ETV Bharat / state

আমরা ঘুরে দাঁড়াবই, আসানসোল থেকে বার্তা বাবুলের - বিজেপি

আমাদের প্রত্যাশা হয়ত পূরণ হয়নি ৷ আগের বছর আমরা সব মিলিয়ে 3টে আসন পেয়েছিলাম ৷ সেখানে এবারে আসানসোল থেকেই 3টে আসন পেয়েছি, আর সারা পশ্চিমবঙ্গে 77টি আসন ৷ তবে আশানুরূপ ফল হয়নি বলে একটু হতাশ লাগছে ৷

বাবুল সুপ্রিয়
বাবুল সুপ্রিয়
author img

By

Published : May 7, 2021, 9:29 AM IST

আসানসোল,7 মে : প্রত্যাশা পূরণ হয়নি বিজেপি নেতাদের । রাজ্যে শাসক দলের পরিবর্তন হয়নি । বিপুল আসন নিয়ে পুনরায় ক্ষমতায় ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । নিজের কেন্দ্র থেকেও পরাজিত হয়েছেন বাবুল সুপ্রিয় । বিধানসভা ভোটের ফলাফলের পর এই প্রথমবার আসানসোলের এলেন বাবুল সুপ্রিয় ।

আসানসোলে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন ৷ কেন এমন ফল হল তা জানতে চাইলে বাবুল বলেন, "আমাদের প্রত্যাশা হয়ত পূরণ হয়নি ৷ আগের বছর আমরা সব মিলিয়ে 3টে আসন পেয়েছিলাম ৷ সেখানে এবারে আসানসোল থেকেই 3টে আসন পেয়েছি, আর সারা পশ্চিমবঙ্গে 77টি আসন ৷ তবে আশানুরূপ ফল হয়নি বলে একটু হতাশ লাগছে ৷ তবে আমরা ঘুরে দাঁড়াবই, এতে কোনও সন্দেহ নেই ৷ "

আসানসোলে সাংবাদিকদের মুখোমুখি বাবুল সুপ্রিয়

এদিন তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সব কাজ করছি ৷ তবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নানা ভাবে কাজ করতে বাঁধা দেওয়ার চেষ্টা আগেও করেছন, ভবিষ্যতেও করবেন ৷ কিন্তু এতে আমাদের কাজের উৎসাহ আরও বেড়ে গিয়েছে ৷ উনি যতই মারপিট করে আমাদের আটকানোর চেষ্টা করুক আমরা কাজ করে যাব ৷ আমাদের এই লড়াই চলবে ৷" তিনি আরও বলেন, সাংবিধানিক ভাবে একজন রাজ্য সরকারের যেভাবে কাজ করা উচিৎ সেটা শাসকদল করছে না ৷ এর ফল তাঁকে ভুগতে হবে ৷" তবে আগামী রণকৌশল সম্পর্কে বাবুল সুপ্রিয় ক্যামেরার সামনে কিছুই বলতে চাননি।

আরও পড়ুন : নির্বাচনের ফলপ্রকাশের পর জামুড়িয়ায় বিজেপি কর্মীদের বাড়িতে হামলা

আসানসোল,7 মে : প্রত্যাশা পূরণ হয়নি বিজেপি নেতাদের । রাজ্যে শাসক দলের পরিবর্তন হয়নি । বিপুল আসন নিয়ে পুনরায় ক্ষমতায় ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । নিজের কেন্দ্র থেকেও পরাজিত হয়েছেন বাবুল সুপ্রিয় । বিধানসভা ভোটের ফলাফলের পর এই প্রথমবার আসানসোলের এলেন বাবুল সুপ্রিয় ।

আসানসোলে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন ৷ কেন এমন ফল হল তা জানতে চাইলে বাবুল বলেন, "আমাদের প্রত্যাশা হয়ত পূরণ হয়নি ৷ আগের বছর আমরা সব মিলিয়ে 3টে আসন পেয়েছিলাম ৷ সেখানে এবারে আসানসোল থেকেই 3টে আসন পেয়েছি, আর সারা পশ্চিমবঙ্গে 77টি আসন ৷ তবে আশানুরূপ ফল হয়নি বলে একটু হতাশ লাগছে ৷ তবে আমরা ঘুরে দাঁড়াবই, এতে কোনও সন্দেহ নেই ৷ "

আসানসোলে সাংবাদিকদের মুখোমুখি বাবুল সুপ্রিয়

এদিন তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সব কাজ করছি ৷ তবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নানা ভাবে কাজ করতে বাঁধা দেওয়ার চেষ্টা আগেও করেছন, ভবিষ্যতেও করবেন ৷ কিন্তু এতে আমাদের কাজের উৎসাহ আরও বেড়ে গিয়েছে ৷ উনি যতই মারপিট করে আমাদের আটকানোর চেষ্টা করুক আমরা কাজ করে যাব ৷ আমাদের এই লড়াই চলবে ৷" তিনি আরও বলেন, সাংবিধানিক ভাবে একজন রাজ্য সরকারের যেভাবে কাজ করা উচিৎ সেটা শাসকদল করছে না ৷ এর ফল তাঁকে ভুগতে হবে ৷" তবে আগামী রণকৌশল সম্পর্কে বাবুল সুপ্রিয় ক্যামেরার সামনে কিছুই বলতে চাননি।

আরও পড়ুন : নির্বাচনের ফলপ্রকাশের পর জামুড়িয়ায় বিজেপি কর্মীদের বাড়িতে হামলা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.