মানকর, 17 নভেম্বর : মানকরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা । মানকর স্টেশনের কাছে দীর্ঘদিন আগে প্রতিষ্ঠা করা হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের মূর্তি । আজ সকালে দেখা যায় সেই মূর্তি নেই । কে বা কারা মূ্র্তি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে । রাস্তাজুড়ে ছড়িয়ে রয়েছে মূর্তির অংশ । এরপর বুদবুদ থানার অভিযোগ দায়ের করে স্থানীয় কংগ্রেস কর্মীরা ।
পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের নেতা দেবেশ চক্রবর্তীর অভিযোগ, "রাজ্যজুড়ে এক সাম্প্রদায়িক শক্তি বেছে বেছে বাঙালি মনীষীদের মূর্তি নষ্ট করছে । শুধু আমাদের রাজ্যে নয় ভিন রাজ্যেও বাঙালি মনীষীদের মূর্তি ভাঙা হচ্ছে । এই সংস্কৃতি বাংলায় ছিল না । এক সাম্প্রদায়িক শক্তির হাত ধরে এই অপসংস্কৃতি বাংলায় এল । প্রশাসনের কাছে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছি ।" এই ঘটনার প্রতিবাদে মানকর রোড অবরোধ করে কংগ্রেস নেতাকর্মীদের ।
এদিকে স্থানীয় BJP নেতা মানস তিওয়ারি বলেন," এই ঘৃণ্য কাজের সাথে BJP কোনওভাবেই যুক্ত নয় । দেশের মানুষ দেখতে পাচ্ছেন BJP গান্ধিজির, নেতাজির প্রতি কতটা সম্মান দেখাচ্ছে । দেশের মনীষীরা কোন রাজনৈতিক আদর্শে বিশ্বাসী ছিলেন তা BJP দেখে না । এই নিন্দনীয় কাজে যারা যুক্ত তাদের গ্রেপ্তারের দাবি আমরাও জানাচ্ছি।"
এদিকে এই ঘটনায় মানকরজুড়ে নিন্দার ঝড় । প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের মূর্তি ভাঙা নিয়ে সরব হয়েছে মানকরের বাসিন্দারা ।