ETV Bharat / state

গ্রেপ্তার সৌমিত্র-সহ 10

author img

By

Published : Sep 12, 2020, 2:31 PM IST

Updated : Sep 12, 2020, 2:47 PM IST

আসানসোল পৌরনিগমের নাম ফলকে বাংলা বাদ পড়েছে, এমনই একটি ছবি দিয়ে ফেসবুকে পোষ্ট করার অভিযোগ উঠেছিল BJP যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে । পৌরনিগমের অভিযোগের ভিত্তিতে গতরাতে তাকে গ্রেপ্তার করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ।

10 including arrested Soumitra Khan in asansol
আসানসোলে গ্রেপ্তার সৌমিত্র খাঁ সহ ১০

আসানসোল, 12 সেপ্টেম্বর : ফেসবুকে ভুয়ো পোস্ট ছড়ানোয় গতরাতেই গ্রেপ্তার করা হয়েছিল আসানসোলে BJP যুব মোর্চার নেতা বাপ্পা চট্টোপাধ্যায়কে । এই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকেই BJP যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁয়ের নেতৃত্বে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দপ্তরের বাইরে বিক্ষোভ অবস্থান শুরু হয় । এরপর আজ সৌমিত্র খাঁসহ 10 জন BJP যুব মোর্চার নেতাকে গ্রেপ্তার করা হল ।

10 including arrested Soumitra Khan in asansol
আসানসোলে গ্রেপ্তার সৌমিত্র খাঁ সহ ১০

আসানসোল পৌরনিগমের নাম ফলকে বাংলা বাদ পড়েছে, এমনই একটি ছবি দিয়ে ফেসবুকে পোস্ট করার অভিযোগ উঠেছিল BJP যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে । পৌরনিগমের অভিযোগের ভিত্তিতে গতরাতে তাকে গ্রেপ্তার করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ । সেই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে সাংসদ তথা BJP যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁয়ের নেতৃত্বে BJP যুব মোর্চার জেলা নেতৃত্ব-সহ প্রচুর কর্মীরা বিক্ষোভ অবস্থান করে । আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দপ্তরের বাইরে এই অবস্থান করে তাঁরা । কমিশনারেটের মূল ফটক আটকে তারা বসে পড়ে তাঁরা । পুলিশের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হলেও তারা দপ্তরের মূল ফটকটি আটকে রাখেন । এরপর পুলিশ সৌমিত্র খাঁ-সহ 10 জনকে গ্রেপ্তার করে ৷ ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় পুলিশ কমিশনারের দপ্তরের বাইরে ।

আসানসোলে BJP যুব মোর্চার ধরনা, গ্রেপ্তার সৌমিত্র খাঁসহ ১০

সৌমিত্র খাঁ হুঁশিয়ারি দিয়ে বলেন, " পুলিশ জিতেন্দ্র তেওয়ারির দলদাস হয়ে কাজ করছে । আগামী 2 মাসের মধ্যে জিতেন্দ্র তেওয়ারিকে জেলে ঢোকাব । " গ্রেপ্তারের পর তাঁদের আসানসোল মহকুমা আদালতে তোলা হয় ৷ এরপর জামিনে ছাড়া পান সৌমিত্র খাঁ ৷

আসানসোল, 12 সেপ্টেম্বর : ফেসবুকে ভুয়ো পোস্ট ছড়ানোয় গতরাতেই গ্রেপ্তার করা হয়েছিল আসানসোলে BJP যুব মোর্চার নেতা বাপ্পা চট্টোপাধ্যায়কে । এই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকেই BJP যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁয়ের নেতৃত্বে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দপ্তরের বাইরে বিক্ষোভ অবস্থান শুরু হয় । এরপর আজ সৌমিত্র খাঁসহ 10 জন BJP যুব মোর্চার নেতাকে গ্রেপ্তার করা হল ।

10 including arrested Soumitra Khan in asansol
আসানসোলে গ্রেপ্তার সৌমিত্র খাঁ সহ ১০

আসানসোল পৌরনিগমের নাম ফলকে বাংলা বাদ পড়েছে, এমনই একটি ছবি দিয়ে ফেসবুকে পোস্ট করার অভিযোগ উঠেছিল BJP যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে । পৌরনিগমের অভিযোগের ভিত্তিতে গতরাতে তাকে গ্রেপ্তার করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ । সেই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে সাংসদ তথা BJP যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁয়ের নেতৃত্বে BJP যুব মোর্চার জেলা নেতৃত্ব-সহ প্রচুর কর্মীরা বিক্ষোভ অবস্থান করে । আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দপ্তরের বাইরে এই অবস্থান করে তাঁরা । কমিশনারেটের মূল ফটক আটকে তারা বসে পড়ে তাঁরা । পুলিশের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হলেও তারা দপ্তরের মূল ফটকটি আটকে রাখেন । এরপর পুলিশ সৌমিত্র খাঁ-সহ 10 জনকে গ্রেপ্তার করে ৷ ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় পুলিশ কমিশনারের দপ্তরের বাইরে ।

আসানসোলে BJP যুব মোর্চার ধরনা, গ্রেপ্তার সৌমিত্র খাঁসহ ১০

সৌমিত্র খাঁ হুঁশিয়ারি দিয়ে বলেন, " পুলিশ জিতেন্দ্র তেওয়ারির দলদাস হয়ে কাজ করছে । আগামী 2 মাসের মধ্যে জিতেন্দ্র তেওয়ারিকে জেলে ঢোকাব । " গ্রেপ্তারের পর তাঁদের আসানসোল মহকুমা আদালতে তোলা হয় ৷ এরপর জামিনে ছাড়া পান সৌমিত্র খাঁ ৷

Last Updated : Sep 12, 2020, 2:47 PM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.