ETV Bharat / state

Post Poll Violence Case : ভোট পরবর্তী হিংসায় তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের - TMC Leaders at CBI office in Durgapur in Post Poll Violence Case

ইলামবাজারে ভোট পরবর্তী হিংসার ঘটনায় গুসকরা দু'নম্বর অঞ্চল সভাপতি তাপস চট্টােপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করল সিবিআই (TMC Leaders at CBI office in Durgapur in Post Poll Violence Case) ৷

Post Poll Violence Case
তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের
author img

By

Published : Jun 5, 2022, 3:47 PM IST

দুর্গাপুর, 5 জুন : কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূলকে দমানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার ৷ দুর্গাপুরে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে হাজিরা দিতে এসে কেন্দ্রকে এভাবেই আক্রমণ করলেন গুসকরা দু'নম্বর অঞ্চল সভাপতি (TMC Leaders at CBI office in Durgapur in Post Poll Violence Case) ৷

রবিবার দুর্গাপুরে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে তলব করা হয় গুসকরা দু নম্বর অঞ্চল সভাপতি তাপস চট্টােপাধ্যায়কে । ভোট-পরবর্তী হিংসায় ইলামবাজারে খুন হন বিজেপি নেতা গৌরব সরকার । নাম জড়ায় বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের । অনুব্রত মণ্ডলের সঙ্গে আগে এবং পরে যাদের ফোন হয়েছে তাদের সকল কেই তলব করেছে সিবিআই । সপ্তাহ খানেক ধরে তৃণমূল নেতা হোক বা ব্যবসায়ী হোক বা পূজারি অনুব্রত মণ্ডলের সঙ্গে যাঁদেরই ফোনে কথা হয়েছে তাঁদের সকলকে তলব করছে সিবিআই ।

আরও পড়ুন : ভোট-পরবর্তী হিংসা মামলায় দুর্গাপুরে সিবিআই দফতরে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতারা

রবিবার সকাল 10টায় দুর্গাপুরের এনআইটিতে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে হাজিরা দিতে এলেন গুসকরা দু'নম্বর অঞ্চল সভাপতি তাপস চট্টোপাধ্যায় । তিনি জানান, চলতি মাসের 2 তারিখ নোটিশ পাঠানো হয় সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে হাজিরা দেওয়ার জন্য । ভোট-পরবর্তী হিংসার কারণেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলেও তিনি মনে করছেন । ভোট-পরবর্তী হিংসার সঙ্গে তিনি জড়িত না বলেও জানান ।

প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসার মামলায় তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে ইতিমধ্যে একদফায় জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ৷ তাঁকে এই মামলায় ফের তলব করা হলেও, তিনি অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন ৷ ইতিমধ্যে এই মামলায় একাধিক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে সিবিআই ৷

দুর্গাপুর, 5 জুন : কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূলকে দমানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার ৷ দুর্গাপুরে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে হাজিরা দিতে এসে কেন্দ্রকে এভাবেই আক্রমণ করলেন গুসকরা দু'নম্বর অঞ্চল সভাপতি (TMC Leaders at CBI office in Durgapur in Post Poll Violence Case) ৷

রবিবার দুর্গাপুরে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে তলব করা হয় গুসকরা দু নম্বর অঞ্চল সভাপতি তাপস চট্টােপাধ্যায়কে । ভোট-পরবর্তী হিংসায় ইলামবাজারে খুন হন বিজেপি নেতা গৌরব সরকার । নাম জড়ায় বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের । অনুব্রত মণ্ডলের সঙ্গে আগে এবং পরে যাদের ফোন হয়েছে তাদের সকল কেই তলব করেছে সিবিআই । সপ্তাহ খানেক ধরে তৃণমূল নেতা হোক বা ব্যবসায়ী হোক বা পূজারি অনুব্রত মণ্ডলের সঙ্গে যাঁদেরই ফোনে কথা হয়েছে তাঁদের সকলকে তলব করছে সিবিআই ।

আরও পড়ুন : ভোট-পরবর্তী হিংসা মামলায় দুর্গাপুরে সিবিআই দফতরে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতারা

রবিবার সকাল 10টায় দুর্গাপুরের এনআইটিতে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে হাজিরা দিতে এলেন গুসকরা দু'নম্বর অঞ্চল সভাপতি তাপস চট্টোপাধ্যায় । তিনি জানান, চলতি মাসের 2 তারিখ নোটিশ পাঠানো হয় সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে হাজিরা দেওয়ার জন্য । ভোট-পরবর্তী হিংসার কারণেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলেও তিনি মনে করছেন । ভোট-পরবর্তী হিংসার সঙ্গে তিনি জড়িত না বলেও জানান ।

প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসার মামলায় তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে ইতিমধ্যে একদফায় জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ৷ তাঁকে এই মামলায় ফের তলব করা হলেও, তিনি অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন ৷ ইতিমধ্যে এই মামলায় একাধিক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে সিবিআই ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.