷ ইতিমধ্যে মালদা-সহ একাধিক এলাকায় এসে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী ৷

সিপিএম প্রার্থীর কথা শুনল না কেন্দ্রীয় বাহিনী

দুর্গাপুর, 30 জুন: কয়েকদিন আগে নির্বাচনী বিতর্কে উত্তপ্ত উঠেছিল দুর্গাপুর ফরিদপুর ব্লকের কালিগঞ্জ গ্রাম । এই এলাকাতে সিপিএম-এর পঞ্চায়েত সমিতির প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছিল বিজেপি প্রার্থীর স্বামী ও এলাকার বেশ কিছু তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার দুপুরে সেই এলাকাতেই রুট মার্চ করল নিউ টাউনশিপ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ।

এদিন ভোটারদের আশ্বস্ত করা হয় নির্বাচনের সময়ে শান্তির পরিবেশ বজায় থাকবে । কেউ এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে পুলিশকে জানানোর কথা বলা হয় । যদিও সিপিএম প্রার্থী প্রশান্ত রুইদাসের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁর সঙ্গে কথা বলতে চাননি ৷ অভিযোগ, প্রশান্ত বাবু কেন্দ্রীয় বাহিনীর কাছে আবেদন করেছিলেন "তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় আসীন হওয়ার পর তারা পঞ্চায়েত নির্বাচনে অংশ নিতে পারেননি । এই এলাকার সাধারণ মানুষ ভোট দিতেও পারেননি ।" সেই পরিস্থিতির যেন পুনরাবৃত্তি না হয় ৷

উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগে প্রশান্ত রুইদাস এবং তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী’কে মারধর করার অভিযোগ উঠেছিল বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কয়েকজনের বিরুদ্ধে । দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সিপিএমের পঞ্চায়েত সমিতির প্রার্থী প্রশান্ত রুইদাস । পালটা এই সিপিএম প্রার্থীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় । এই সিপিএম প্রার্থী একটি মন্দিরের জায়গা জোর করে দখল করে নিচ্ছিল এমন অভিযোগ উঠেছিল । যদিও সেই অভিযোগ অস্বীকার করেন সিপিএম প্রার্থী ।

আরও পড়ুন: বিজেপি বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হলেও জাতীয় স্তরে কোনও জোট হবে না: সেলিম

এ রাজ্যের বিরোধীরা পঞ্চায়েত নির্বাচনে রাজ্য পুলিশ দিয়ে নয় কেন্দ্রীয় বাহিনী দিয়েই নির্বাচন করাতে হবে এমন জোরালো আবেদন জানিয়েছিলেন । আদালতের রায়ের পরে রাজ্যে আসে কেন্দ্রীয় বাহিনী ৷ ইতিমধ্যে মালদা-সহ একাধিক এলাকায় এসে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.