ETV Bharat / state

Asansol By Poll Result : শনিবার ফল গণনা, ফুটবে কোন ফুল উত্তেজনায় ফুটছে আসানসোল

2019 লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন বাবুল সুপ্রিয় ৷ পরে বিজেপি থেকে তৃণমূলে এসে বাবুল এই কেন্দ্রের সাংসদ পদে ইস্তফা দেন ৷ সেকারণেই এই উপনির্বাচন আসানসোলে (Asansol By Poll)

asansol by poll
ফুটবে কোন ফুল উত্তেজনায় ফুটছে আসানসোল
author img

By

Published : Apr 15, 2022, 10:59 PM IST

আসানসোল, 15 এপ্রিল : শনিবার ভোট গণনা আসানসোল লোকসভা উপনির্বাচনের (result of Asansol By Poll) ৷ তার আগের দিন তাই শেষ মুহূর্তের উত্তেজনা কাজ করছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মী-সমর্থকদের মধ্যে ৷ তথ্য বলছে, আসোনসোল লোকসভা আসনে একবারও জিততে পারেনি তৃণমূল ৷ এই নির্বাচনে তাই জিততে মরিয়ে ঘাসফুল শিবির ৷ 2019 লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে জিতেছিলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ৷ কিন্তু কেন্দ্রে মন্ত্রিত্ব চলে যাওয়ার পর বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন, ইস্তফা দেন আসানসোলের সাংসদ পদেও ৷ সেই কারণেই এবার উপনির্বাচন হচ্ছে আসানসোল লোকসভা কেন্দ্রে (Asansol By Poll 2022) ৷

2019 লোকসভা নির্বাচনে এই আসন থেকে 1 লক্ষ 97 হাজার 637 ভোটে জয়ী হয়েছিলেন বাবুল সুপ্রিয় । বাবুলের প্রাপ্ত ভোট ছিল 6 লক্ষ 33 হাজার 378 । অন্যদিকে তৃণমূল প্রার্থী মুনমুন সেন পেয়েছিলেন 4 লক্ষ 35 হাজার 741টি ভোট । কিন্তু মজার ব্যাপার 2014 সালের লোকসভা নির্বাচনের দিকে যদি তাকানো যায়, সেসময় বাবুল সুপ্রিয় পেয়েছিলেন 4 লক্ষ 19 হাজার 983টি ভোট । অর্থাৎ বাবুল সুপ্রিয় 2014 সালে যে ভোট পেয়েছিলেন, মুনমুন সেন তার তুলনায় কিন্তু বেশি ভোট পেয়েছেন 2019 সালে । এক্ষেত্রে ফ্যাক্টর হয়েছিল বাম ভোট ।

আরও পড়ুন : ডান্ডা মেরে ঠান্ডা করে দেব, বিরোধীদের হুমকি তৃণমূল নেতার

2014 সালে সিপিআইএম প্রার্থী বংশগোপাল চৌধুরী পেয়েছিলেন 2 লক্ষ 55 হাজার 829টি ভোট । 2019 সালে বাম প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের প্রাপ্ত ভোট সেখান থেকে নেমে আসে মাত্র 87 হাজার 608 ভোটে ৷ অর্থাৎ 2019 সালে বামেদের ভোটের একাংশ সুইং হয়ে বিজেপির দিকে চলে গিয়েছিল । এই উপনির্বাচনে তাই বামেদের ভোট একটা বড় ফ্যাক্টর তৃণমূলের কাছে । বাম যুব আন্দোলনের অন্যতম নেতা তথা শ্রমিক আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত পার্থ মুখোপাধ্যায় এবার সিপিআইএমের প্রার্থী। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় বাম ছাত্র-যুবদের রেড ভলান্টিয়ার মানুষের পাশে থেকে অনেকটাই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পেরেছিল ৷ কলকাতা পৌরনিগমের ভোট-সহ বেশ কয়েকটি পৌরসভার ভোটে সম্প্রতি বামেদের ভোট ফের তাদের ঘরে ফেরার ইঙ্গিত মিলেছে ৷ সে ক্ষেত্রে আসানসোলে বামেদের পুরনো ভোট যদি তাদের ঘরে ফেরে তাহলে কঠিন লড়াইয়ে মুখোমুখি হতে পারে বিজেপিকে ।

অন্যদিকে 2021 বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে তাকালে দেখা যাবে এই লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস ৷ বিজেপি জিতেছিল শুধুমাত্র কুলটি এবং আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ৷ এই সাত বিধানসভা কেন্দ্রের 2021 সালের মোট ফলাফল অনুযায়ী প্রায় 60 হাজার ভোটে আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূলের থেকে পিছিয়ে রয়েছে বিজেপি ৷ 2014 ও 2019 লোকসভা ভোটে বিজেপির পক্ষে প্রধানমন্ত্রীর নামে যে মোদি হাওয়া ছিল তা অনেকটাই স্তিমিত বর্তমানে ৷ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি মানুষের মনে ক্ষোভের সঞ্চারও করেছে ৷ সে ক্ষেত্রে মোদি হাওয়া এবার বিশেষভাবে কাজ করবে না বলেই মনে করছে রাজনৈতিকমহল ।

আরও পড়ুন : গলায় গামছা দিয়ে হাঁসখালিতে গিয়ে ক্ষমা চেয়ে আসুন, মমতাকে আক্রমণ শুভেন্দুর

তবে স্থানীয় দিক দিয়ে দেখলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা'র বেশ কিছুটা এগিয়ে । কারণ তিনি বারে বারে প্রচারে তাঁর ঘরের মেয়ে হওয়ার বিষয়টি তুলে ধরেছেন ৷ তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা বহিরাগত এই বিষয়টিও বারবার উঠে এসেছে বিজেপির প্রচারে ৷ তবে রাজনৈতিক মহল মনে করছে তৃণমূল কংগ্রেসও বুঝেশুনেই দাবার ঘুঁটি করেছে শত্রুঘ্ন সিনহাকে ৷ হিন্দিভাষী ভোটারদের বেশকিছুটা ভোট তার দিকেও আসতে পারে ৷ তবে আসানসোলের সদ্য সমাপ্ত পৌরভোটে তৃণমূলের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগও উঠেছে ৷ বিষয়টি নিয়ে যদি মানুষের মনে কোনও ক্ষোভ থেকে থাকে এবং সেই ক্ষোভ যদি ভোট বাক্সে প্রতিফলিত হয় সেক্ষেত্রে বিজেপি জয়ের হাসি হাসতেও পারে ৷ আপাতদৃষ্টিতে কিন্তু আসানসোলে এবারের লড়াই হচ্ছে কাঁটায় কাঁটায় ৷

আসানসোল, 15 এপ্রিল : শনিবার ভোট গণনা আসানসোল লোকসভা উপনির্বাচনের (result of Asansol By Poll) ৷ তার আগের দিন তাই শেষ মুহূর্তের উত্তেজনা কাজ করছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মী-সমর্থকদের মধ্যে ৷ তথ্য বলছে, আসোনসোল লোকসভা আসনে একবারও জিততে পারেনি তৃণমূল ৷ এই নির্বাচনে তাই জিততে মরিয়ে ঘাসফুল শিবির ৷ 2019 লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে জিতেছিলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ৷ কিন্তু কেন্দ্রে মন্ত্রিত্ব চলে যাওয়ার পর বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন, ইস্তফা দেন আসানসোলের সাংসদ পদেও ৷ সেই কারণেই এবার উপনির্বাচন হচ্ছে আসানসোল লোকসভা কেন্দ্রে (Asansol By Poll 2022) ৷

2019 লোকসভা নির্বাচনে এই আসন থেকে 1 লক্ষ 97 হাজার 637 ভোটে জয়ী হয়েছিলেন বাবুল সুপ্রিয় । বাবুলের প্রাপ্ত ভোট ছিল 6 লক্ষ 33 হাজার 378 । অন্যদিকে তৃণমূল প্রার্থী মুনমুন সেন পেয়েছিলেন 4 লক্ষ 35 হাজার 741টি ভোট । কিন্তু মজার ব্যাপার 2014 সালের লোকসভা নির্বাচনের দিকে যদি তাকানো যায়, সেসময় বাবুল সুপ্রিয় পেয়েছিলেন 4 লক্ষ 19 হাজার 983টি ভোট । অর্থাৎ বাবুল সুপ্রিয় 2014 সালে যে ভোট পেয়েছিলেন, মুনমুন সেন তার তুলনায় কিন্তু বেশি ভোট পেয়েছেন 2019 সালে । এক্ষেত্রে ফ্যাক্টর হয়েছিল বাম ভোট ।

আরও পড়ুন : ডান্ডা মেরে ঠান্ডা করে দেব, বিরোধীদের হুমকি তৃণমূল নেতার

2014 সালে সিপিআইএম প্রার্থী বংশগোপাল চৌধুরী পেয়েছিলেন 2 লক্ষ 55 হাজার 829টি ভোট । 2019 সালে বাম প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের প্রাপ্ত ভোট সেখান থেকে নেমে আসে মাত্র 87 হাজার 608 ভোটে ৷ অর্থাৎ 2019 সালে বামেদের ভোটের একাংশ সুইং হয়ে বিজেপির দিকে চলে গিয়েছিল । এই উপনির্বাচনে তাই বামেদের ভোট একটা বড় ফ্যাক্টর তৃণমূলের কাছে । বাম যুব আন্দোলনের অন্যতম নেতা তথা শ্রমিক আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত পার্থ মুখোপাধ্যায় এবার সিপিআইএমের প্রার্থী। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় বাম ছাত্র-যুবদের রেড ভলান্টিয়ার মানুষের পাশে থেকে অনেকটাই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পেরেছিল ৷ কলকাতা পৌরনিগমের ভোট-সহ বেশ কয়েকটি পৌরসভার ভোটে সম্প্রতি বামেদের ভোট ফের তাদের ঘরে ফেরার ইঙ্গিত মিলেছে ৷ সে ক্ষেত্রে আসানসোলে বামেদের পুরনো ভোট যদি তাদের ঘরে ফেরে তাহলে কঠিন লড়াইয়ে মুখোমুখি হতে পারে বিজেপিকে ।

অন্যদিকে 2021 বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে তাকালে দেখা যাবে এই লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস ৷ বিজেপি জিতেছিল শুধুমাত্র কুলটি এবং আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ৷ এই সাত বিধানসভা কেন্দ্রের 2021 সালের মোট ফলাফল অনুযায়ী প্রায় 60 হাজার ভোটে আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূলের থেকে পিছিয়ে রয়েছে বিজেপি ৷ 2014 ও 2019 লোকসভা ভোটে বিজেপির পক্ষে প্রধানমন্ত্রীর নামে যে মোদি হাওয়া ছিল তা অনেকটাই স্তিমিত বর্তমানে ৷ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি মানুষের মনে ক্ষোভের সঞ্চারও করেছে ৷ সে ক্ষেত্রে মোদি হাওয়া এবার বিশেষভাবে কাজ করবে না বলেই মনে করছে রাজনৈতিকমহল ।

আরও পড়ুন : গলায় গামছা দিয়ে হাঁসখালিতে গিয়ে ক্ষমা চেয়ে আসুন, মমতাকে আক্রমণ শুভেন্দুর

তবে স্থানীয় দিক দিয়ে দেখলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা'র বেশ কিছুটা এগিয়ে । কারণ তিনি বারে বারে প্রচারে তাঁর ঘরের মেয়ে হওয়ার বিষয়টি তুলে ধরেছেন ৷ তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা বহিরাগত এই বিষয়টিও বারবার উঠে এসেছে বিজেপির প্রচারে ৷ তবে রাজনৈতিক মহল মনে করছে তৃণমূল কংগ্রেসও বুঝেশুনেই দাবার ঘুঁটি করেছে শত্রুঘ্ন সিনহাকে ৷ হিন্দিভাষী ভোটারদের বেশকিছুটা ভোট তার দিকেও আসতে পারে ৷ তবে আসানসোলের সদ্য সমাপ্ত পৌরভোটে তৃণমূলের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগও উঠেছে ৷ বিষয়টি নিয়ে যদি মানুষের মনে কোনও ক্ষোভ থেকে থাকে এবং সেই ক্ষোভ যদি ভোট বাক্সে প্রতিফলিত হয় সেক্ষেত্রে বিজেপি জয়ের হাসি হাসতেও পারে ৷ আপাতদৃষ্টিতে কিন্তু আসানসোলে এবারের লড়াই হচ্ছে কাঁটায় কাঁটায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.