ETV Bharat / state

রেষারেষি করতে গিয়ে জলাশয়ে বাস-মারুতি - JAMURIA ACCIDENT

শুক্রবার দুপুরে জামুড়িয়া দু'নম্বর জাতীয় সড়কে একটি যাত্রীবোঝাই বাস ও মারুতির মধ্যে রেষারেষি শুরু হয় ৷ যার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুটি গাড়িই ৷ শ্রীপুর মোড়ের কাছে একটি জলাশয়ে গিয়ে পড়ে বাস এবং মারুতি দুটোই ৷

JAMURIA ACCIDENT
জলাশয়ে দুটি গাড়ি
author img

By

Published : Jan 24, 2020, 6:40 PM IST

জামুড়িয়া, 24 জানুয়ারি : বাস ও মারুতির রেষারেষি ৷ তার জেরে দুর্ঘটনা ৷ স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রাণে বাঁচলেও গুরুতর আহত হলেন কয়েকজন যাত্রী ৷ দুর্ঘটনাটি জামুড়িয়া দু'নম্বর জাতীয় সড়কের শ্রীপুর মোড়ের ।

JAMURIA ACCIDENT
নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে দুটি গাড়ি

শুক্রবার দুপুরে জামুড়িয়া দু'নম্বর জাতীয় সড়কে একটি যাত্রীবোঝাই বাস ও মারুতি ওমনির মধ্যে রেষারেষি শুরু হয় ৷ যার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুটি গাড়িই ৷ শ্রীপুর মোড়ের কাছে একটি জলাশয়ে গিয়ে পড়ে বাস এবং মারুতি দুটোই ৷ দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এসে আহতদের উদ্ধার করে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় জামুড়িয়া থানার পুলিশ ৷ পুলিশের তরফে আহতদের আসানসোল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

দুর্ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় শ্রীপুর মোড়ে ৷ দুর্ঘটনাস্থান থেকে দুটি গাড়িকে উদ্ধার করে জামুড়িয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷

জামুড়িয়া, 24 জানুয়ারি : বাস ও মারুতির রেষারেষি ৷ তার জেরে দুর্ঘটনা ৷ স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রাণে বাঁচলেও গুরুতর আহত হলেন কয়েকজন যাত্রী ৷ দুর্ঘটনাটি জামুড়িয়া দু'নম্বর জাতীয় সড়কের শ্রীপুর মোড়ের ।

JAMURIA ACCIDENT
নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে দুটি গাড়ি

শুক্রবার দুপুরে জামুড়িয়া দু'নম্বর জাতীয় সড়কে একটি যাত্রীবোঝাই বাস ও মারুতি ওমনির মধ্যে রেষারেষি শুরু হয় ৷ যার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুটি গাড়িই ৷ শ্রীপুর মোড়ের কাছে একটি জলাশয়ে গিয়ে পড়ে বাস এবং মারুতি দুটোই ৷ দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এসে আহতদের উদ্ধার করে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় জামুড়িয়া থানার পুলিশ ৷ পুলিশের তরফে আহতদের আসানসোল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

দুর্ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় শ্রীপুর মোড়ে ৷ দুর্ঘটনাস্থান থেকে দুটি গাড়িকে উদ্ধার করে জামুড়িয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷

Intro:জামুরিয়া : যাত্রীবোঝাই বাস ও মারুতি ওমনির রেষারেষি ! নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ি জলাশয়ে পড়ল । গুরুতর আহত বেশ কয়েকজন ।ঘটনাটি ঘটেছে জামুরিয়া দু'নম্বর জাতীয় সড়কে শ্রীপুর মোড়ে ।

আজ দুপুর নাগাদ জামুরিয়া দু 'নম্বর জাতীয় সড়কে শ্রীপুর মোড়ে যাত্রীবোঝাই বাস ও মারুতি ওমনির মধ্যে রেষারেষি । নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ি জলাশয়ে পড়ল । দুর্ঘটনার জেরে বেশ কয়েকজন গুরুতর আহত । স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে । খবর পেয়ে ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ পৌঁছে । আহতদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । দুর্ঘটনাস্থল থেকে দুটি গাড়িকে উদ্ধার করে জামুরিয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে । দুর্ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় শ্রীপুর মোড়ে ।Body:।Conclusion:।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.