ETV Bharat / state

Coal Smuggling Case: লালার সঙ্গে লেনদেনের একচুল প্রমাণ করতে পারেনি সিবিআই, জামিন পেয়ে দাবি বিকাশ মিশ্রের - সিবিআই

অনুপ মাজি ওরফে লালার সঙ্গে তাঁর লেনদেনের একচুলও প্রমাণ করতে পারেনি সিবিআই ৷ কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র এমনই দাবি করলেন ৷

Bikash Mishra
Bikash Mishra
author img

By

Published : May 16, 2023, 12:19 PM IST

Updated : May 16, 2023, 3:07 PM IST

কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র

আসানসোল, 16 মে: সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 4 দিন সিবিআই হেফাজতের পরে আবারও শুনানির জন্য বিকাশ মিশ্রকে আসানসোল সিবিআই আদালতে নিয়ে যাওয়া হল । বেআইনি কয়লা পাচার মামলায় আগেই হাইকোর্ট তাঁকে জামিন দিয়েছিল । সুপ্রিম কোর্ট জানিয়েছিল, 4 দিনের সিবিআই হেফাজতের পর হাইকোর্টের রায় পুনর্বহাল থাকবে । মঙ্গলবার সেইমতো আসানসোল সিবিআই আদালত জামিন দিয়ে দিল বিকাশ মিশ্রকে । কোর্ট থেকে বেরনোর পথে বিকাশ মিশ্র জানান, "আমার বিরুদ্ধে মিথ্যে মামলা হয়েছে । একচুলও প্রমাণ নেই ।"

সিবিআইয়ের তলবে সম্প্রতি অনুপ মাজি ওরফে লালা গিয়েছিলেন সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে । খবরে প্রকাশ, সেখানে লালা এবং বিকাশ মিশ্রকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে । মঙ্গলবার কোর্ট থেকে বেরনোর পথে বিকাশ মিশ্র জানান, "আমিও সংবাদপত্রেই পড়েছি এটা । এর চেয়ে বেশি কিছু জানি না । আমি এও জানি না, এ বিষয়ে মন্তব্য করা কতটা আইনসম্মত ।"

আদৌ লালার সঙ্গে তাঁকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছিল কি না সে বিষয়ে ধোঁয়াশা রেখে দেন বিকাশ । তবে এ দিন নিজেকে নির্দোষ বলে দাবি করেন তিনি । পাশাপাশি বিকাশ মিশ্র বলেন, "আমি সিবিআইকে এই তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছি ।" আসানসোল সিবিআই আদালত থেকে বেরিয়ে মঙ্গলবার বিকাশ মিশ্র জানান, তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলা করা হয়েছে । তাঁর সঙ্গে অনুপ মাজি বা লালার লেনদেনের কোনও প্রমাণ এখনও পর্যন্ত সিবিআই দেখাতে পারেনি বলে দাবি করেন তিনি । তাঁর বিরুদ্ধে চার্জশিট হয়েছে কিন্তু সেখানেও তেমন কোনও প্রমাণ নেই বলে তিনি জানান । তাঁর অভিযোগ, তাঁর বিরুদ্ধে যা খুশি লিখে দেওয়া হয়েছে ।

তদন্ত সহযোগিতা করছেন কি না সে বিষয়ে বিকাশ মিশ্রকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "আমি প্রতি সপ্তাহেই যাই সিবিআই দফতরে । ওরা আমাকে ডাকে না । আমি নিজেই যাই । কারণ আমার আদালত আমাকে অর্ডার দিয়েছে । তাই আমি যাই । আমাকে আর কোনও প্রশ্ন করা হয় না । শুধুমাত্র ডায়েরিতে সই করিয়ে আমাকে ছেড়ে দেওয়া হয় । কিন্তু যেহেতু একটি আইনি পদ্ধতি চলছে, তাই সেই আইনি পদ্ধতি মেনেই আমি চলছি । তবে আমি নির্দোষ ।"

আরও পড়ুন: কয়লাপাচার কাণ্ডে শর্তসাপেক্ষে জামিন পেলেন বিকাশ মিশ্র

কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র

আসানসোল, 16 মে: সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 4 দিন সিবিআই হেফাজতের পরে আবারও শুনানির জন্য বিকাশ মিশ্রকে আসানসোল সিবিআই আদালতে নিয়ে যাওয়া হল । বেআইনি কয়লা পাচার মামলায় আগেই হাইকোর্ট তাঁকে জামিন দিয়েছিল । সুপ্রিম কোর্ট জানিয়েছিল, 4 দিনের সিবিআই হেফাজতের পর হাইকোর্টের রায় পুনর্বহাল থাকবে । মঙ্গলবার সেইমতো আসানসোল সিবিআই আদালত জামিন দিয়ে দিল বিকাশ মিশ্রকে । কোর্ট থেকে বেরনোর পথে বিকাশ মিশ্র জানান, "আমার বিরুদ্ধে মিথ্যে মামলা হয়েছে । একচুলও প্রমাণ নেই ।"

সিবিআইয়ের তলবে সম্প্রতি অনুপ মাজি ওরফে লালা গিয়েছিলেন সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে । খবরে প্রকাশ, সেখানে লালা এবং বিকাশ মিশ্রকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে । মঙ্গলবার কোর্ট থেকে বেরনোর পথে বিকাশ মিশ্র জানান, "আমিও সংবাদপত্রেই পড়েছি এটা । এর চেয়ে বেশি কিছু জানি না । আমি এও জানি না, এ বিষয়ে মন্তব্য করা কতটা আইনসম্মত ।"

আদৌ লালার সঙ্গে তাঁকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছিল কি না সে বিষয়ে ধোঁয়াশা রেখে দেন বিকাশ । তবে এ দিন নিজেকে নির্দোষ বলে দাবি করেন তিনি । পাশাপাশি বিকাশ মিশ্র বলেন, "আমি সিবিআইকে এই তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছি ।" আসানসোল সিবিআই আদালত থেকে বেরিয়ে মঙ্গলবার বিকাশ মিশ্র জানান, তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলা করা হয়েছে । তাঁর সঙ্গে অনুপ মাজি বা লালার লেনদেনের কোনও প্রমাণ এখনও পর্যন্ত সিবিআই দেখাতে পারেনি বলে দাবি করেন তিনি । তাঁর বিরুদ্ধে চার্জশিট হয়েছে কিন্তু সেখানেও তেমন কোনও প্রমাণ নেই বলে তিনি জানান । তাঁর অভিযোগ, তাঁর বিরুদ্ধে যা খুশি লিখে দেওয়া হয়েছে ।

তদন্ত সহযোগিতা করছেন কি না সে বিষয়ে বিকাশ মিশ্রকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "আমি প্রতি সপ্তাহেই যাই সিবিআই দফতরে । ওরা আমাকে ডাকে না । আমি নিজেই যাই । কারণ আমার আদালত আমাকে অর্ডার দিয়েছে । তাই আমি যাই । আমাকে আর কোনও প্রশ্ন করা হয় না । শুধুমাত্র ডায়েরিতে সই করিয়ে আমাকে ছেড়ে দেওয়া হয় । কিন্তু যেহেতু একটি আইনি পদ্ধতি চলছে, তাই সেই আইনি পদ্ধতি মেনেই আমি চলছি । তবে আমি নির্দোষ ।"

আরও পড়ুন: কয়লাপাচার কাণ্ডে শর্তসাপেক্ষে জামিন পেলেন বিকাশ মিশ্র

Last Updated : May 16, 2023, 3:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.