দুর্গাপুর, 11 এপ্রিল : এক ব্যবসায়ীর বাড়িতে বোমা ছোড়ার ঘটনা ঘটল ৷ পাণ্ডবেশ্বর বিধানসভার পাঠশাওড়া গ্রামের ঘটনা ৷ তবে কে বে কারা এই ঘটনার জন্য দায়ী তা জানা যায়নি ৷ যদিও ঘটনায় তৃণমূল ও বিজেপি উভয় দলই একে অপরকে দোষারোপ করছে ৷
শনিবার চতুর্থ দফার ভোটে দিনভর উত্তপ্ত থেকেছে রাজ্য ৷ রক্তস্নাত হয়েছে কোচবিহার ৷ কোথাও হয়েছে ইভিএম বিভ্রাট ৷ তার মধ্যে গতকাল দুর্গাপুরের এক ব্যবসায়ীর বাড়িতে বোমা ছোড়ার ঘটনায় উত্তাপ ছড়িয়েছে এলাকায় ৷ ব্যবসায়ীর নাম প্রদীপ মণ্ডল ৷ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷ তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলে জানিয়েছেন প্রদীপবাবু ৷
খবর পেয়ে ঘটনাস্থানে যান পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি ৷ তিনি বলেন, "আমি বারবার বলছি শাসকদলের কিছু নেতা বীরভুমের কিছু দুষ্কৃতীদের নিয়ে এসেছে ৷ ভোটের সময় এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্যই তারা এই ঘটনা ঘটাচ্ছে ৷ আজ আমাদের এখানে শক্তিকেন্দ্রের পক্ষ থেকে মিছিল আছে । তার আগে আতঙ্কের পরিস্থিতি তৈরি করতে এই বোমাবাজি ।"
অন্যদিকে পান্ডবেশ্বরের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন," আমি এই ঘটনার সিআইডি তদন্ত চাই ৷ তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে ৷ "
আরও পড়ুন : বারুদের স্তুপের উপরই বসে ছিল কোচবিহার