আসানসোল (পশ্চিম বর্ধমান), 21 এপ্রিল: গরুপাচার নিয়ে তৎপর সিবিআই ও ইডি । সরাসরি অভিযোগ উঠছে তৃণমূল নেতাদের মদতে রাজ্যজুড়ে হয়েছে গরুপাচার । বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বর্তমানে গরুপাচার কাণ্ডে অভিযুক্ত হয়ে তিহাড় জেলে রয়েছেন । অথচ এরই মাঝে একটি ভাইরাল অডিয়ো নিয়ে তোলপাড় আসানসোলের রাজনীতি ।
গরুপাচারে সরাসরি যুক্ত রয়েছেন কুলটির বিধায়ক বিজেপির অজয় পোদ্দার । এমনই দাবি করা হয়েছে ওই ভাইরাল হওয়া ফোনের কথোপকথনে । শুধু তাই নয় ভাইরাল হওয়া ওই কথোপকথনটি হয়েছে দুই বিজেপি নেতার মধ্যে । তাঁদের পরিচয় স্বীকার করেছেন বিজেপির জেলা সভাপতি । যদিও ইটিভি ভারত ওই অডিয়োর সত্যতা যাচাই করেনি ।
গত দু’তিনদিন ধরেই কুলটি এলাকায় একটি অডিয়ো ভাইরাল হচ্ছে । অডিয়োতে শোনা যাচ্ছে দু’জন মানুষ ফোনে কথা বলছেন এবং তাতে তাঁরা দাবি করছেন যে কুলটির বিধায়ক অজয় পোদ্দারের ছেলে কেশব পোদ্দার সরাসরি গরুপাচারে যুক্ত । যাতে মদত আছে খোদ তাঁর বাবা অজয় পোদ্দারের । প্রতিদিন প্রায় 40 হাজার টাকা নিয়ে ভিনরাজ্য থেকে আসা গরু এঁদের মাধ্যমে পাচার হচ্ছে ।
অডিয়ো ভাইরাল হতেই তোলপাড় হয়েছে কুলটির রাজনীতি ৷ প্রশ্ন উঠেছিল, এই অডিয়োতে যাদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, সেটা কাদের ? বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দিলীপ দে নিজেই স্বীকার করেছেন ওই দু’টি কণ্ঠস্বর তাঁর দলেরই কার্যকর্তাদের । যিনি এই চাঞ্চল্যকর দাবি করছেন, তাঁর নাম বিভাস সিং । তিনি দলের কুলটি মণ্ডলের কার্যকর্তা । অন্যজন একদা বিজেপির মণ্ডল সভাপতি ছিলেন । তাঁর নাম কাঞ্চন সিনহা ।
দলের অন্দরে এমন দাবি উঠেছে কেন ? এই নিয়ে দিলীপ দে জানিয়েছেন, ওই দুই কার্যকর্তাকে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে ৷ কেন তাঁরা এই ধরনের কথাবার্তা বলেছেন, জানতে চাওয়া হয়েছে ৷ পাশাপাশি দলের তরফে যাঁদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে । যদি কিছু সত্যি প্রমাণ মেলে, তাহলে তৎক্ষণাৎ দল তাঁদের বিরুদ্ধে ব্যবস্থাও নেবে ৷ অন্যদিকে বিষয়টিকে কটাক্ষ করেছেন কুলটির তৃণমূল নেত্রী তথা আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদ ইন্দ্রাণী মিশ্র । তিনি বলেন, "এত সিবিআই, ইডি হচ্ছে । অথচ সর্ষের মধ্যেই ভূত । বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের প্রয়োজন ।"
এদিকে ক্যামেরার সামনে কিছু বলতে চাননি কুলটির বিধায়ক অজয় পোদ্দার । তিনি টেলিফোনে বলেন, "আমি কিছু বলে ওদের অহেতুক গুরুত্ব দিতে চাই না । দু’জন মদ্যপ ফোনে কী কথা বলছে, সে নিয়ে আমার কিছু বলার নেই । তবে তাঁদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিচ্ছি ৷ দলও তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ।’’