দুর্গাপুর, 7 এপ্রিল : কোরোনা সংক্রমণ ঠেকাতে বারবার সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে ৷ কিন্তু, অনেক জায়গাতেই তা মানা হচ্ছে না । আর এবার সেই ছবি ধরা পড়ল পানাগড়ে । বিভিন্ন ব্যাঙ্কের শাখায় ধরা পড়ল ভিড়ের ছবি ।
দেশে ক্রমেই বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃতের সংখ্যা । এরাজ্যেও ইতিমধ্যেই কয়েকজনের মৃত্যু হয়েছে । তাই বারবার ঘর থেকে না বেরনো ও সামাজিক দূরত্ব মেনে চলার কথা বলা হচ্ছে ।
আজ সকাল থেকেই কাঁকসা থানা এলাকার পানাগড়ে দেখা গেল রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলোর শাখার বাইরে লম্বা লাইন । গ্রাহকদের গা ঘেঁষাঘেষি করে দাঁড়িয়ে থাকতে দেখা গেল । মানা হচ্ছে না সামাজিক দূরত্ব । এমনকী ছোটোদেরও দেখা গেল সেখানে । অনেককে মাস্ক পরতেও দেখা যায়নি ।