কুলটি, 29 অক্টোবর: গত 8 দিন ধরে নিখোঁজ থাকার পর উদ্ধার কুলটির বরাকরের বাসিন্দা এক যুবকের দেহ । শনিবার ঝাড়খণ্ডের চিরকুন্ডা থানার অন্তর্গত নতুনগ্রাম এলাকার জঙ্গল থেকে উদ্ধার হয় ওই যুবকের মৃতদেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অর্জুন কুরেশি (26)। এই ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, অপহরণ করে খুন করা হয়েছে ওই যুবককে । খুনের নেপথ্যে প্রণয়জনিত কোনও বিষয় আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
কুলটি থানার বরাকর ফাঁড়ির অন্তর্গত বরাকরের বাসিন্দা ছিলেন অর্জুন। গত 21 অক্টোবর 55 হাজার টাকা নিয়ে গরু কিনতে তিনি মাইথনের উদ্দেশ্যে বেরিয়েছিলেন বলে জানায় তাঁর পরিবার ৷ তারপর থেকেই তাঁর আর কোনও খোঁজ নেই। পরিবারের লোকেরা বারবার ফোন করলেও ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি।
নিখোঁজ হওয়ার দিন তিনেক পর হঠাৎ অর্জুনের ফোন পায় পরিবার। পরিবার সূত্রে জানা গিয়েছে, ফোন করার সময় তিনি ভীত ছিলেন। তাঁর কথা থেকেই বিষয়টি স্পষ্ট বোঝা গিয়েছিল। অর্জুন বারবার বলছিলেন, তাঁকে একটি ঘরে বেঁধে রাখা হয়েছে। এরপর বরাকর ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। ছেলের সঙ্গে ফোনে কী কী কথা হয়েছে তা বরাকর ফাঁড়ির পুলিশকে জানিয়েছিলেন অর্জুনের বাবা। তাঁর অভিযোগ, পুলিশ তখন সঠিক তদন্ত করলে ছেলের জীবন যেত না ।
শনিবার ঝাড়খণ্ডের চিরকুন্ডা থানার নতুন গ্রামের একটি জঙ্গল থেকে উদ্ধার হয় অর্জুনের মৃতদেহ। তাঁর দেহ ক্ষতবিক্ষত অবস্থায় ছিল বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার খবর পেয়ে এ রাজ্য থেকে কুলটি থানার পুলিশ ঝাড়খণ্ডের চিরকুণ্ডা থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে। মৃতদেহ উদ্ধারের পর ধানবাদের পাটলিপুত্র হাসপাতালে তা ময়নাতদন্ত করার জন্য পাঠানো হয়।
অন্যদিকে, পুলিশ এই ঘটনায় মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে 4 জনকে গ্রেফতার করেছে । কুলটি থানার পুলিশের প্রাথমিক অনুমান এটি খুনের ঘটনা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে খুনের কারণ জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনার পিছনে প্রণয়জনিত কোনও কারণ থেকে থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। সবদিক দিয়েই তদন্ত চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
আরও পড়ুন : বিয়েতে প্রেমিকার পরিবারের আপত্তিতে কাঁকসায় আত্মঘাতী প্রেমিক !