ETV Bharat / state

Car Stolen in Asansol : প্রতিবেশীর গাড়ি চুরি-র অভিযোগ লেখাতে খোয়ালেন নিজের গাড়ি, আসানসোলে চাঞ্চল্য - আসানসোলে গাড়ি চুরি

এক প্রতিবেশীর গাড়ি চুরি গিয়েছে ৷ সেই অভিযোগ নিয়ে থানার এসেছিলেন আরেক প্রতিবেশী ৷ থানার সামনেই তাঁর নতুন গাড়িটি রাখা ছিল ৷ কিছুক্ষণ পর বেরিয়ে এসে দেখেন গাড়ি উধাও ! তারপর, মিলল কি দু'টি গাড়ি (Car Stolen in Asansol) ?

Asansol Car found in Durgapur
খোয়া যাওয়া গাড়ি উদ্ধার
author img

By

Published : Jun 1, 2022, 1:55 PM IST

আসানসোল, 1 জুন : গাড়ি ভাড়া নিয়ে চালককে মাদক খাইয়ে পালাল দুষ্কৃতীরা ৷ এমন ঘটনা ঘটেছে সোমবার পশ্চিম বর্ধমানের আসানসোলে ৷ সোমবার, 30 মে আসানসোলের রামকৃষ্ণ ডাঙালের বাসিন্দা লালজি সাউয়ের গাড়ি ভাড়া নিয়ে তাঁকে মাদক খাইয়ে গাড়িটি নিয়ে পালায় দুষ্কৃতীরা । মঙ্গলবার অপ্রকৃস্থ অবস্থায় বাড়ি ফেরেন লালজি প্রসাদ । তাঁকে নিজের গাড়িতে করে আসানসোল দক্ষিণ থানায় গিয়েছিলেন প্রতিবেশী সুরজ সাউ । সঙ্গে ছিল লালজি'র পরিবার এবং প্রতিবেশীরা । আসানসোল দক্ষিণ থানার বাইরে সুরজের গাড়িটি দাঁড় করানো ছিল । মিনিট দশেক পর বাইরে এসে সুরজ সাউ দেখেন তাঁর গাড়িটিও উধাও । পুলিশ তদন্তে নামে । 8 ঘণ্টা পর দুর্গাপুরে একটি ফাঁকা জায়গা থেকে উদ্ধার হয় সুরজের গাড়ি (Car stolen infront of Asansol South Police Station as neighbour comes register complain) ।

সোমবার ধানবাদের উদ্দেশ্যে ভাড়ায় গাড়ি নিয়ে গিয়েছিলেন আসানসোলের লালজি প্রসাদ । তারপর থেকে আর তাঁর কোনও খোঁজ মিলছিল না । তাঁর গাড়ি, টাকা-পয়সা, মোবাইল এমনকী পরনে থাকা পোশাকও নিয়ে নেয় দুষ্কৃতীরা । কোনও ভাবে বাড়ি ফিরে এসে লালজি প্রসাদ জানিয়েছেন, যারা গাড়ি ভাড়া নিয়ে গিয়েছিল, তারা লালজিকে রাস্তায় কোল্ডড্রিংকস খাইয়েছিল । এরপর কী হয়েছে, তাঁর আর কিছু মনে নেই ।

আসানসোল দক্ষিণ থানার সামনে গাড়ি রেখে ভিতরে গিয়েছিলেন সুরজ সাউ, ফিরে এসে দেখেন গাড়ি নেই

আরও পড়ুন : কোচবিহারে শববাহী গাড়ি চুরির অপরাধে কালিয়াচকে ধৃত তিন যুবক

সামান্য জ্ঞান ফিরতে তিনি বুঝতে পারেন রাস্তার পাশে পড়ে আছেন । পথচলতি মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে কোনও রকমে বাড়ি ফিরে আসেন লালজি । এরপরে মঙ্গলবার সন্ধেয় তাঁকে নিয়ে অভিযোগ দায়ের করতে আসানসোল দক্ষিণ থানায় গিয়েছিল লালজি প্রসাদের পরিবার । সঙ্গে গিয়েছিলেন প্রতিবেশী সুরজ সাউ । তিনি 20দিন আগে এই গাড়ি কিনেছিলেন । সেই গাড়িটিও থানা নিয়ে যান । থানার বাইরে গাড়ি পার্ক করে রেখে থানায় ঢুকেছিলেন বলে জানান সুরজ সাউ ।

মিনিট দশেক পর বেরিয়ে এসে দেখেন গাড়ি উধাও । ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়েন সুরজ সাউ । পুলিশও হতবাক । পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করে । শেষে দুর্গাপুরের একটি পরিত্যক্ত স্থানে ভোর রাতে উদ্ধার হয় সুরজের গাড়িটি । অন্যদিকে ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে যোগাযোগ করে লালজি প্রসাদের গাড়িরও তল্লাশি চালানো হচ্ছে ।

আরও পড়ুন : চালকের বাড়ি থেকে জেলা তৃণমূল সভাপতির গাড়ি চুরি ! শোরগোল ইসলামপুরে

আসানসোল, 1 জুন : গাড়ি ভাড়া নিয়ে চালককে মাদক খাইয়ে পালাল দুষ্কৃতীরা ৷ এমন ঘটনা ঘটেছে সোমবার পশ্চিম বর্ধমানের আসানসোলে ৷ সোমবার, 30 মে আসানসোলের রামকৃষ্ণ ডাঙালের বাসিন্দা লালজি সাউয়ের গাড়ি ভাড়া নিয়ে তাঁকে মাদক খাইয়ে গাড়িটি নিয়ে পালায় দুষ্কৃতীরা । মঙ্গলবার অপ্রকৃস্থ অবস্থায় বাড়ি ফেরেন লালজি প্রসাদ । তাঁকে নিজের গাড়িতে করে আসানসোল দক্ষিণ থানায় গিয়েছিলেন প্রতিবেশী সুরজ সাউ । সঙ্গে ছিল লালজি'র পরিবার এবং প্রতিবেশীরা । আসানসোল দক্ষিণ থানার বাইরে সুরজের গাড়িটি দাঁড় করানো ছিল । মিনিট দশেক পর বাইরে এসে সুরজ সাউ দেখেন তাঁর গাড়িটিও উধাও । পুলিশ তদন্তে নামে । 8 ঘণ্টা পর দুর্গাপুরে একটি ফাঁকা জায়গা থেকে উদ্ধার হয় সুরজের গাড়ি (Car stolen infront of Asansol South Police Station as neighbour comes register complain) ।

সোমবার ধানবাদের উদ্দেশ্যে ভাড়ায় গাড়ি নিয়ে গিয়েছিলেন আসানসোলের লালজি প্রসাদ । তারপর থেকে আর তাঁর কোনও খোঁজ মিলছিল না । তাঁর গাড়ি, টাকা-পয়সা, মোবাইল এমনকী পরনে থাকা পোশাকও নিয়ে নেয় দুষ্কৃতীরা । কোনও ভাবে বাড়ি ফিরে এসে লালজি প্রসাদ জানিয়েছেন, যারা গাড়ি ভাড়া নিয়ে গিয়েছিল, তারা লালজিকে রাস্তায় কোল্ডড্রিংকস খাইয়েছিল । এরপর কী হয়েছে, তাঁর আর কিছু মনে নেই ।

আসানসোল দক্ষিণ থানার সামনে গাড়ি রেখে ভিতরে গিয়েছিলেন সুরজ সাউ, ফিরে এসে দেখেন গাড়ি নেই

আরও পড়ুন : কোচবিহারে শববাহী গাড়ি চুরির অপরাধে কালিয়াচকে ধৃত তিন যুবক

সামান্য জ্ঞান ফিরতে তিনি বুঝতে পারেন রাস্তার পাশে পড়ে আছেন । পথচলতি মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে কোনও রকমে বাড়ি ফিরে আসেন লালজি । এরপরে মঙ্গলবার সন্ধেয় তাঁকে নিয়ে অভিযোগ দায়ের করতে আসানসোল দক্ষিণ থানায় গিয়েছিল লালজি প্রসাদের পরিবার । সঙ্গে গিয়েছিলেন প্রতিবেশী সুরজ সাউ । তিনি 20দিন আগে এই গাড়ি কিনেছিলেন । সেই গাড়িটিও থানা নিয়ে যান । থানার বাইরে গাড়ি পার্ক করে রেখে থানায় ঢুকেছিলেন বলে জানান সুরজ সাউ ।

মিনিট দশেক পর বেরিয়ে এসে দেখেন গাড়ি উধাও । ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়েন সুরজ সাউ । পুলিশও হতবাক । পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করে । শেষে দুর্গাপুরের একটি পরিত্যক্ত স্থানে ভোর রাতে উদ্ধার হয় সুরজের গাড়িটি । অন্যদিকে ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে যোগাযোগ করে লালজি প্রসাদের গাড়িরও তল্লাশি চালানো হচ্ছে ।

আরও পড়ুন : চালকের বাড়ি থেকে জেলা তৃণমূল সভাপতির গাড়ি চুরি ! শোরগোল ইসলামপুরে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.