আসানসোল, 31 মে : মেয়র দেরিতে আসায় পৌরনিগমের বাজেট ও বোর্ড মিটিং বয়কট করলেন বিজেপি কাউন্সিলররা (BJP boycotts board meeting in Asansol)। বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারির নেতৃত্বে এই বোর্ড মিটিং বয়কট করা হয় । তাঁদের দাবি "বোর্ড মিটিংয়ে মেয়রের অনুপস্থিতিতে বাজেট পড়ে শোনাচ্ছেন এক তৃণমূল কাউন্সিলর । সার্কাস চলছে পৌরনিগমে । আমরা আর জোকার সাজতে পারব না ।"
মঙ্গলবার আসানসোল পৌরনিগমের বোর্ড মিটিং এবং বাজেট পেশ হওয়ার কথা ছিল । কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় বোর্ড মিটিংয়ে হাজির না হওয়ায় তাঁর পরিবর্তে বাজেট পড়তে শুরু করেন প্রস্তাবিত ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক । আর এই দৃশ্য দেখেই বিজেপি কাউন্সিলররা বোর্ড মিটিং বয়কট করে বেরিয়ে আসেন ।
আরও পড়ুন : Asansol Municipal Corporation : নজিরবিহীন ! তৃণমূল মেয়র পারিষদদের নামের প্রস্তাব পাঠাল বিজেপি
এই বিষয়ে বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি বলেন, "মেয়রের পরিবর্তে চেয়ারম্যান বোর্ড মিটিং পরিচালনা করবেন কেন ? একজন কাউন্সিলর বাজেট পেশ করছেন । এটা নিয়মবিরুদ্ধ । সার্কাস চলছে আসানসোল পৌরনিগমে । তাই আমরা বয়কট করেছি ।"
যদিও বিষয়টিকে আমল দিতে রাজি নন আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় । তাঁর বক্তব্য, "দুটি অনুষ্ঠানের উদ্বোধনের জন্য আমার সামান্য দেরি হয় । আমি চেয়েছিলাম বোর্ড মিটিংটা যাতে চলে । সেই কারণে আমার অনুমতিতে অভিজিৎ ঘটক বাজেট পড়ে শুনিয়েছেন । এতে খারাপের কিছু নেই । ভাল কাজের জন্য সবকিছুই হতে পারে ।''
আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় এই বিষয়ে বলেন, "এই যে ওনারা বারবার বোর্ড মিটিং ছেড়ে চলে যাচ্ছেন, তাতে ওনাদের যারা নির্বাচিত করেছেন, সেই মানুষগুলো বঞ্চিত হচ্ছে । বোর্ড মিটিংয়ে সুযোগ পাওয়া যায় নিজের ওয়ার্ডের কাজের কথা জানানোর, উন্নয়নমূলক কাজগুলি বোর্ডের কাছে পাস করিয়ে নেওয়ার । কিন্তু সেটা না করে ওনারা নিজেদের ওয়ার্ডের মানুষদের বঞ্চিত করছেন ।"