ETV Bharat / state

আসানসোলকে গুন্ডা-মাফিয়া মুক্ত করতেই আমাকে এই মন্ত্রক দিয়েছে : বাবুল - babul supriyo tweet

জিতেন্দ্র তিওয়ারির অভিযোগের প্রতিক্রিয়ায় বাবুল সুপ্রিয়র টুইট ," আসানসোলের নোংরা তৃণমূলী রাজনীতির 'Environment & Climate Change' করতে পারি, সেই জন্যই তো এই মন্ত্রকটি আমাকে দেওয়া হয়েছে ।"

বাবুল সুপ্রিয়
author img

By

Published : Jun 2, 2019, 11:51 PM IST

আসানসোল, 2 জুন : বাবুল সুপ্রিয় ফোনে তাঁকে হুমকি দিয়েছেন । গতকাল এই অভিযোগ করেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি । সেই অভিযোগের প্রতিক্রিয়ায় আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র টুইট ঘিরে শোরগোল রাজনৈতিক মহলে।

আজ বাবুল সুপ্রিয় টুইট করেন, " আসানসোলকে দূষণমুক্ত করতে ও অভব্য জনবিরোধী #TMছিঃ গুন্ডা, মাফিয়া অমানুষগুলিকে জঙ্গলে ছেড়ে দিয়ে এসে, যাতে আসানসোলের নোংরা তৃণমূলী রাজনীতির 'Environment & Climate Change' করতে পারি, সেই জন্যই তো এই মন্ত্রকটি আমাকে দেওয়া হয়েছে । #TMchhi সেটুকুও বোঝে না।"

গতকাল বাবুল জিতেন্দ্র তিওয়ারিকে কটাক্ষ করে টুইট করেছিলেন, বাচ্চা ছেলে ! পুলিশের কাছে কান্নাকাটি করছে। মানুষের কাজে বাধা দিলে বাংলার মানুষ #টিএমছিঃ-কে ছেড়ে কথা বলেনি, বলবে না । ভোট শেষ মানুষ রায় দিয়ে দিয়েছে, এবার কাজ হবে ।

যদিও বাবুল সুপ্রিয়র টুইটকে একেবারে গুরুত্ব দিতে নারাজ আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেন, "বাবুল সুপ্রিয় কাপুরুষ। তাঁর সামনাসামনি লড়াই করার ক্ষমতা নেই। ফেসবুক, টুইটার নয়, ওনার বাড়ির সামনে উনি থাকাকালীন আমি সভা করে সমস্ত উত্তর দেব ।"

আসানসোল, 2 জুন : বাবুল সুপ্রিয় ফোনে তাঁকে হুমকি দিয়েছেন । গতকাল এই অভিযোগ করেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি । সেই অভিযোগের প্রতিক্রিয়ায় আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র টুইট ঘিরে শোরগোল রাজনৈতিক মহলে।

আজ বাবুল সুপ্রিয় টুইট করেন, " আসানসোলকে দূষণমুক্ত করতে ও অভব্য জনবিরোধী #TMছিঃ গুন্ডা, মাফিয়া অমানুষগুলিকে জঙ্গলে ছেড়ে দিয়ে এসে, যাতে আসানসোলের নোংরা তৃণমূলী রাজনীতির 'Environment & Climate Change' করতে পারি, সেই জন্যই তো এই মন্ত্রকটি আমাকে দেওয়া হয়েছে । #TMchhi সেটুকুও বোঝে না।"

গতকাল বাবুল জিতেন্দ্র তিওয়ারিকে কটাক্ষ করে টুইট করেছিলেন, বাচ্চা ছেলে ! পুলিশের কাছে কান্নাকাটি করছে। মানুষের কাজে বাধা দিলে বাংলার মানুষ #টিএমছিঃ-কে ছেড়ে কথা বলেনি, বলবে না । ভোট শেষ মানুষ রায় দিয়ে দিয়েছে, এবার কাজ হবে ।

যদিও বাবুল সুপ্রিয়র টুইটকে একেবারে গুরুত্ব দিতে নারাজ আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেন, "বাবুল সুপ্রিয় কাপুরুষ। তাঁর সামনাসামনি লড়াই করার ক্ষমতা নেই। ফেসবুক, টুইটার নয়, ওনার বাড়ির সামনে উনি থাকাকালীন আমি সভা করে সমস্ত উত্তর দেব ।"

Intro:গতকাল বাবুল সুপ্রিয় এর বিরুদ্ধে বিরুদ্ধে আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি কে ফোনে হুমকি দেওয়ার কে কে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তা নিয়ে রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে আজ ফের বাবুলের একটি টুইট নিয়ে রাজনৈতিক আঙিনা সরগরম।Body:আজ বাবুল সুপ্রিয় একটি টুইট একটি টুইট করে লেখেন আসানসোলকে দূষণ মুক্ত করতে ও অভব্য জনবিরোধী টিএমছি গুন্ডা, মাফিয়া, অমানুষগুলোকে জঙ্গলে ছেড়ে দিয়ে এসে, যাতে আসানসোলের নোংরা তৃণমূল রাজনীতির রাজনীতির পরিবেশ এবং আবহাওয়া পাল্টাতে পারি, সেই কারণেই সেই জন্যই তো এই মন্ত্রটি আমাকে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে মন্ত্রটি আমাকে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে এই মন্ত্রটি আমাকে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে আমাকে দেওয়া হয়েছে টিএমছি সেটাও বোঝেনা।
শুধু তাই নয় জিতেন্দ্র তেওয়ারিকে কটাক্ষ করে বাবুল আরও লেখেন বাচ্চা ছেলে। পুলিশের কাছে কান্নাকাটি করছে। মানুষের কাজে বাধা দিলে বাংলার মানুষ টিএমছি-কে ছেড়ে কথা বলেনি বলবেনা। ভোট শেষ মানুষ রায় দিয়ে দিয়েছে এবার কাজ হবে।
যদিও বাবুল সুপ্রিয়র টুইট কে একেবারে গুরুত্ব দিতে নারাজ আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। তিনি আবারও বলেন, বাবুল সুপ্রিয় কাপুরুষ। তার সামনাসামনি লড়াই করার ক্ষমতা নেই। আমি ফেসবুক, টুইটার নয়, ওনার বাড়ির সামনে উনি থাকাকালীন সভা করে সমস্ত উত্তর দেব।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.