ETV Bharat / state

Neeraj Chopra: 'সোনার ছেলে' সোনা জয়, নীরজের মোমের মূর্তির সামনে উদযাপিত বিশেষ এই দিন - বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ

Neeraj Chopra in Wax Museum: 'সোনার ছেলে' নীরজ চোপড়ার জন্য গর্বিত দেশ তথা রাজ্যবাসী ৷ রবিবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথমবার জ্যাভলিনে সোনা এনে দিয়েছেন নীরজ ৷ গর্বের এই দিন বিশেষভাবে উদযাপিত হল আসানসোলেও ৷ নীরজের মোমের মূর্তিতে মালা পরিয়ে, কেক কেটে উদযাপন শিল্পী ও উপস্থিত দর্শকদের ৷

Etv Bharat
নীরজের মোমের মূর্তির সামনে উদযাপিত বিশেষ দিন
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2023, 8:48 AM IST

আসানসোলে নীরজ চোপড়ার মোমের মূর্তি

আসানসোল, 29 অগস্ট: রবিবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথমবার জ্যাভলিনে ভারতীয় হিসেবে সোনা জয় করেছেন নীরজ চোপড়া। অলিম্পিকের পর ফের নীরজ চোপড়ার সোনা জয়ে গোটা দেশ আনন্দিত ৷ শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে বলিউডের তারকারা ৷ শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ সেই আনন্দের বাড়তি রেশ এসে পড়েছে আসানসোলের মহিশিলাতে ৷ বিশিষ্ট ভাস্করাচার্য সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামে উদযাপিত হল 'সোনার ছেলে' নীরজের জয়যাত্রা ৷

দেশের মধ্যে একমাত্র শিল্পী সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামেই নীরজ চোপড়ার একটি মোমের মূর্তি রয়েছে। সেই মোমের মূর্তিতে সোমবার মালা পরিয়ে, কেক কেটে খেলোয়াড়কে বিশেষভাবে সম্বর্ধনা ও সম্মান জানালেন শিল্পী নিজেই। গর্বের এই দিনে নীরজ চোপড়ার মোমের মূর্তি দেখতে নেমেছিল মানুষের ঢলও।

ভাস্কর সুশান্ত রায় বলেন, "নীরজ চোপড়ার আরও অনেক দেওয়ার আছে আমাদের দেশকে। তাঁকে মালা পরিয়ে কেক কেটে সম্মান জানালাম। তিনি ভালো থাকুন এবং এই ভাবেই দেশকে এগিয়ে নিয়ে চলুন।" মিউজিয়ামে আসা দর্শক গরিমা নিগম বলেন, "আমরা তো তাঁকে সামনাসামনি শুভেচ্ছা জানাতে পারছি না, কিন্তু তাঁর মূর্তিকেই অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দেশের নাম এরকম ক'রে বারবার উজ্জ্বল করার জন্য তাঁকে শুভেচ্ছা। আগামী দিনেও আপনি আরও অনেক সোনা জিতে আসুন, এই প্রার্থণা করি।"

আরও পড়ুন: ভারতীয় ক্রীড়াক্ষেত্রে সোনালি অধ্যায়, নীরজকে অভিনন্দন রাষ্ট্রপতির; শুভকামনা মোদি-মমতার

অলিম্পিকে সোনা জয়ের খবর পেয়েই সম্মান জানাতে তড়িঘড়ি নীরজ চোপড়ার মোমের মূর্তিটি বানিয়েছিলেন আসানসোলের ভাস্কর সুশান্ত রায়। শিল্পী সুশান্ত রায়ের দাবি, আসানসোলে তাঁর মিউজিয়াম ছাড়া নীরজ চোপড়ার আর কোনও মূর্তি ভারতবর্ষের কোথাও নেই। অপূর্ব শিল্পশৈলীতে তৈরি এই মূর্তিতে দেখা যায় নীরজ চোপরা জ্যাভলিন ছুঁড়ছেন।
মূর্তির ব্যালেন্স এবং খুঁটিনাটি বিষয়গুলি এতটাই নিখুঁত যে মনে হয় একেবারে জীবন্ত নীরজ চোপড়া দাঁড়িয়ে আছেন জ্যাভলিন হাতে। এই দিনটি বিশেষভাবে উদযাপন করতে শিল্পীর পাশাপাশি উপস্থিত হয়েছিলেন অনেক দর্শক ৷

আসানসোলে নীরজ চোপড়ার মোমের মূর্তি

আসানসোল, 29 অগস্ট: রবিবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথমবার জ্যাভলিনে ভারতীয় হিসেবে সোনা জয় করেছেন নীরজ চোপড়া। অলিম্পিকের পর ফের নীরজ চোপড়ার সোনা জয়ে গোটা দেশ আনন্দিত ৷ শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে বলিউডের তারকারা ৷ শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ সেই আনন্দের বাড়তি রেশ এসে পড়েছে আসানসোলের মহিশিলাতে ৷ বিশিষ্ট ভাস্করাচার্য সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামে উদযাপিত হল 'সোনার ছেলে' নীরজের জয়যাত্রা ৷

দেশের মধ্যে একমাত্র শিল্পী সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামেই নীরজ চোপড়ার একটি মোমের মূর্তি রয়েছে। সেই মোমের মূর্তিতে সোমবার মালা পরিয়ে, কেক কেটে খেলোয়াড়কে বিশেষভাবে সম্বর্ধনা ও সম্মান জানালেন শিল্পী নিজেই। গর্বের এই দিনে নীরজ চোপড়ার মোমের মূর্তি দেখতে নেমেছিল মানুষের ঢলও।

ভাস্কর সুশান্ত রায় বলেন, "নীরজ চোপড়ার আরও অনেক দেওয়ার আছে আমাদের দেশকে। তাঁকে মালা পরিয়ে কেক কেটে সম্মান জানালাম। তিনি ভালো থাকুন এবং এই ভাবেই দেশকে এগিয়ে নিয়ে চলুন।" মিউজিয়ামে আসা দর্শক গরিমা নিগম বলেন, "আমরা তো তাঁকে সামনাসামনি শুভেচ্ছা জানাতে পারছি না, কিন্তু তাঁর মূর্তিকেই অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দেশের নাম এরকম ক'রে বারবার উজ্জ্বল করার জন্য তাঁকে শুভেচ্ছা। আগামী দিনেও আপনি আরও অনেক সোনা জিতে আসুন, এই প্রার্থণা করি।"

আরও পড়ুন: ভারতীয় ক্রীড়াক্ষেত্রে সোনালি অধ্যায়, নীরজকে অভিনন্দন রাষ্ট্রপতির; শুভকামনা মোদি-মমতার

অলিম্পিকে সোনা জয়ের খবর পেয়েই সম্মান জানাতে তড়িঘড়ি নীরজ চোপড়ার মোমের মূর্তিটি বানিয়েছিলেন আসানসোলের ভাস্কর সুশান্ত রায়। শিল্পী সুশান্ত রায়ের দাবি, আসানসোলে তাঁর মিউজিয়াম ছাড়া নীরজ চোপড়ার আর কোনও মূর্তি ভারতবর্ষের কোথাও নেই। অপূর্ব শিল্পশৈলীতে তৈরি এই মূর্তিতে দেখা যায় নীরজ চোপরা জ্যাভলিন ছুঁড়ছেন।
মূর্তির ব্যালেন্স এবং খুঁটিনাটি বিষয়গুলি এতটাই নিখুঁত যে মনে হয় একেবারে জীবন্ত নীরজ চোপড়া দাঁড়িয়ে আছেন জ্যাভলিন হাতে। এই দিনটি বিশেষভাবে উদযাপন করতে শিল্পীর পাশাপাশি উপস্থিত হয়েছিলেন অনেক দর্শক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.