ETV Bharat / state

BJP Agitation with Symbolic Dead Body: শ্মশানের জমি বিক্রির প্রতিবাদে মৃতদেহ নিয়ে প্রতীকি আন্দোলন বিজেপির - শ্মশানের জমি বিক্রির প্রতিবাদে

শ্মশানের জমি বিক্রির অভিযোগে জাতীয় সড়কের পাশে প্রতীকি দেহ নিয়ে আন্দোলন দেখাল বিজেপি (BJP Agitation with Symbolic Dead Body) ৷ শ্মশানে জমি ফেরত না পাওয়া পর্যন্ত এই আন্দোলন করে যাওয়ার হুঁশিয়ারি দিল তারা ৷

BJP protests with symbolic dead body
বিজেপি
author img

By

Published : Mar 5, 2023, 9:22 PM IST

প্রতীকি দেহ নিয়ে আন্দোলন বিজেপির

দুর্গাপুর, 5 মার্চ: শ্মশানে যাওয়ার রাস্তা নেই । শ্মশানের জমি দখল করে তা প্লট করে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ । দেহ সৎকার কোথায় হবে? এই প্রশ্ন তুলে প্রতীকী দেহ নিয়ে রবিবার গোপালমাঠের 19 নম্বর জাতীয় সড়কের পাশে স্থানীয়দের সঙ্গে নিয়ে আন্দোলনে সামিল হল বিজেপি নেতৃত্ব । এদিন গ্রামবাসীদের সঙ্গে নিয়ে প্রতীকী দেহ কাঁধে করে নিয়ে গোপালমাঠের মূল রাস্তায় প্রদক্ষিণ করার পর জাতীয় সড়কের পাশে বসে পড়লেন আন্দোলনকারীরা (BJP protests with symbolic dead body) ।

স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ করে, মাফিয়ারা শ্মশানের জমি এবং রাস্তা দখল করে নিচ্ছে । যার ফলে দেহ নিয়ে শ্মশানে যেতে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে । দ্রুত রাস্তা ছাড়া না-হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ার দেয় তারা । বিজেপি কর্মীদের এই আন্দোলনকে ঘিরে অশান্তি এড়াতে মোতায়েন ছিল দুর্গাপুর থানার পুলিশ ।

স্থানীয় বাসিন্দা লক্ষ্মী বাউড়ি জানান, তাঁরা দীর্ঘকাল ধরে গোপালমাঠের বাসিন্দা । এই জাতীয় সড়ক পার করে ওপারে তাঁদের শ্মশানে এই এলাকার গরিব মানুষদের দেহ সৎকার করা হয় । এই এলাকায় বেশ কিছু প্রোমোটার ও জমির দালাল শ্মশানে যাওয়ার মূল রাস্তার জমি বিক্রি করে দিয়েছে । এখন আর চারজন কাঁধে করে দেহ নিয়ে ওই সংকীর্ণ রাস্তা দিয়ে পারাপার করতে পারা যাচ্ছে না । তাই এলাকার বাসিন্দারা আন্দোলনে নেমেছেন ।

এদিনের প্রতীকি দেহ নিয়ে এই আন্দোলন বহু মানুষের নজরে পড়ে । পথ চলতি মানুষ দাঁড়িয়ে পড়ে এই আন্দোলন দেখে । স্থানীয় মানুষেরা এই বিষয়কে নিয়ে বেশ কয়েক মাস ধরেই আন্দোলনে নেমেছে । এর আগে সিপিআইএম নেতৃত্বকে দেখা গেছে আন্দোলনকারীদের পাশে । এবার দেখা গেল স্থানীয় বিজেপি নেতাদের ।

BJP protests with symbolic dead body
প্রতীকি দেহ নিয়ে আন্দোলন বিজেপির

বিজেপির মন্ডল সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় এদিনের আন্দোলনের নেতৃত্ব দিলেন । তাঁকে বলতে শোনা গেল, "জমি হাঙ্গরদের বিরুদ্ধে আমাদের এই লড়াই । অবাধে শ্মশানের রাস্তার জমি বিক্রি করে দিয়েছে এই এলাকার জমি মাফিয়ারা । আমরা সর্বস্তরে জানিয়েছি । কিন্তু বিষয়টি নিয়ে কেউ কোনওভাবে এগিয়ে আসেনি । তাই আজকে প্রতীকি দেহ নিয়ে আন্দোলন করলাম । যদি সমস্যার সমাধান না হয় এরপর আমরা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এবং দুর্গাপুর নগর নিগমের সামনে গিয়ে আন্দোলন করব । প্রয়োজনে আমরণ অনশন করব । শ্মশানের জমি ফেরত না-পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে ।"

আরও পড়ুন: অনুব্রতর মুখোশ আর কোমরে দড়ি পরে বিক্ষোভ বিজেপি সমর্থকদের

প্রতীকি দেহ নিয়ে আন্দোলন বিজেপির

দুর্গাপুর, 5 মার্চ: শ্মশানে যাওয়ার রাস্তা নেই । শ্মশানের জমি দখল করে তা প্লট করে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ । দেহ সৎকার কোথায় হবে? এই প্রশ্ন তুলে প্রতীকী দেহ নিয়ে রবিবার গোপালমাঠের 19 নম্বর জাতীয় সড়কের পাশে স্থানীয়দের সঙ্গে নিয়ে আন্দোলনে সামিল হল বিজেপি নেতৃত্ব । এদিন গ্রামবাসীদের সঙ্গে নিয়ে প্রতীকী দেহ কাঁধে করে নিয়ে গোপালমাঠের মূল রাস্তায় প্রদক্ষিণ করার পর জাতীয় সড়কের পাশে বসে পড়লেন আন্দোলনকারীরা (BJP protests with symbolic dead body) ।

স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ করে, মাফিয়ারা শ্মশানের জমি এবং রাস্তা দখল করে নিচ্ছে । যার ফলে দেহ নিয়ে শ্মশানে যেতে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে । দ্রুত রাস্তা ছাড়া না-হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ার দেয় তারা । বিজেপি কর্মীদের এই আন্দোলনকে ঘিরে অশান্তি এড়াতে মোতায়েন ছিল দুর্গাপুর থানার পুলিশ ।

স্থানীয় বাসিন্দা লক্ষ্মী বাউড়ি জানান, তাঁরা দীর্ঘকাল ধরে গোপালমাঠের বাসিন্দা । এই জাতীয় সড়ক পার করে ওপারে তাঁদের শ্মশানে এই এলাকার গরিব মানুষদের দেহ সৎকার করা হয় । এই এলাকায় বেশ কিছু প্রোমোটার ও জমির দালাল শ্মশানে যাওয়ার মূল রাস্তার জমি বিক্রি করে দিয়েছে । এখন আর চারজন কাঁধে করে দেহ নিয়ে ওই সংকীর্ণ রাস্তা দিয়ে পারাপার করতে পারা যাচ্ছে না । তাই এলাকার বাসিন্দারা আন্দোলনে নেমেছেন ।

এদিনের প্রতীকি দেহ নিয়ে এই আন্দোলন বহু মানুষের নজরে পড়ে । পথ চলতি মানুষ দাঁড়িয়ে পড়ে এই আন্দোলন দেখে । স্থানীয় মানুষেরা এই বিষয়কে নিয়ে বেশ কয়েক মাস ধরেই আন্দোলনে নেমেছে । এর আগে সিপিআইএম নেতৃত্বকে দেখা গেছে আন্দোলনকারীদের পাশে । এবার দেখা গেল স্থানীয় বিজেপি নেতাদের ।

BJP protests with symbolic dead body
প্রতীকি দেহ নিয়ে আন্দোলন বিজেপির

বিজেপির মন্ডল সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় এদিনের আন্দোলনের নেতৃত্ব দিলেন । তাঁকে বলতে শোনা গেল, "জমি হাঙ্গরদের বিরুদ্ধে আমাদের এই লড়াই । অবাধে শ্মশানের রাস্তার জমি বিক্রি করে দিয়েছে এই এলাকার জমি মাফিয়ারা । আমরা সর্বস্তরে জানিয়েছি । কিন্তু বিষয়টি নিয়ে কেউ কোনওভাবে এগিয়ে আসেনি । তাই আজকে প্রতীকি দেহ নিয়ে আন্দোলন করলাম । যদি সমস্যার সমাধান না হয় এরপর আমরা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এবং দুর্গাপুর নগর নিগমের সামনে গিয়ে আন্দোলন করব । প্রয়োজনে আমরণ অনশন করব । শ্মশানের জমি ফেরত না-পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে ।"

আরও পড়ুন: অনুব্রতর মুখোশ আর কোমরে দড়ি পরে বিক্ষোভ বিজেপি সমর্থকদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.