ETV Bharat / state

অস্বাভাবিক টোলট্যাক্স, অভিনব প্রতিবাদ - panagarh bus owner association

টোলট্যাক্স অস্বাভাবিক হারে বৃদ্ধির মোকাবিলায় অভিনব সিদ্ধান্ত পানাগড় বাস মালিক অ্যাসোসিয়েশন গুলির ৷ বাস টোল প্লাজা দিয়ে না নিয়ে যাওয়ার সিদ্ধান্ত ৷

image
অভিনব পদ্ধতি
author img

By

Published : Nov 29, 2019, 12:45 PM IST

পানাগড়, 29 নভেম্বর : 1 ডিসেম্বর থেকে সারা দেশে চালু হচ্ছে ফার্স্ট ট্যাগ সিস্টেম ৷ এই রাজ্যেও জাতীয় সড়কের উপরে থাকা টোল প্লাজাগুলিতে অনলাইন ট্যাক্স প্রদানের জন্য এই সিস্টেম চালু হতে চলেছে ৷ একই সঙ্গে বাড়ছে টোলট্যাক্স । যাত্রীবাহী বাসগুলির ক্ষেত্রে টোলট্যাক্স প্রায় ৪ গুণ বাড়ানো হয়েছে বলে অভিযোগ পানাগড় বাস অ্যাসোসিয়েশনের ।

অভিযোগ আগে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া,পুরুলিয়া,বীরভূম থেকে পূর্ব বর্ধমানের দিকে যাওয়া গাড়িগুলিকে প্রতিদিনে 130 টাকা করে ট্যাক্স দিতে হত ৷ কাঁকসার বাসকোপাতে দু-নম্বর জাতীয় সড়কে টোলপ্লাজায় দিতে হত এই ট্যাক্স ৷ আগামী 1 ডিসেম্বর থেকে তা বাড়িয়ে সিঙ্গল জার্নির জন্য করা হচ্ছে 235 টাকা ও রিটার্ন জার্নির জন্য 355 টাকা ।

টোলট্যাক্সের পরিমাণ বৃদ্ধির জন্য স্বাভাবিক ভাবেই সমস্যায় বাসমালিকরা ৷ তবে এর মোকাবিলায় এক অভিনব এক সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা । টোলপ্লাজায় বাস না পার করানোর সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিক সংগঠনগুলি ৷ টোলপ্লাজার একদিকে যাত্রীরা নেমে পায়ে হেঁটে অন্যদিকে থাকা বাসে করে গন্তব্যে পৌঁছাবেন ৷ পানাগড় বাসমালিক সংগঠনের সভাপতি মুরলীধর মাল ও যুগ্ম সম্পাদক শান্তি দাস জানান, তাঁরা ধর্মঘটের পক্ষপাতি নন ৷ তাই এই অভিনব পদ্ধতির সাহায্য নিয়েছেন ৷

পানাগড়, 29 নভেম্বর : 1 ডিসেম্বর থেকে সারা দেশে চালু হচ্ছে ফার্স্ট ট্যাগ সিস্টেম ৷ এই রাজ্যেও জাতীয় সড়কের উপরে থাকা টোল প্লাজাগুলিতে অনলাইন ট্যাক্স প্রদানের জন্য এই সিস্টেম চালু হতে চলেছে ৷ একই সঙ্গে বাড়ছে টোলট্যাক্স । যাত্রীবাহী বাসগুলির ক্ষেত্রে টোলট্যাক্স প্রায় ৪ গুণ বাড়ানো হয়েছে বলে অভিযোগ পানাগড় বাস অ্যাসোসিয়েশনের ।

অভিযোগ আগে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া,পুরুলিয়া,বীরভূম থেকে পূর্ব বর্ধমানের দিকে যাওয়া গাড়িগুলিকে প্রতিদিনে 130 টাকা করে ট্যাক্স দিতে হত ৷ কাঁকসার বাসকোপাতে দু-নম্বর জাতীয় সড়কে টোলপ্লাজায় দিতে হত এই ট্যাক্স ৷ আগামী 1 ডিসেম্বর থেকে তা বাড়িয়ে সিঙ্গল জার্নির জন্য করা হচ্ছে 235 টাকা ও রিটার্ন জার্নির জন্য 355 টাকা ।

টোলট্যাক্সের পরিমাণ বৃদ্ধির জন্য স্বাভাবিক ভাবেই সমস্যায় বাসমালিকরা ৷ তবে এর মোকাবিলায় এক অভিনব এক সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা । টোলপ্লাজায় বাস না পার করানোর সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিক সংগঠনগুলি ৷ টোলপ্লাজার একদিকে যাত্রীরা নেমে পায়ে হেঁটে অন্যদিকে থাকা বাসে করে গন্তব্যে পৌঁছাবেন ৷ পানাগড় বাসমালিক সংগঠনের সভাপতি মুরলীধর মাল ও যুগ্ম সম্পাদক শান্তি দাস জানান, তাঁরা ধর্মঘটের পক্ষপাতি নন ৷ তাই এই অভিনব পদ্ধতির সাহায্য নিয়েছেন ৷

Intro:আগামী ১লা ডিসেম্বর থেকে সারা দেশের সাথে সাথে এরাজ্যের জাতীয় সড়কের ওপরে থাকা টোল প্লাজাগুলিতে অনলাইন ট্যাক্স প্রদানের জন্য ফার্স্ট ট্যাগ সিস্টেম চালু হচ্ছে।শুধু তাই নয় তার সাথে সাথে ঐদিন থেকেই বাড়ছে টোলট্যাক্স। যাত্রীবাহী বাসগুলির ক্ষেত্রে টোলট্যাক্স প্রায় ৪ গুন বাড়ানো হয়েছে বলে অভিযোগ পানাগড় বাস আ্যসোসিয়েশনের।তাদের কথায় আগে পশ্চিম বর্ধমান জেলা বা বাঁকুড়া,পুরুলিয়া,বীরভূমের থেকে পুর্ব বর্ধমানের দিকে যাওয়া গাড়িগুলিকে সারাদিনে ৩-৪ বার আসা যাওয়ার জন্য কাঁকসার বাসকোপাতে দু-নম্বর জাতীয় সড়কে টোলপ্লাজায় ১৩০ টাকা/প্রতিদিন দিতে হত।আগামী ১ লা ডিসেম্বর থেকে তা বাড়িয়ে করা হচ্ছে সিঙ্গল জার্নি ২৩৫ টাকা ও রিটার্ন জার্নির জন্য ৩৫৫ টাকা। এই বিরাট অঙ্কের টাকা টোলট্যাক্স হিসাবে বাড়ার কারনে বাসমালিকরা অভিনব এক সিদ্ধান্ত নিয়েছেন।তারা বলেন আমরা টোলপ্লাজায় একদিকে যাত্রীদের নামিয়ে দেব তারা পায়ে হেঁটে ওপারে থাকা বাসে বসে গন্তব্যে যাবে।বাসগুলি টোলপ্লাজা পার হবে না।পানাগড় বাসমালিক সংগঠন এর সভাপতি মুরলীধর মাল ও যুগ্ম সম্পাদক শান্তি দাস বলেন আমরা ধর্মঘট করব না।বাস টোলপ্লাজা পার করব না।Body:গConclusion:গ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.