ETV Bharat / state

সন্ত্রাস কবলিত এলাকা ঘুরে দেখার অনুরোধ জানাতে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ জিতেন্দ্র তিওয়ারির

পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় ভোটের ফলাফল ঘোষণার পরে তেমন বড় কিছু হিংসাত্মক ঘটনা না ঘটলেও জেলার বহু জায়গায় চাপা উত্তেজনা রয়েছে ৷ সেই নিয়েই রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করে প্রায় কুড়ি মিনিটের বৈঠক করেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ৷

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ জীতেন্দ্র তিওয়ারির
রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ জীতেন্দ্র তিওয়ারির
author img

By

Published : May 11, 2021, 7:13 AM IST

Updated : May 11, 2021, 9:05 AM IST

দুর্গাপুর, 11মে : বিধানসভা নির্বাচনের পরে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমানের বেশ কিছু এলাকায় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে । বিজেপির বহু কর্মী ঘরছাড়া । এই মর্মে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে রাজভবনে সাক্ষাৎ করলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ৷ বর্ধমানের সন্ত্রাস কবলিত এলাকাগুলি পরিদর্শন করে দেখার অনুরোধ জানালেন তিনি ৷

ভোটের ফলাফল বেরতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ৷ দোকানপাট, বাড়িঘর ভাঙচুরের ঘটনার সঙ্গে সঙ্গে রাজ্যের শাসকদল ও প্রধান প্রতিপক্ষ বিজেপির বেশ কয়েকজন সমর্থক সংঘর্ষে জড়িয়ে পড়লে দুইপক্ষের বেশ কয়েকজন আহত । ঘর ছাড়া হয়েছিলেন বেশকিছু কাউন্সিলর ৷ ইতিমধ্যে দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডের কয়েকজন কাউন্সিলর বিজেপির ঘরছাড়াদের ঘরে ফিরিয়ে এনেছেন । যদিও পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় ভোটের ফলাফল ঘোষণার পরে তেমন বড় কিছু হিংসাত্মক ঘটনা না ঘটলেও জেলার বহু জায়গায় চাপা উত্তেজনা রয়েছে ৷ সেই নিয়েই রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করে প্রায় কুড়ি মিনিটের বৈঠক করেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ৷

জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন, "পশ্চিম বর্ধমানের যে সব এলাকায় ভোটের ফলাফল ঘোষণার পর থেকে শাসকদলের মদতে রাজনৈতিক সন্ত্রাস চলছে তা নিয়ে রাজ্যপালের সঙ্গে বিস্তারিত কথা হয়েছে । আমি মাননীয় রাজ্যপাল মহাশয়কে অনুরোধ জানিয়েছি আমাদের জেলার সন্ত্রাস কবলিত এলাকাগুলি পরিদর্শনের জন্য ৷"

আরও পড়ুন: দ্বিতীয় ডোজ না মেলায় দুর্গাপুরে হাসপাতালে বিক্ষোভ ভ্যাকসিন প্রাপকদের

এবিষয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে কথা বললে তিনি সন্ত্রাসের অভিযোগ উড়িয়ে দেন ৷ তিনি বলেন, " আমার এলাকায় রাজ্যপালকে স্বাগত ৷ জিতেন্দ্র তিওয়ারি এখন রাজনৈতিক গদি হারিয়ে রাজ্যপালের কাছে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে ৷ "

দুর্গাপুর, 11মে : বিধানসভা নির্বাচনের পরে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমানের বেশ কিছু এলাকায় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে । বিজেপির বহু কর্মী ঘরছাড়া । এই মর্মে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে রাজভবনে সাক্ষাৎ করলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ৷ বর্ধমানের সন্ত্রাস কবলিত এলাকাগুলি পরিদর্শন করে দেখার অনুরোধ জানালেন তিনি ৷

ভোটের ফলাফল বেরতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ৷ দোকানপাট, বাড়িঘর ভাঙচুরের ঘটনার সঙ্গে সঙ্গে রাজ্যের শাসকদল ও প্রধান প্রতিপক্ষ বিজেপির বেশ কয়েকজন সমর্থক সংঘর্ষে জড়িয়ে পড়লে দুইপক্ষের বেশ কয়েকজন আহত । ঘর ছাড়া হয়েছিলেন বেশকিছু কাউন্সিলর ৷ ইতিমধ্যে দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডের কয়েকজন কাউন্সিলর বিজেপির ঘরছাড়াদের ঘরে ফিরিয়ে এনেছেন । যদিও পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় ভোটের ফলাফল ঘোষণার পরে তেমন বড় কিছু হিংসাত্মক ঘটনা না ঘটলেও জেলার বহু জায়গায় চাপা উত্তেজনা রয়েছে ৷ সেই নিয়েই রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করে প্রায় কুড়ি মিনিটের বৈঠক করেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ৷

জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন, "পশ্চিম বর্ধমানের যে সব এলাকায় ভোটের ফলাফল ঘোষণার পর থেকে শাসকদলের মদতে রাজনৈতিক সন্ত্রাস চলছে তা নিয়ে রাজ্যপালের সঙ্গে বিস্তারিত কথা হয়েছে । আমি মাননীয় রাজ্যপাল মহাশয়কে অনুরোধ জানিয়েছি আমাদের জেলার সন্ত্রাস কবলিত এলাকাগুলি পরিদর্শনের জন্য ৷"

আরও পড়ুন: দ্বিতীয় ডোজ না মেলায় দুর্গাপুরে হাসপাতালে বিক্ষোভ ভ্যাকসিন প্রাপকদের

এবিষয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে কথা বললে তিনি সন্ত্রাসের অভিযোগ উড়িয়ে দেন ৷ তিনি বলেন, " আমার এলাকায় রাজ্যপালকে স্বাগত ৷ জিতেন্দ্র তিওয়ারি এখন রাজনৈতিক গদি হারিয়ে রাজ্যপালের কাছে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে ৷ "

Last Updated : May 11, 2021, 9:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.