ETV Bharat / state

আগে ওঁরা ছিলেন ভালো ইনফরমার : মুনমুন - MUNMUN SEN

"কলকাতায় এতদিন ধরে যতজন বিহারি পুলিশের ইনফরমার হয়ে কাজ করতেন তাঁদের সুনাম ছিল। এখন আর সেসব নেই।" মন্তব্য মুনমুন সেনের।

মুনমুন সেন
author img

By

Published : Mar 24, 2019, 9:50 PM IST

Updated : Mar 24, 2019, 10:13 PM IST

আসানসোল, 24 মার্চ : বিহারিদের ইনফরমার বলে বিতর্কে জড়ালেন আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন। বলেন, "কলকাতায় এতদিন ধরে যতজন বিহারি পুলিশের ইনফরমার হয়ে কাজ করতেন তাঁদের সুনাম ছিল।"

রানিগঞ্জের অমৃতনগরে আজ জনসভায় আসেন মুনমুন সেন। এলাকাটি হিন্দিভাষী তাই বহু বিহারিও রয়েছেন। স্থানীয়দের প্রথমে বাঙালি বলে সম্বোধন করেন মুনমুন সেন। পরে বলেন, "এতদিন কলকাতায় যতজন বিহারি পুলিশের ইনফরমার হয়ে কাজ করতেন তাঁদের সুনাম ছিল। কিন্তু, আজ আর সেই সুনাম নেই। আগে তাঁরা ধুতি, কুর্তা পরে জিপে বসে থাকতেন। আজকাল আর আগের মতো তাঁদের পাওয়া যায় না। ফলে পুলিশও অনেক সমস্যায় পড়েছে।"

ভিডিয়োয় শুনুন মুনমুন সেনের বক্তব্য

বিহারিদের পুলিশের ইনফরমার বলে মুনমুনের বেফাঁস মন্তব্যে আপত্তি জানিয়েছে স্থানীয়দের একাংশের। এর প্রভাব কি লোকসভা নির্বাচনে আদৌ পড়বে, জল্পনা রাজনৈতিক মহলে।

আসানসোল, 24 মার্চ : বিহারিদের ইনফরমার বলে বিতর্কে জড়ালেন আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন। বলেন, "কলকাতায় এতদিন ধরে যতজন বিহারি পুলিশের ইনফরমার হয়ে কাজ করতেন তাঁদের সুনাম ছিল।"

রানিগঞ্জের অমৃতনগরে আজ জনসভায় আসেন মুনমুন সেন। এলাকাটি হিন্দিভাষী তাই বহু বিহারিও রয়েছেন। স্থানীয়দের প্রথমে বাঙালি বলে সম্বোধন করেন মুনমুন সেন। পরে বলেন, "এতদিন কলকাতায় যতজন বিহারি পুলিশের ইনফরমার হয়ে কাজ করতেন তাঁদের সুনাম ছিল। কিন্তু, আজ আর সেই সুনাম নেই। আগে তাঁরা ধুতি, কুর্তা পরে জিপে বসে থাকতেন। আজকাল আর আগের মতো তাঁদের পাওয়া যায় না। ফলে পুলিশও অনেক সমস্যায় পড়েছে।"

ভিডিয়োয় শুনুন মুনমুন সেনের বক্তব্য

বিহারিদের পুলিশের ইনফরমার বলে মুনমুনের বেফাঁস মন্তব্যে আপত্তি জানিয়েছে স্থানীয়দের একাংশের। এর প্রভাব কি লোকসভা নির্বাচনে আদৌ পড়বে, জল্পনা রাজনৈতিক মহলে।

sample description
Last Updated : Mar 24, 2019, 10:13 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.