ETV Bharat / state

Coal Scam Investigation: বিকাশ মিশ্রের শারীরিক অবস্থা জানতে এসএসকেএম-সহ তিন হাসপাতালকে চিঠি সিবিআই'য়ের - cbi sends letter to hospitals including SSKM to know the health condition of bikash mishra

কয়লা পাচারকাণ্ডের তদন্তে তৎপর সিবিআই ৷ অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রের শারীরিক অবস্থা জানতে চিঠি দিল তিন হাসপাতালকে (CBI sends letter to hospitals including SSKM to know the health condition of Bikash Mishra)

Coal Scam Investigation
বিকাশ মিশ্রের শারীরিক অবস্থা জানতে এসএসকেএম-সহ তিন হাসপাতালকে চিঠি সিবিআই'য়ের
author img

By

Published : Dec 16, 2021, 6:06 PM IST

আসানসোল, 16 ডিসেম্বর : কয়লা পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রের আদৌ কি কোনও শারীরিক অসুস্থতা রয়েছে ? থাকলে তার সঠিক চিকিৎসা কী, তা জানতে এবার তৎপর হল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ৷ এবিষয়ে জানতে এসএসকেএম হাসপাতাল, বর্ধমান মেডিক্যাল কলেজ ও আসানসোল জেলা হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিল সিবিআই (CBI sends letter to hospitals including SSKM to know the health condition of Bikash Mishra)।

জানা গিয়েছে, সোমবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে বিকাশ মিশ্রের মামলার শুনানি ছিল ৷ কিন্তু ওই দিন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে হাজির হননি বিকাশ মিশ্র ৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওইদিন তাঁকে প্রথমে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। পরে সেখান থেকে স্থানান্তরিত করে বিকাশ মিশ্রকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়।

আরও পড়ুন : হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না বিকাশ মিশ্রকে, ফের আদালতে সিবিআই

আর এতেই প্রশ্ন উঠতে শুরু করেছে সিবিআইয়ের তদন্তকারীদের মনে ৷ সিবিআই আধিকারিকদের প্রশ্ন, সত্যিই কি শারীরিক অসুস্থতা রয়েছে বিকাশ মিশ্রের ? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অনুমান সিবিআই হেফাজত থেকে বাঁচার জন্যই শারীরিক অসুস্থতাকে ঢাল করছেন বিকাশ। সিবিআই সূত্রের খবর, কলকাতার এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে ইতিমধ্য়েই একদফা ভিডিয়ো কনফারেন্সে কথা বলেছেন সিবিআই আধিকারিকরা। সম্প্রতি, আসানসোলের বিশেষ সিবিআই আদালতের তরফ থেকে জানানো হয়েছিল বিকাশ মিশ্র বাইপাসের ধারে যে হাসপাতালে ভর্তি রয়েছেন সেখান থেকে তিনি ছাড়া পেলে সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারে । সেই মতো সিবিআই গ্রেফতারও করে তাঁকে । কিন্তু সেই সময়ে বাইপাসের ধারে ওই বেসরকারি হাসপাতালের তরফে বিকাশ মিত্রকে ছাড়া হচ্ছিল না, ফলে তাঁকে আদালতে হাজির করানো যাচ্ছে না এমন অভিযোগও আনে সিবিআই ।

আসানসোল, 16 ডিসেম্বর : কয়লা পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রের আদৌ কি কোনও শারীরিক অসুস্থতা রয়েছে ? থাকলে তার সঠিক চিকিৎসা কী, তা জানতে এবার তৎপর হল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ৷ এবিষয়ে জানতে এসএসকেএম হাসপাতাল, বর্ধমান মেডিক্যাল কলেজ ও আসানসোল জেলা হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিল সিবিআই (CBI sends letter to hospitals including SSKM to know the health condition of Bikash Mishra)।

জানা গিয়েছে, সোমবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে বিকাশ মিশ্রের মামলার শুনানি ছিল ৷ কিন্তু ওই দিন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে হাজির হননি বিকাশ মিশ্র ৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওইদিন তাঁকে প্রথমে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। পরে সেখান থেকে স্থানান্তরিত করে বিকাশ মিশ্রকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়।

আরও পড়ুন : হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না বিকাশ মিশ্রকে, ফের আদালতে সিবিআই

আর এতেই প্রশ্ন উঠতে শুরু করেছে সিবিআইয়ের তদন্তকারীদের মনে ৷ সিবিআই আধিকারিকদের প্রশ্ন, সত্যিই কি শারীরিক অসুস্থতা রয়েছে বিকাশ মিশ্রের ? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অনুমান সিবিআই হেফাজত থেকে বাঁচার জন্যই শারীরিক অসুস্থতাকে ঢাল করছেন বিকাশ। সিবিআই সূত্রের খবর, কলকাতার এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে ইতিমধ্য়েই একদফা ভিডিয়ো কনফারেন্সে কথা বলেছেন সিবিআই আধিকারিকরা। সম্প্রতি, আসানসোলের বিশেষ সিবিআই আদালতের তরফ থেকে জানানো হয়েছিল বিকাশ মিশ্র বাইপাসের ধারে যে হাসপাতালে ভর্তি রয়েছেন সেখান থেকে তিনি ছাড়া পেলে সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারে । সেই মতো সিবিআই গ্রেফতারও করে তাঁকে । কিন্তু সেই সময়ে বাইপাসের ধারে ওই বেসরকারি হাসপাতালের তরফে বিকাশ মিত্রকে ছাড়া হচ্ছিল না, ফলে তাঁকে আদালতে হাজির করানো যাচ্ছে না এমন অভিযোগও আনে সিবিআই ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.