আসানসোল, 2 জুন : বাবুল সুপ্রিয় ফোনে তাঁকে হুমকি দিয়েছেন । গতকাল এই অভিযোগ করেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি । সেই অভিযোগের প্রতিক্রিয়ায় আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র টুইট ঘিরে শোরগোল রাজনৈতিক মহলে।
আজ বাবুল সুপ্রিয় টুইট করেন, " আসানসোলকে দূষণমুক্ত করতে ও অভব্য জনবিরোধী #TMছিঃ গুন্ডা, মাফিয়া অমানুষগুলিকে জঙ্গলে ছেড়ে দিয়ে এসে, যাতে আসানসোলের নোংরা তৃণমূলী রাজনীতির 'Environment & Climate Change' করতে পারি, সেই জন্যই তো এই মন্ত্রকটি আমাকে দেওয়া হয়েছে । #TMchhi সেটুকুও বোঝে না।"
গতকাল বাবুল জিতেন্দ্র তিওয়ারিকে কটাক্ষ করে টুইট করেছিলেন, বাচ্চা ছেলে ! পুলিশের কাছে কান্নাকাটি করছে। মানুষের কাজে বাধা দিলে বাংলার মানুষ #টিএমছিঃ-কে ছেড়ে কথা বলেনি, বলবে না । ভোট শেষ মানুষ রায় দিয়ে দিয়েছে, এবার কাজ হবে ।
যদিও বাবুল সুপ্রিয়র টুইটকে একেবারে গুরুত্ব দিতে নারাজ আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেন, "বাবুল সুপ্রিয় কাপুরুষ। তাঁর সামনাসামনি লড়াই করার ক্ষমতা নেই। ফেসবুক, টুইটার নয়, ওনার বাড়ির সামনে উনি থাকাকালীন আমি সভা করে সমস্ত উত্তর দেব ।"