ETV Bharat / state

সন্ত্রাস কবলিত এলাকা ঘুরে দেখার অনুরোধ জানাতে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ জিতেন্দ্র তিওয়ারির - তৃণমূল

পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় ভোটের ফলাফল ঘোষণার পরে তেমন বড় কিছু হিংসাত্মক ঘটনা না ঘটলেও জেলার বহু জায়গায় চাপা উত্তেজনা রয়েছে ৷ সেই নিয়েই রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করে প্রায় কুড়ি মিনিটের বৈঠক করেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ৷

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ জীতেন্দ্র তিওয়ারির
রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ জীতেন্দ্র তিওয়ারির
author img

By

Published : May 11, 2021, 7:13 AM IST

Updated : May 11, 2021, 9:05 AM IST

দুর্গাপুর, 11মে : বিধানসভা নির্বাচনের পরে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমানের বেশ কিছু এলাকায় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে । বিজেপির বহু কর্মী ঘরছাড়া । এই মর্মে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে রাজভবনে সাক্ষাৎ করলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ৷ বর্ধমানের সন্ত্রাস কবলিত এলাকাগুলি পরিদর্শন করে দেখার অনুরোধ জানালেন তিনি ৷

ভোটের ফলাফল বেরতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ৷ দোকানপাট, বাড়িঘর ভাঙচুরের ঘটনার সঙ্গে সঙ্গে রাজ্যের শাসকদল ও প্রধান প্রতিপক্ষ বিজেপির বেশ কয়েকজন সমর্থক সংঘর্ষে জড়িয়ে পড়লে দুইপক্ষের বেশ কয়েকজন আহত । ঘর ছাড়া হয়েছিলেন বেশকিছু কাউন্সিলর ৷ ইতিমধ্যে দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডের কয়েকজন কাউন্সিলর বিজেপির ঘরছাড়াদের ঘরে ফিরিয়ে এনেছেন । যদিও পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় ভোটের ফলাফল ঘোষণার পরে তেমন বড় কিছু হিংসাত্মক ঘটনা না ঘটলেও জেলার বহু জায়গায় চাপা উত্তেজনা রয়েছে ৷ সেই নিয়েই রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করে প্রায় কুড়ি মিনিটের বৈঠক করেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ৷

জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন, "পশ্চিম বর্ধমানের যে সব এলাকায় ভোটের ফলাফল ঘোষণার পর থেকে শাসকদলের মদতে রাজনৈতিক সন্ত্রাস চলছে তা নিয়ে রাজ্যপালের সঙ্গে বিস্তারিত কথা হয়েছে । আমি মাননীয় রাজ্যপাল মহাশয়কে অনুরোধ জানিয়েছি আমাদের জেলার সন্ত্রাস কবলিত এলাকাগুলি পরিদর্শনের জন্য ৷"

আরও পড়ুন: দ্বিতীয় ডোজ না মেলায় দুর্গাপুরে হাসপাতালে বিক্ষোভ ভ্যাকসিন প্রাপকদের

এবিষয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে কথা বললে তিনি সন্ত্রাসের অভিযোগ উড়িয়ে দেন ৷ তিনি বলেন, " আমার এলাকায় রাজ্যপালকে স্বাগত ৷ জিতেন্দ্র তিওয়ারি এখন রাজনৈতিক গদি হারিয়ে রাজ্যপালের কাছে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে ৷ "

দুর্গাপুর, 11মে : বিধানসভা নির্বাচনের পরে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমানের বেশ কিছু এলাকায় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে । বিজেপির বহু কর্মী ঘরছাড়া । এই মর্মে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে রাজভবনে সাক্ষাৎ করলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ৷ বর্ধমানের সন্ত্রাস কবলিত এলাকাগুলি পরিদর্শন করে দেখার অনুরোধ জানালেন তিনি ৷

ভোটের ফলাফল বেরতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ৷ দোকানপাট, বাড়িঘর ভাঙচুরের ঘটনার সঙ্গে সঙ্গে রাজ্যের শাসকদল ও প্রধান প্রতিপক্ষ বিজেপির বেশ কয়েকজন সমর্থক সংঘর্ষে জড়িয়ে পড়লে দুইপক্ষের বেশ কয়েকজন আহত । ঘর ছাড়া হয়েছিলেন বেশকিছু কাউন্সিলর ৷ ইতিমধ্যে দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডের কয়েকজন কাউন্সিলর বিজেপির ঘরছাড়াদের ঘরে ফিরিয়ে এনেছেন । যদিও পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় ভোটের ফলাফল ঘোষণার পরে তেমন বড় কিছু হিংসাত্মক ঘটনা না ঘটলেও জেলার বহু জায়গায় চাপা উত্তেজনা রয়েছে ৷ সেই নিয়েই রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করে প্রায় কুড়ি মিনিটের বৈঠক করেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ৷

জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন, "পশ্চিম বর্ধমানের যে সব এলাকায় ভোটের ফলাফল ঘোষণার পর থেকে শাসকদলের মদতে রাজনৈতিক সন্ত্রাস চলছে তা নিয়ে রাজ্যপালের সঙ্গে বিস্তারিত কথা হয়েছে । আমি মাননীয় রাজ্যপাল মহাশয়কে অনুরোধ জানিয়েছি আমাদের জেলার সন্ত্রাস কবলিত এলাকাগুলি পরিদর্শনের জন্য ৷"

আরও পড়ুন: দ্বিতীয় ডোজ না মেলায় দুর্গাপুরে হাসপাতালে বিক্ষোভ ভ্যাকসিন প্রাপকদের

এবিষয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে কথা বললে তিনি সন্ত্রাসের অভিযোগ উড়িয়ে দেন ৷ তিনি বলেন, " আমার এলাকায় রাজ্যপালকে স্বাগত ৷ জিতেন্দ্র তিওয়ারি এখন রাজনৈতিক গদি হারিয়ে রাজ্যপালের কাছে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে ৷ "

Last Updated : May 11, 2021, 9:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.