দুর্গাপুর, 5 ডিসেম্বর: মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর বেদী থেকে গায়েব বীরসা মুন্ডার মূর্তি। স্থানীয় পঞ্চায়েত কার্যালয়ে স্থান পেয়েছে সেটি ৷ চরম অবমাননার অভিযোগ আদিবাসী সম্প্রদায়ের। দুর্গাপুরের কাঁকসার কুলডিহার এই ঘটনা প্রকাশ্যে আসতেই আদিবাসী মহলে ক্ষোভ সৃষ্টি হয়েছে ৷ যাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও (Birsa Munda Statue Controversy) ।
চলতি বছরের 15 নভেম্বর বীরসা মুন্ডার জন্মদিনের দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের আদিবাসী উৎসবের মঞ্চ থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন কাঁকসার কুলডিহায় বীরসা মুন্ডার পূর্ণবায়ব মূর্তি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ও আইন মন্ত্রী মলয় ঘটক। অনুষ্ঠানের মঞ্চে ছিলেন খোদ জেলাশাসক ও পুলিশ কমিশনারও । উদ্বোধনের একমাস যেতে না-যেতেই ফাঁকা শহিদ বেদী ৷ বেদী আছে কিন্তু গায়েব বীরসা মুন্ডার পূর্ণবায়ব মূর্তি । বেদী থেকে তা সরিয়ে অযত্নে রাখা পঞ্চায়েতের বারান্দায় । মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তড়িঘড়ি বীরসা মুন্ডার মূর্তি বসাতে গিয়ে তড়িঘড়ি অস্থায়ী মূর্তি করা হয় বলেও সূত্র মারফত জানা যাচ্ছে ।
আরও পড়ুন: নেতাদের জন্য দেশ নয়, মানুষের জন্য দেশ, কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
স্থানীয় আদিবাসীদের দাবি, উদ্বোধনের পর দিন থেকেই বিরসা মুন্ডার মূর্তি তাঁরা দেখতে পাচ্ছেন না । পঞ্চায়েতে রাখা হয়েছে বলেও তাদের অভিযোগ। কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েত প্রধান পীযূষ মুখোপাধ্যায় দাবি, মূর্তিটি তৈরির সময় কিছু গোলযোগ ছিল এবং নির্মাণ কাজের ক্ষেত্রেও ত্রুটি ছিল সেইজন্য কাঁকসা ব্লক প্রশাসন থেকে মূর্তি খুলে পঞ্চায়েত কার্যালয়ে রাখা হয়েছে । দ্রুত স্থায়ীভাবে করা হবে বীরসা মুন্ডার মূর্তি ৷