দুর্গাপুর, 14 জুলাই : হেমতাবাদের বিধায়কের দেহ উদ্ধারের ঘটনায় দুর্গাপুর সিটি সেন্টারে অবস্থান-বিক্ষোভ করলেন BJP কর্মী-সমর্থকরা । এই কর্মসূচি থেকে ঘটনার CBI তদন্তের দাবি জানালেন পশ্চিম বর্ধমান জেলার BJP সভাপতি লক্ষ্মণ ঘড়ুই ।
আজ দুর্গাপুরের সিটি সেন্টারে মহকুমাশাসকের দপ্তরের ঠিক পিছনেই অবস্থান-বিক্ষোভ করেন BJP কর্মী-সমর্থকরা । এই অবস্থান-বিক্ষোভে যোগ দেন BJP-র পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষ্মণ ঘড়ুই । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন , "এই মুহূর্তে রাজ্যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে । একের পর এক BJP কর্মী খুন হয়েছে । আমরা শাসকদল এবং পুলিশের উপর আস্থা হারিয়েছি । আমরা চাই CBI তদন্ত করুক । "
ক্রমে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । এই পরিস্থিতিতে রাজনৈতিক কর্মসূচিতে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না বলে অভিযোগ । এই প্রসঙ্গে লক্ষ্মণ ঘড়ুই বলেন, "আমরা জানি আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে । কিন্তু বিক্ষোভে মানুষ আজ সব ভুলে গেছে । তবুও সামাজিক দূরত্ব বজায় রেখেই এই আন্দোলন করার চেষ্টা করছি আমরা । "