আসানসোল, 21 সেপ্টেম্বর : বাবুল সুপ্রিয় দল বদলে তৃণমূলে যোগ দিয়ে তাঁর সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন ৷ এর মধ্যে ভবিষ্যৎ নির্বাচনের কথা ভেবে কর্মীদের উজ্জীবিত করতে আসানসোল পৌঁছালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী । গতকাল সন্ধেয় আসানসোলে পশ্চিম বর্ধমান জেলার বিজেপি কার্যালয়ে জেলার সব বিজেপি নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন তিনি । উপস্থিত ছিলেন জেলার 3 বিধায়ক অগ্নিমিত্রা পাল, লক্ষ্মণ ঘোড়ুই, অজয় পোদ্দার, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি-সহ অন্যরা ।
শুভেন্দুর আগমনে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায় । বৈঠক কক্ষে ঢুকতে না পেরে বহু কর্মী নেতার বক্তব্য শোনার জন্য বাইরে অপেক্ষা করেছেন ৷ এদিন কর্মীদের এই ভিড় দেখে তিনি বলেন "বাবুল সুপ্রিয় চলে যাওয়ায় দলে কোনও প্রভাব পড়েনি ।" তাঁর দাবি, "অতীতে এই দলটা অর্ধেক ভরাতে নেতাদের ঘাম ছুটে যেত । আজ ডাকার বাইরে 24 ঘণ্টার মধ্যে যে ভাবে সংগঠকরা বেরিয়ে এসেছেন, তাতে প্রমাণ হয়েছে দলীয় কর্মীদের জোশ, উৎসাহ কমেনি, বরং আরও বেড়েছে ।"
এদিন তাঁর বৈঠক প্রসঙ্গে তিনি জানান, লোকসভার ক্ষেত্রে দল বদল করলে পদত্যাগ করতে হয় ৷ তার 6 মাসের মধ্যে ভোট হয় ৷ শুভেন্দু অধিকারী বলেন, "স্বাভাবিক ভাবে, আমরা আমাদের কর্মী-সমর্থকদের সজাগ করতে এসেছি ৷ এর আগে কর্পোরেশন নির্বাচন হতে পারে ৷ তাঁদের 3টে বিশেষ কাজ বুঝিয়ে দিয়ে গেলাম ৷"
আরও পড়ুন : Babul supriyo-Dilip Ghosh : ভুল বাংলা ! দিলীপকে বর্ণপরিচয়ের খোঁচা বাবুলের
3টি কাজ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, বাবুল সুপ্রিয় এখানকার বিজেপি সাংসদ ছিলেন ৷ তিনি চলে যাওয়াতে দলের কোনও ক্ষতি হয়নি, প্রভাব পড়েনি এই বার্তা দিলেন তিনি বিজেপি কর্মীদের ৷ দ্বিতীয়ত, এই কর্পোরেশন দীর্ঘদিন ধরে পার্টির প্রশাসক, নেতাদের দ্বারা পরিচালিত হচ্ছে ৷ জনপ্রতিনিধিরা না থাকায় মানুষ ঠিকমতো পরিষেবা পাচ্ছে না ৷ তিনি বলেন, "কর্পোরেশন একটা সাংবিধানিক বডি ৷ দ্রুত কর্পোরেশন নির্বাচন হোক, এই দাবি জানাচ্ছি আমরা ৷ আমাদের সমস্ত নগর সভাপতি, মণ্ডল সভাপতিদের এই ভোটের জন্য প্রস্তুত থাকতে আবেদন জানালাম ৷" তৃতীয়ত, তিনি জানান নিয়মানুযায়ী আগামী 6 মাসের মধ্যে লোকসভার ভোট হবে ৷ ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশ-সহ 5টি রাজ্যে ভোট হওয়ার কথা ৷ তিনি আভাস দিলেন, হয়তো ওই সময়ে একসঙ্গে এই লোকসভা কেন্দ্রের ভোট হতে পারে ৷ তাই এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার ৷
আসানসোল লোকসভা কেন্দ্রে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "কেউ আসানসোলের ভোটার হলে, তিনি বুঝতে পারবেন লায়াবিলিটি (liability) কে, অ্যাসেট (Asset) কে ৷ আমি বলছি না, আপনারাই বুঝতে পারবেন ।" বিরোধী তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, "সর্বভারতীয় কী একটা দল আছে তৃণমূল কংগ্রেস, গরুর গাড়ির হেডলাইট ৷ সেই দলের সাধারণ সম্পাদক 21 তারিখ ডায়মন্ডহারবারের সাংসদকে ডেকেছেন ৷" তাঁর দাবি তিনি এই বিষয়টি আর সকলের মতো টিভি দেখে জেনেছেন ৷ এ প্রসঙ্গে তিনি বলেন, "ডাকছে মানে তো কিছু আছে, কান টানলে মাথা আসবে ৷"
আরও পড়ুন : Krishna Kalyani: বাবুলের পথেই কৃষ্ণ কল্যাণী ? বেসুরো রায়গঞ্জের বিজেপি বিধায়ক
কয়লাকাণ্ডে বাবুলকে সিবিআই তলব করতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে । এ বিষয়ে অবশ্য শুভেন্দু বলেন, তা আমার জানা নেই । তবে আপনাদের এখানকার এক মন্ত্রীকে কেন্দ্রীয় এজেন্সি তলব করেছে ৷ ডায়মন্ডহারবারের সাংসদ, তৃণমূলের সর্বভারতীয় সভাপতিকেও নিমন্ত্রণ করা হয়েছে। কান টানলে নিশ্চয় মাথা আসবে।"