গলসি, 21 মার্চ : তপশিলী জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষিত গলসি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার সারলেন বিজেপি প্রার্থী তপন বাগদি ৷ শনিবার দলের নেতা-কর্মীদের নিয়ে জাঁকজমক করে প্রচার শুরু করলেন তিনি ৷
গতকাল বিকেলে গলসির বিদবিহারের কাজলডিহি এলাকায় বিজেপির পক্ষ থেকে এক পদযাত্রার আয়োজন করা হয় ৷ প্রায় শ'খানেক বিজেপি কর্মী সেই পদযাত্রায় পা মেলান ৷ পদ৷যাত্রায় " হরে কৃষ্ণ হরে হরে , বিজেপি ঘরে ঘরে " স্লোগানে তুলে তপনবাবুকে ভোট দেওয়ার আবেদন জানান দলের কর্মীরা ৷ পদযাত্রা শেষে তপন বাগদিকে মালা পড়িয়ে সম্বর্ধনা দেয় বিজেপি কর্মী সমর্থকরা ৷
এই নির্বাচনে বিপুল ভোটে জিতবেন বলে দাবি করেন বিজেপি প্রার্থী ৷
আরও পড়ুন : আজ এগরার শাহী সভাতেই বিজেপিতে যোগ শিশিরের