ETV Bharat / state

মানকরে বিধানচন্দ্র রায়ের মূর্তি ভেঙে গুঁড়িয়ে দিল দুষ্কৃতীরা - মানকরে বিধান চন্দ্র রায়ের মূর্তি

প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা । মানকর স্টেশনের কাছে দীর্ঘদিন আগে প্রতিষ্ঠা করা হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের মূর্তি । আজ সকালে দেখা যায় সেই মূর্তি নেই ।

দেখুন
author img

By

Published : Nov 17, 2019, 10:21 AM IST

Updated : Nov 17, 2019, 3:15 PM IST

মানকর, 17 নভেম্বর : মানকরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা । মানকর স্টেশনের কাছে দীর্ঘদিন আগে প্রতিষ্ঠা করা হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের মূর্তি । আজ সকালে দেখা যায় সেই মূর্তি নেই । কে বা কারা মূ্র্তি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে । রাস্তাজুড়ে ছড়িয়ে রয়েছে মূর্তির অংশ । এরপর বুদবুদ থানার অভিযোগ দায়ের করে স্থানীয় কংগ্রেস কর্মীরা ।

পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের নেতা দেবেশ চক্রবর্তীর অভিযোগ, "রাজ্যজুড়ে এক সাম্প্রদায়িক শক্তি বেছে বেছে বাঙালি মনীষীদের মূর্তি নষ্ট করছে । শুধু আমাদের রাজ্যে নয় ভিন রাজ্যেও বাঙালি মনীষীদের মূর্তি ভাঙা হচ্ছে । এই সংস্কৃতি বাংলায় ছিল না । এক সাম্প্রদায়িক শক্তির হাত ধরে এই অপসংস্কৃতি বাংলায় এল । প্রশাসনের কাছে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছি ।" এই ঘটনার প্রতিবাদে মানকর রোড অবরোধ করে কংগ্রেস নেতাকর্মীদের ।

দেখুন ভিডিয়ো...

এদিকে স্থানীয় BJP নেতা মানস তিওয়ারি বলেন," এই ঘৃণ্য কাজের সাথে BJP কোনওভাবেই যুক্ত নয় । দেশের মানুষ দেখতে পাচ্ছেন BJP গান্ধিজির, নেতাজির প্রতি কতটা সম্মান দেখাচ্ছে । দেশের মনীষীরা কোন রাজনৈতিক আদর্শে বিশ্বাসী ছিলেন তা BJP দেখে না । এই নিন্দনীয় কাজে যারা যুক্ত তাদের গ্রেপ্তারের দাবি আমরাও জানাচ্ছি।"

এদিকে এই ঘটনায় মানকরজুড়ে নিন্দার ঝড় । প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের মূর্তি ভাঙা নিয়ে সরব হয়েছে মানকরের বাসিন্দারা ।

মানকর, 17 নভেম্বর : মানকরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা । মানকর স্টেশনের কাছে দীর্ঘদিন আগে প্রতিষ্ঠা করা হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের মূর্তি । আজ সকালে দেখা যায় সেই মূর্তি নেই । কে বা কারা মূ্র্তি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে । রাস্তাজুড়ে ছড়িয়ে রয়েছে মূর্তির অংশ । এরপর বুদবুদ থানার অভিযোগ দায়ের করে স্থানীয় কংগ্রেস কর্মীরা ।

পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের নেতা দেবেশ চক্রবর্তীর অভিযোগ, "রাজ্যজুড়ে এক সাম্প্রদায়িক শক্তি বেছে বেছে বাঙালি মনীষীদের মূর্তি নষ্ট করছে । শুধু আমাদের রাজ্যে নয় ভিন রাজ্যেও বাঙালি মনীষীদের মূর্তি ভাঙা হচ্ছে । এই সংস্কৃতি বাংলায় ছিল না । এক সাম্প্রদায়িক শক্তির হাত ধরে এই অপসংস্কৃতি বাংলায় এল । প্রশাসনের কাছে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছি ।" এই ঘটনার প্রতিবাদে মানকর রোড অবরোধ করে কংগ্রেস নেতাকর্মীদের ।

দেখুন ভিডিয়ো...

এদিকে স্থানীয় BJP নেতা মানস তিওয়ারি বলেন," এই ঘৃণ্য কাজের সাথে BJP কোনওভাবেই যুক্ত নয় । দেশের মানুষ দেখতে পাচ্ছেন BJP গান্ধিজির, নেতাজির প্রতি কতটা সম্মান দেখাচ্ছে । দেশের মনীষীরা কোন রাজনৈতিক আদর্শে বিশ্বাসী ছিলেন তা BJP দেখে না । এই নিন্দনীয় কাজে যারা যুক্ত তাদের গ্রেপ্তারের দাবি আমরাও জানাচ্ছি।"

এদিকে এই ঘটনায় মানকরজুড়ে নিন্দার ঝড় । প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের মূর্তি ভাঙা নিয়ে সরব হয়েছে মানকরের বাসিন্দারা ।

Intro:বুদবুদের মানকর স্টেশনের কাছে দীর্ঘদিন আগে প্রতিষ্ঠা করা রাজ্যের প্রয়াত ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায়ের মূর্তি ভাঙলো দুষ্কৃতীরা বলে অভিযোগ।রাতের অন্ধকারে এই ঘটনা ঘটায় তারা। বুদবুদ থানার পুলিশের কাছে অভিযোগ জানায় কংগ্রেস কর্মীরা। কংগ্রেস নেতা দেবের চক্রবর্তীর অভিযোগ ""রাজ্যজুড়ে এক সাম্প্রদায়িক শক্তি বেছে বেছে বাঙালি মনীষীদের মূর্তি বিনষ্ট করছে। শুধু আমাদের রাজ্যে নয় ভিন রাজ্যেও বাঙালি মনীষীদের মূর্তি ভাঙ্গা হচ্ছে। এই সংস্কৃতি বাংলায় ছিল না। এক সাম্প্রদায়িক শক্তির হাত ধরে এই অপসংস্কৃতি বাংলায় এলো। আমরা প্রতিবাদে মানকর- বর্ধমান যাওয়ার রাস্তা অবরোধ করব। দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছি।""Body:গConclusion:হ
Last Updated : Nov 17, 2019, 3:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.