ETV Bharat / state

খণ্ডঘোষে খুন BJP কর্মী, রাস্তায় দেহ রেখে বিক্ষোভ - khandaghosh

BJP কর্মীকে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের ঘটনা ।

রাস্তা অবরোধ
author img

By

Published : Jun 22, 2019, 10:17 PM IST

Updated : Jun 22, 2019, 11:18 PM IST

খণ্ডঘোষ , 22 জুন : BJP কর্মীকে খুনের প্রতিবাদে আজ বিকেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল BJP কর্মীরা । গতরাতে খণ্ডঘোষের বেরুগ্রাম দিঘির পাড় এলাকা থেকে এক BJP কর্মীর মৃতদেহ উদ্ধার হয় । তার নাম গোপাল পাল । এই ঘটনায় অভিযোগের তির ওঠে তৃণমূলের দিকে । এর প্রতিবাদে আজ খণ্ডঘোষের বাদুলিয়া মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে BJP কর্মীরা ।

গতরাতে দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন গোপালবাবু । অভিযোগ, সেইসময় তাঁকে শ্বাসরোধ করে খুন করে তৃণমূলের লোকজন । স্থানীয় বাসিন্দারা গলায় ফাঁস লাগানো অবস্থায় গোপালবাবুর দেহ রাস্তায় পড়ে থাকতে দেখেন । এরপরেই তাঁরা পুলিশে খবর দেন । খবর পয়ে ঘটনাস্থানে যায় খণ্ডঘোষ থানার পুলিশ । তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।

ভিডিয়োয় শুনুন নিমাই যশের বক্তব্য

গোপালবাবু এলাকার সক্রিয় BJP কর্মী ছিলেন । BJP-র অভিযোগ, কয়েকদিন ধরে ওই এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে । গোপালবাবু BJP করেন বলে তাকে হুমকি দিয়েছিল তৃণমূলের কর্মীরা । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই গোপালবাবুকে খুন করে । বিষ্ণুপুরের BJP সাংসদ সৌমিত্র খাঁ বলেন, "খণ্ডঘোষ থানার OC BJP কর্মীদের প্রকাশ্যে হুমকি দিচ্ছেন । তিনি বলছেন কোনওভাবেই BJP করা যাবে না । BJP কর্মীরা শান্ত আছে বলেই কর্মী খুন হওয়ার পরেও ভাটপাড়া মতো এখানে উত্তেজনা এখনও ছড়ায়নি । BJP কর্মীরা উত্তেজিত হয়ে পড়লে এলাকায় আগুন ধরে যেত ।
কিন্তু এই ঘটনার পরেও যদি পুলিশ দোষীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেয় , তাহলে BJP কর্মীরা এখানে বৃহত্তর আন্দোলনে নামবেন ।" আজ বিকেলে মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখায় BJP নেতা কর্মীরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়।

গোপালবাবুর ছেলে বলেন, " বাবাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ।" কিন্তু, কারা এই ঘটনায় জড়িত তা নিয়ে তিনি কিছু বলেননি । খণ্ডঘোষের তৃণমূল ব্লক সভাপতি অপার্থিব ইসলাম বলেন, "এই ঘটনার সঙ্গে রাজনীতি কোনও সম্পর্ক নেই। "

খণ্ডঘোষ , 22 জুন : BJP কর্মীকে খুনের প্রতিবাদে আজ বিকেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল BJP কর্মীরা । গতরাতে খণ্ডঘোষের বেরুগ্রাম দিঘির পাড় এলাকা থেকে এক BJP কর্মীর মৃতদেহ উদ্ধার হয় । তার নাম গোপাল পাল । এই ঘটনায় অভিযোগের তির ওঠে তৃণমূলের দিকে । এর প্রতিবাদে আজ খণ্ডঘোষের বাদুলিয়া মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে BJP কর্মীরা ।

গতরাতে দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন গোপালবাবু । অভিযোগ, সেইসময় তাঁকে শ্বাসরোধ করে খুন করে তৃণমূলের লোকজন । স্থানীয় বাসিন্দারা গলায় ফাঁস লাগানো অবস্থায় গোপালবাবুর দেহ রাস্তায় পড়ে থাকতে দেখেন । এরপরেই তাঁরা পুলিশে খবর দেন । খবর পয়ে ঘটনাস্থানে যায় খণ্ডঘোষ থানার পুলিশ । তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।

ভিডিয়োয় শুনুন নিমাই যশের বক্তব্য

গোপালবাবু এলাকার সক্রিয় BJP কর্মী ছিলেন । BJP-র অভিযোগ, কয়েকদিন ধরে ওই এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে । গোপালবাবু BJP করেন বলে তাকে হুমকি দিয়েছিল তৃণমূলের কর্মীরা । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই গোপালবাবুকে খুন করে । বিষ্ণুপুরের BJP সাংসদ সৌমিত্র খাঁ বলেন, "খণ্ডঘোষ থানার OC BJP কর্মীদের প্রকাশ্যে হুমকি দিচ্ছেন । তিনি বলছেন কোনওভাবেই BJP করা যাবে না । BJP কর্মীরা শান্ত আছে বলেই কর্মী খুন হওয়ার পরেও ভাটপাড়া মতো এখানে উত্তেজনা এখনও ছড়ায়নি । BJP কর্মীরা উত্তেজিত হয়ে পড়লে এলাকায় আগুন ধরে যেত ।
কিন্তু এই ঘটনার পরেও যদি পুলিশ দোষীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেয় , তাহলে BJP কর্মীরা এখানে বৃহত্তর আন্দোলনে নামবেন ।" আজ বিকেলে মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখায় BJP নেতা কর্মীরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়।

গোপালবাবুর ছেলে বলেন, " বাবাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ।" কিন্তু, কারা এই ঘটনায় জড়িত তা নিয়ে তিনি কিছু বলেননি । খণ্ডঘোষের তৃণমূল ব্লক সভাপতি অপার্থিব ইসলাম বলেন, "এই ঘটনার সঙ্গে রাজনীতি কোনও সম্পর্ক নেই। "

Intro:ভাটপাড়ার মতো অশান্ত হত বর্ধমান, কর্মীরা শান্ত আছে বলেই হয়নি, পুলিশকে হুঁশিয়ারি বিজেপি সাংসদের

সন্তোষ দাস, খন্ডঘোষ

পুলিশকে অভিযোগ করার পরেই খণ্ডঘোষ থানার পুলিশ যদি ব্যবস্থা নিত তাহলে বিজেপি কর্মী গোপাল পালকে খুন হতে হতো না। শনিবার বিকেলে বর্ধমান খণ্ডঘোষের বাদুলিয়া মোড়ে রাস্তা অবরোধ করার পর পুলিশকে এ কথা জানালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। শনিবার বিকেলে রাস্তার উপর মৃতদেহ রেখে বিজেপি নেতা কর্মীরা দীর্ঘক্ষন ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বলেন খণ্ডঘোষ থানার ওসি তার চেয়ারে বসে বিজেপি কর্মীদের প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। বিজেপি কর্মীদের হুমকি দিয়ে বলছেন কোনভাবেই বিজেপি করা যাবেনা। বিজেপি কর্মীরা শান্ত আছে বলেই একজন বিজেপি কর্মী খুন খুনের ঘটনার পরেও ভাটপাড়া মত উত্তেজনা এখানে ছড়ায়নি। বিজেপি কর্মীরা উত্তেজিত হয়ে পড়লে বর্ধমানে আগুন ধরে যেত। তার দায় নিতে হতো পুলিশ প্রশাসনকে। এদিন বিজেপির পক্ষ থেকে অভিযোগ করে ব পুলিশকে হুশিয়ারি দিয়ে বিজেপি সাংসদ বলেন আজ এই ঘটনার পরে আমরা বর্ধমানে আগুন ধরিয়ে দিতে পারতাম। এর ফলে হয়তো পুলিশের সঙ্গে আমাদের লড়াই লাগত। ঘটনার জেরে হয়তো নন্দীগ্রাম ভাটপাড়া মতো ঘটনা এখানে ঘটে যেত। কিন্তু এর পরও যদি পুলিশ দোষীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয় তাহলে বিজেপি নেতা কর্মীরা এখানে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দেন সাংসদ। এদিন বিকেলে দীর্ঘক্ষন রাস্তার মধ্যে মৃতদেহ রেখে বিক্ষোভ করতে থাকে বিজেপি নেতা কর্মীরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়।Body:ভাটপাড়ার মতো অশান্ত Conclusion:হত বর্ধমান
Last Updated : Jun 22, 2019, 11:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.