ETV Bharat / state

sold girl returns home after 20 years: দালালের খপ্পরে পড়ে বিক্রি জলন্ধরে, 20 বছর পর বাড়ি ফিরল ক্যানিং-এর কন্যা

দালালের খপ্পরে পড়ে জলন্ধরে বিক্রি হয়ে গিয়েছিল ক্যানিং (South 24 parganas news)-এর নাবালিকা ৷ 20 বছর পর সে আসানসোলের এক দম্পতির সাহায্যে বাড়ি ফিরল (sold girl returns home after 20 years)৷

bengal-girl-sold-in-jalandhar-returns-home-after-20-years
দালালের খপ্পরে পড়ে বিক্রি জলন্ধরে, 20 বছর পর বাড়ি ফিরল ক্যানিং-এর কন্যা
author img

By

Published : Dec 10, 2021, 3:44 PM IST

আসানসোল, 10 ডিসেম্বর: নাবালিকা অবস্থায় এক দালালের খপ্পরে পড়ে বিক্রি (women trafficking) হয়ে গিয়েছিল ক্যানিংয়ের মেয়েটি (sold girl returns home after 20 years)। তারপর থেকে আর পরিবারের সঙ্গে যোগাযোগ হয়নি । জলন্ধরের এক ব্যবসায়ীর বাড়িতে ঠাঁই হয়েছিল । তখন থেকে তাঁর বাড়িতেই পরিচারিকার কাজ করত ৷ থাকত সেখানেই ৷ সম্প্রতি আসানসোলের এক দম্পতির সঙ্গে তার আলাপ হয় । তাঁদের চেষ্টাতেই 20 বছর পর বাড়ি ফিরল পাচার হয়ে যাওয়া মেয়েটি ।

দক্ষিণ 24 পরগনার (South 24 parganas news) ক্যানিং থানার বাসিন্দা মেয়েটি । নাবালিকা থাকাকালীন এক দালালের খপ্পরে পড়ে সে বিক্রি হয়ে গিয়েছিল জলন্ধরে । তারপর থেকেই সেখানকার এক ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার কাজ করত । সম্প্রতি আসানসোলের কুলটি সাঁকতোড়িয়া এলাকার দম্পতি রাজেশ ভুইয়াঁ ও তাঁর স্ত্রী সুলেখা ওই ব্যবসায়ীর কাছে কাজ করতে যান । তাঁদের কাছেই বাড়ি ফেরার ইচ্ছের কথা জানান ক্যানিং-এর মেয়েটি ৷ তিনি যে ব্যবসায়ীর কাছে কাজ করতেন, তিনিও রাজি হয়ে যান । এরপর রাজেশ ও সুলেখা কুলটিতে বাউরি সমাজ সংগঠনকে বিষয়টি জানান । ওই সংগঠন কুলটি থানার পুলিশকে মেয়েটির বাড়ির ঠিকানা দেয় । পুলিশ যোগাযোগ করে মেয়েটির পরিবারের সঙ্গে ।

আরও পড়ুন: Women Trafficking: পাচার রুখে 5 মহিলাকে দিল্লি থেকে উদ্ধার সুন্দরবন পুলিশের

রাজেশ ও সুলেখাই মেয়েটিকে নিয়ে কুলটিতে ফেরেন । তারপর তাঁকে ক্যানিংয়ে নিয়ে যায় বাউরি সমাজ । বাড়ি ফিরে অভিমানী যুবতী বলেছেন, সেই সময় পরিবার তাঁর খোঁজ করেনি । ওই দালালকে ধরলে নিশ্চয়ই তাঁকে পাওয়া যেত । অভাবের জন্যই হয়তো পরিবারও আর খোঁজ নেয়নি বলে ধারণা তাঁর । রোজগারের জন্য আবার জলন্ধরে ফিরবেন কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি । তবে আপাতত তিনি চান পরিবারের সঙ্গে আনন্দে ক'দিন কাটাতে ।

আরও পড়ুন: প্রেমের টোপ দিয়ে নারী পাচার, গ্রেপ্তার অভিযুক্ত

আসানসোল, 10 ডিসেম্বর: নাবালিকা অবস্থায় এক দালালের খপ্পরে পড়ে বিক্রি (women trafficking) হয়ে গিয়েছিল ক্যানিংয়ের মেয়েটি (sold girl returns home after 20 years)। তারপর থেকে আর পরিবারের সঙ্গে যোগাযোগ হয়নি । জলন্ধরের এক ব্যবসায়ীর বাড়িতে ঠাঁই হয়েছিল । তখন থেকে তাঁর বাড়িতেই পরিচারিকার কাজ করত ৷ থাকত সেখানেই ৷ সম্প্রতি আসানসোলের এক দম্পতির সঙ্গে তার আলাপ হয় । তাঁদের চেষ্টাতেই 20 বছর পর বাড়ি ফিরল পাচার হয়ে যাওয়া মেয়েটি ।

দক্ষিণ 24 পরগনার (South 24 parganas news) ক্যানিং থানার বাসিন্দা মেয়েটি । নাবালিকা থাকাকালীন এক দালালের খপ্পরে পড়ে সে বিক্রি হয়ে গিয়েছিল জলন্ধরে । তারপর থেকেই সেখানকার এক ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার কাজ করত । সম্প্রতি আসানসোলের কুলটি সাঁকতোড়িয়া এলাকার দম্পতি রাজেশ ভুইয়াঁ ও তাঁর স্ত্রী সুলেখা ওই ব্যবসায়ীর কাছে কাজ করতে যান । তাঁদের কাছেই বাড়ি ফেরার ইচ্ছের কথা জানান ক্যানিং-এর মেয়েটি ৷ তিনি যে ব্যবসায়ীর কাছে কাজ করতেন, তিনিও রাজি হয়ে যান । এরপর রাজেশ ও সুলেখা কুলটিতে বাউরি সমাজ সংগঠনকে বিষয়টি জানান । ওই সংগঠন কুলটি থানার পুলিশকে মেয়েটির বাড়ির ঠিকানা দেয় । পুলিশ যোগাযোগ করে মেয়েটির পরিবারের সঙ্গে ।

আরও পড়ুন: Women Trafficking: পাচার রুখে 5 মহিলাকে দিল্লি থেকে উদ্ধার সুন্দরবন পুলিশের

রাজেশ ও সুলেখাই মেয়েটিকে নিয়ে কুলটিতে ফেরেন । তারপর তাঁকে ক্যানিংয়ে নিয়ে যায় বাউরি সমাজ । বাড়ি ফিরে অভিমানী যুবতী বলেছেন, সেই সময় পরিবার তাঁর খোঁজ করেনি । ওই দালালকে ধরলে নিশ্চয়ই তাঁকে পাওয়া যেত । অভাবের জন্যই হয়তো পরিবারও আর খোঁজ নেয়নি বলে ধারণা তাঁর । রোজগারের জন্য আবার জলন্ধরে ফিরবেন কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি । তবে আপাতত তিনি চান পরিবারের সঙ্গে আনন্দে ক'দিন কাটাতে ।

আরও পড়ুন: প্রেমের টোপ দিয়ে নারী পাচার, গ্রেপ্তার অভিযুক্ত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.