আসানসোল, 8 জুন : গরু পাচার কাণ্ডে বিকাশ মিশ্রের জামিন মঞ্জুর করল আসানসোল সিবিআই বিশেষ আদালত । বিকাশ মিশ্রের আইনজীবী সোমনাথ চট্টরাজ জানান, যেহেতু 90 দিনের বেশী জেল হেফাজতে রয়েছেন বিকাশ মিশ্র । তাই তার জামিনের আবেদন করা হলে বিচারক তার জামিন মঞ্জুর করেন (Bikash Mishra gets bail)। যদিও কয়লা কাণ্ডে বিকাশকে পুনরায় জেলেই যেতে হয় । তাই ছাড়া পাচ্ছে না বিকাশ মিশ্র । বেআইনি কয়লা মামলার মাঝেই গত 8 এপ্রিল বিকাশ মিশ্রকে আসানসোল সিবিআই আদালতে তোলা হলে সিবিআই তাকে গরু পাচার কাণ্ডে গ্রেফতারের জন্য আবেদন জানায়। বিচারক সেই আবেদন মঞ্জুর করেন ।
গরু পাচার কাণ্ডে গ্রেফতার করা হয় বিকাশ মিশ্রকে। গ্রেফতার করার পর বিকাশ মিশ্রকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল সিবিআই । সেই মতো বিচারক 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন । এর পরবর্তীকালে শুনানিতে বিকাশ মিশ্রের বারবার জামিনের আবেদন খারিজ করেছিলেন বিচারক । তাকে জেল হেফাজতে পাঠানো হয় । বুধবার গরু পাচার মামলায় শুনানি ছিল । বিকাশ মিশ্রের আইনজীবী জামিনের আর্জি জানান । বিচারক দুই পক্ষ শোনার পর শেষে গরু পাচার কাণ্ডে বিকাশ মিশ্রের জামিন মঞ্জুর করেন ।
আরও পড়ুন : অমিত সাহের মন্ত্রীত্বে কী করে বাড়ছে গরু পাচারের ঘটনা! জনস্বার্থ মামলা হাইকোর্টে
বিকাশ মিশ্রের আইনজীবী সোমনাথ চট্টরাজ বলেন, "বিকাশ মিশ্র 60 দিনের উপর জেল হেফাজতে আছেন । এই মামলায় যে সমস্ত আইনের ধারা যুক্ত, সেগুলির সাজার সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 10 বছর । এক্ষেত্রে আইন হচ্ছে একজন আসামী এই মামলায় অভিযুক্ত হয়ে গ্রেফতার হওয়ার পর তদন্তকারী সংস্থা 60 দিন পর্যন্ত চার্জশিট দিতে না পারে, সেক্ষেত্রে জামিন পাওয়া আসামীর অধিকার । আমরা তাই জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন । এই মামলায় তদন্তের জন্য বিকাশ মিশ্রকে সহযোগিতা করতে হবে । তাকে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই ।" যদিও কয়লা পাচার মামলায় পুনরায় জেলেই যেতে হল বিকাশ মিশ্রকে ।