ETV Bharat / state

Nazrul Islam Birth Anniversary: নজরুল জয়ন্তীতে 7 দিনের বদলে 3 দিনের কবিমেলা, হতাশ চুরুলিয়া - নজরুল জয়ন্তী

শুক্রবার কাজী নজরুল ইসলামের 124 তম জন্মবার্ষিকী ৷ এই উপলক্ষ্যে শুক্রবার কবির জন্মস্থান জামুড়িয়ার চুরুলিয়া গ্রামে শুরু হয়েছে 3 দিনের কবিমেলা ৷

ETV Bharat
নজরুল জয়ন্তী পালন
author img

By

Published : May 26, 2023, 7:14 PM IST

চুরুলিয়ায় নজরুল জয়ন্তী পালন

জামুড়িয়া, 26 মে: কাজী নজরুলের 124তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার কবির জন্মস্থান জামুড়িয়ার চুরুলিয়া গ্রামে শুরু হয়েছে কবিমেলা । 43তম বর্ষে পড়ল এই মেলা । আগে চুরুলিয়ার নজরুল অ্যাকাডেমি এই মেলার আয়োজন করত । বর্তমানে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় এই মেলার পরিচালনার দায়িত্বে রয়েছে । যদিও আগে 7 দিনের জন্য এই মেলা হত । বর্তমানে 3 দিনের মেলা আয়োজিত হয় । বিষয়টি নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন চুরুলিয়াবাসী।

বিদ্রোহী কবি নজরুলের ভাইপো তথা চুরুলিয়া নজরুল অ্যাকাডেমির সভাপতি কাজী রেজাউল করিম জানিয়েছেন আর্থিক সংকটের কারণেই সাত দিনের বদলে তিন দিনের মেলা হচ্ছে । শুক্রবার সকালে প্রভাত ফেরির আয়োজন করা হয় জামুড়িয়ার চুরুলিয়া গ্রামে । চুরুলিয়া গ্রামে কবির মূর্তিতে মাল্যদান করা হয় । মাল্যদান করেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শুরু করে শিক্ষাকর্মীরা ও বুদ্ধিজীবিরা । এরপর নজরুলের প্রতীকী সমাধি এবং প্রমীলা দেবীর সমাধিতে মাল্যদান করা হয় । নজরুল অ্যাকাডেমির নজরুল মূর্তিতে মাল্যদান করে এদিনের অনুষ্ঠানের সূচনা হয় । বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, আসানসোল থেকে যাওয়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ এদিনের শোভাযাত্রায় অংশ নেন ।

নজরুল মেলা উপলক্ষে এদিন দেশ-বিদেশের মানুষ এসে জড়ো হয়েছেন চুরুলিয়া গ্রামে । শুধু আসানসোল নয়, রাজ্যের বিভিন্ন জেলা থেকে এমনকী বাংলাদেশের প্রচুর নজরুলপ্রেমীও চুরুলিয়ায় এসেছেন । গান, কবিতা, নাচ-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নজরুল জয়ন্তী উপলক্ষ্যে । এদিনের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন স্থানীয় শিল্পী থেকে শুরু করে কলকাতার নামকরা শিল্পীরা ৷

এই অনুষ্ঠান উপলক্ষেই তিন দিনের মেলার আয়োজন করা হয়েছে চুরুলিয়া গ্রামে । যদিও স্থানীয় বাসিন্দাদের মতে এই মেলা আগে সাত দিনের হত । কিন্তু এখন তিন দিনের মেলা হয় । তাই মন ভরে না । বিষয়টি স্বীকার করে নিয়েছেন কবি কাজী নজরুল ইসলামের ভাইপো তথা নজরুল অ্যাকাডেমির বর্তমান সভাপতি কাজী রেজাউল করিম । তিনি জানান, আর্থিক কারণেই সাত দিনের মেলাকে ছেঁটে তিন দিনের মেলা করতে বাধ্য হয়েছেন তাঁরা ।

আরও পড়ুন: ইংরাজি তারিখ দেখে নজরুলকে শ্রদ্ধা জানাতে গিয়ে চুরুলিয়ায় একা অগ্নিমিত্রা

চুরুলিয়ায় নজরুল জয়ন্তী পালন

জামুড়িয়া, 26 মে: কাজী নজরুলের 124তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার কবির জন্মস্থান জামুড়িয়ার চুরুলিয়া গ্রামে শুরু হয়েছে কবিমেলা । 43তম বর্ষে পড়ল এই মেলা । আগে চুরুলিয়ার নজরুল অ্যাকাডেমি এই মেলার আয়োজন করত । বর্তমানে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় এই মেলার পরিচালনার দায়িত্বে রয়েছে । যদিও আগে 7 দিনের জন্য এই মেলা হত । বর্তমানে 3 দিনের মেলা আয়োজিত হয় । বিষয়টি নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন চুরুলিয়াবাসী।

বিদ্রোহী কবি নজরুলের ভাইপো তথা চুরুলিয়া নজরুল অ্যাকাডেমির সভাপতি কাজী রেজাউল করিম জানিয়েছেন আর্থিক সংকটের কারণেই সাত দিনের বদলে তিন দিনের মেলা হচ্ছে । শুক্রবার সকালে প্রভাত ফেরির আয়োজন করা হয় জামুড়িয়ার চুরুলিয়া গ্রামে । চুরুলিয়া গ্রামে কবির মূর্তিতে মাল্যদান করা হয় । মাল্যদান করেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শুরু করে শিক্ষাকর্মীরা ও বুদ্ধিজীবিরা । এরপর নজরুলের প্রতীকী সমাধি এবং প্রমীলা দেবীর সমাধিতে মাল্যদান করা হয় । নজরুল অ্যাকাডেমির নজরুল মূর্তিতে মাল্যদান করে এদিনের অনুষ্ঠানের সূচনা হয় । বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, আসানসোল থেকে যাওয়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ এদিনের শোভাযাত্রায় অংশ নেন ।

নজরুল মেলা উপলক্ষে এদিন দেশ-বিদেশের মানুষ এসে জড়ো হয়েছেন চুরুলিয়া গ্রামে । শুধু আসানসোল নয়, রাজ্যের বিভিন্ন জেলা থেকে এমনকী বাংলাদেশের প্রচুর নজরুলপ্রেমীও চুরুলিয়ায় এসেছেন । গান, কবিতা, নাচ-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নজরুল জয়ন্তী উপলক্ষ্যে । এদিনের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন স্থানীয় শিল্পী থেকে শুরু করে কলকাতার নামকরা শিল্পীরা ৷

এই অনুষ্ঠান উপলক্ষেই তিন দিনের মেলার আয়োজন করা হয়েছে চুরুলিয়া গ্রামে । যদিও স্থানীয় বাসিন্দাদের মতে এই মেলা আগে সাত দিনের হত । কিন্তু এখন তিন দিনের মেলা হয় । তাই মন ভরে না । বিষয়টি স্বীকার করে নিয়েছেন কবি কাজী নজরুল ইসলামের ভাইপো তথা নজরুল অ্যাকাডেমির বর্তমান সভাপতি কাজী রেজাউল করিম । তিনি জানান, আর্থিক কারণেই সাত দিনের মেলাকে ছেঁটে তিন দিনের মেলা করতে বাধ্য হয়েছেন তাঁরা ।

আরও পড়ুন: ইংরাজি তারিখ দেখে নজরুলকে শ্রদ্ধা জানাতে গিয়ে চুরুলিয়ায় একা অগ্নিমিত্রা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.