ETV Bharat / state

বারাবনিতে বাবুল, মুকুলের নেতৃত্বে দলীয় কার্যালয় পুনর্দখল করল BJP - বারাবনিতে BJP-র পার্টি অফিস পুনর্দখল

BJP-র অভিযোগ, 18 নভেম্বর বারাবনির গৌরান্ডি, কাঁটাপাহাড়ি এবং জামগ্রামে তাদের তিনটি দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ৷ 19 নভেম্বর তিনটি কার্যালয়ের দখল নেয় তৃণমূল ৷ এরপর আজ ওই দলীয় কার্যালয়গুলি পুনর্দখল করে BJP ৷

বাবুল
author img

By

Published : Nov 24, 2019, 6:02 PM IST

Updated : Nov 24, 2019, 7:05 PM IST

বারাবনি, 24 নভেম্বর : আজ পশ্চিম বর্ধমানের বারাবনি বিধানসভা কেন্দ্রে নিজেদের দলীয় কার্যালয় পুনর্দখল করল BJP ৷ কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়, BJP নেতা মুকুল রায়, শঙ্কুদেব পান্ডার নেতৃত্বে দলীয় কার্যালয়টি পুনর্দখল করা হয় ৷ কার্যালয়ের সমানে দলীয় পতাকা তুলে তৃণমূলের উদ্দেশে বাবুলের বার্তা "যত ভাঙবি তত হারবি ৷ "

BJP party office recaptured in Baraboni by Babul Supriyo and Mukul Roy
বারাবনিতে BJP-র পার্টি অফিস পুনর্দখল

BJP-র অভিযোগ, 18 নভেম্বর বারাবনির গৌরান্ডি, কাঁটাপাহাড়ি এবং জামগ্রামে তাদের তিনটি দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ৷ 19 নভেম্বর তিনটি কার্যালয়ের দখল নেয় তৃণমূল ৷ এরপর আজ ওই দলীয় কার্যালয়গুলি পুনর্দখল করে BJP ৷

দেখুন ভিডিয়ো...

বাবুল বলেন, "মানুষের কাজ করেই মানুষের কাছে থাকা যায় ৷ ভোট পাওয়া যায় ৷ পার্টি অফিস ভেঙে, BJP-র পতাকা জ্বালিয়ে কি ভোট পাওয়া যায় ৷ ভোট লুট করে যে ভোটে জেতা যায় না, সেটাও লোকসভায় প্রমাণিত হয়ে গেছে ৷ বারাবনির মানুষ আমাদের সঙ্গে আছেন ৷ "

মুকুল বলেন, "যে জায়গায় পার্টি অফিস ভাঙা হয়েছে সেখানে আমাদের ভোট অন্তত এক লাখ বাড়বে ৷ " স্থানীয় তৃণমূল নেতৃত্বকে তাঁর বার্তা, "যত এ সব করবেন, মানুষের বিরুদ্ধে যাবেন, তত মানুষ আপনাদের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য তৈরি হবে ৷ "

বারাবনি, 24 নভেম্বর : আজ পশ্চিম বর্ধমানের বারাবনি বিধানসভা কেন্দ্রে নিজেদের দলীয় কার্যালয় পুনর্দখল করল BJP ৷ কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়, BJP নেতা মুকুল রায়, শঙ্কুদেব পান্ডার নেতৃত্বে দলীয় কার্যালয়টি পুনর্দখল করা হয় ৷ কার্যালয়ের সমানে দলীয় পতাকা তুলে তৃণমূলের উদ্দেশে বাবুলের বার্তা "যত ভাঙবি তত হারবি ৷ "

BJP party office recaptured in Baraboni by Babul Supriyo and Mukul Roy
বারাবনিতে BJP-র পার্টি অফিস পুনর্দখল

BJP-র অভিযোগ, 18 নভেম্বর বারাবনির গৌরান্ডি, কাঁটাপাহাড়ি এবং জামগ্রামে তাদের তিনটি দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ৷ 19 নভেম্বর তিনটি কার্যালয়ের দখল নেয় তৃণমূল ৷ এরপর আজ ওই দলীয় কার্যালয়গুলি পুনর্দখল করে BJP ৷

দেখুন ভিডিয়ো...

বাবুল বলেন, "মানুষের কাজ করেই মানুষের কাছে থাকা যায় ৷ ভোট পাওয়া যায় ৷ পার্টি অফিস ভেঙে, BJP-র পতাকা জ্বালিয়ে কি ভোট পাওয়া যায় ৷ ভোট লুট করে যে ভোটে জেতা যায় না, সেটাও লোকসভায় প্রমাণিত হয়ে গেছে ৷ বারাবনির মানুষ আমাদের সঙ্গে আছেন ৷ "

মুকুল বলেন, "যে জায়গায় পার্টি অফিস ভাঙা হয়েছে সেখানে আমাদের ভোট অন্তত এক লাখ বাড়বে ৷ " স্থানীয় তৃণমূল নেতৃত্বকে তাঁর বার্তা, "যত এ সব করবেন, মানুষের বিরুদ্ধে যাবেন, তত মানুষ আপনাদের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য তৈরি হবে ৷ "

Intro:গত 18 নভেম্বর বারাবনি বিধানসভা এলাকায় বিজেপির তিনটি দলীয় অফিসে ভাঙচুর চালানো হয়। পাশাপাশি অফিসগুলি তৃণমূল দখল করে নেয় বলে অভিযোগ ওঠে। আজ দুপুরে আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, বিজেপি নেতা মুকুল রায়, শঙ্কুদেব পাণ্ডা সহ বিজেপির একগুচ্ছ নেতা নেত্রী দলীয় অফিসগুলি পুনর্দখল করল। বিজেপির দলীয় পতাকা তুলে বাবুল বার্তা দিলেন "যত ভাঙবি তত হারবি"।
গত 18 নভেম্বর বারাবনির গৌরান্ডি, কাঁটাপাহাড়ি এবং জামগ্রামে বিজেপির তিনটি পার্টি অফিসে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা ।তারপরের দিন অর্থাৎ 19 নভেম্বর তিনটি দলীয় অফিসকেই তৃণমূল দখল করে নেয় বলে বিজেপি
নেতারা অভিযোগ তোলে। এরপর আজ দুপুরে বাবুল সুপ্রিয়, মুকুল রায় সহ একগুচ্ছ নেতা-নেত্রীরা কনভয় নিয়ে গিয়ে সেই দখল হয়ে যাওয়া দলীয় অফিসগুলো নিজেদের দখলে নিয়ে আসে।
বাবুল সুপ্রিয় বলেন , এই দলীয় অফিসটি দোতলা করা হবে। পাশাপাশি এই ধরনের যত কাজ তৃণমূল করবে ততই তৃণমূল মানুষের কাছ থেকে দূরে সরে যাবে ।
মুকুল রায় বলেন জনাদেশ শাসকের শোষণের জবাব দেয়। যত পার্টি অফিস ভাঙ্গা হবে, অত্যাচার হবে বাবুল আরও এক লাখ বেশি ভোট পাবে বারাবনি থেকে। জনাদেশ থেকে তৃণমূল দূরে চলে যাবে।


Body:..


Conclusion:
Last Updated : Nov 24, 2019, 7:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.