ETV Bharat / state

নীচ, নরকের কীট; ফাঁড়িতে ঢুকে IC-কে ধমক বাবুলের - kulti

কুলটি থানার বরাকর ফাঁড়িতে গিয়ে পুলিশ অফিসারকে ধমকালেন বাবুল সুপ্রিয়। বললেন, "তোমার মতো নীচ, নরকের কীটের কোনও শ্রদ্ধার দরকার নেই আমার। তোমার মাকে গিয়ে দেখাব ভিডিয়োগুলি।"

বাবুল সুপ্রিয়
author img

By

Published : Apr 21, 2019, 10:09 AM IST

Updated : Apr 21, 2019, 10:58 AM IST

কুলটি, 21 এপ্রিল : "তোমার মতো নীচ, নরকের কীটের কোনও শ্রদ্ধার দরকার নেই আমার। এতজন মহিলাকে বাড়িতে গিয়ে গালিগালাজ করে এসেছ। তোমার মাকে গিয়ে দেখাব ভিডিয়োগুলি।" কুলটি থানার বরাকর ফাঁড়িতে গিয়ে IC রবীন্দ্রনাথ দলুইকে ধমকালেন আসানসোলের BJP প্রার্থী বাবুল সুপ্রিয়।

গতরাতে BJP-র কুলটি মণ্ডলের সাধারণ সম্পাদক রাজু যাদবের বাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে । মহিলাদের নিগ্রহও করা হয়। এরপরই 50 জন মহিলাকে নিয়ে বরাকর ফাঁড়ি ঘেরাও করেন বাবুল সুপ্রিয় । ফাঁড়ির মধ্যে ঢুকে দায়িত্বপ্রাপ্ত অফিসারকে ধমক দেন তিনি । জবাবে ওই পুলিশ অফিসার বলেন, "আপনাকে আমি শ্রদ্ধা করি। এভাবে কথা বলবেন না।" বাবুল বলেন, "তোমার মতো নীচ, নরকের কীটের কোনও শ্রদ্ধার দরকার নেই আমার । তোমার থেকে আমি শ্রদ্ধা নেব না। কে তুমি যে শ্রদ্ধা করবে ?"

IC-কে ধমক বাবুলের

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুল বলেন, "রাতে পুলিশ ইচ্ছাকৃতভাবে BJP কর্মীদের বাড়িতে গিয়ে মহিলাদের অসম্মান করেছে । পুলিশ নপুংসক । তাই আমরা শান্তিপূর্ণভাবে পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখাচ্ছি ।"

ভিডিয়োয় শুনুন বাবুল সুপ্রিয়র বক্তব্য

এই সংক্রান্ত খবর : BJP নেতার বাড়িতে রাতে পুলিশের অভিযান, তীব্র নিন্দা বাবুলের

কুলটি, 21 এপ্রিল : "তোমার মতো নীচ, নরকের কীটের কোনও শ্রদ্ধার দরকার নেই আমার। এতজন মহিলাকে বাড়িতে গিয়ে গালিগালাজ করে এসেছ। তোমার মাকে গিয়ে দেখাব ভিডিয়োগুলি।" কুলটি থানার বরাকর ফাঁড়িতে গিয়ে IC রবীন্দ্রনাথ দলুইকে ধমকালেন আসানসোলের BJP প্রার্থী বাবুল সুপ্রিয়।

গতরাতে BJP-র কুলটি মণ্ডলের সাধারণ সম্পাদক রাজু যাদবের বাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে । মহিলাদের নিগ্রহও করা হয়। এরপরই 50 জন মহিলাকে নিয়ে বরাকর ফাঁড়ি ঘেরাও করেন বাবুল সুপ্রিয় । ফাঁড়ির মধ্যে ঢুকে দায়িত্বপ্রাপ্ত অফিসারকে ধমক দেন তিনি । জবাবে ওই পুলিশ অফিসার বলেন, "আপনাকে আমি শ্রদ্ধা করি। এভাবে কথা বলবেন না।" বাবুল বলেন, "তোমার মতো নীচ, নরকের কীটের কোনও শ্রদ্ধার দরকার নেই আমার । তোমার থেকে আমি শ্রদ্ধা নেব না। কে তুমি যে শ্রদ্ধা করবে ?"

IC-কে ধমক বাবুলের

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুল বলেন, "রাতে পুলিশ ইচ্ছাকৃতভাবে BJP কর্মীদের বাড়িতে গিয়ে মহিলাদের অসম্মান করেছে । পুলিশ নপুংসক । তাই আমরা শান্তিপূর্ণভাবে পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখাচ্ছি ।"

ভিডিয়োয় শুনুন বাবুল সুপ্রিয়র বক্তব্য

এই সংক্রান্ত খবর : BJP নেতার বাড়িতে রাতে পুলিশের অভিযান, তীব্র নিন্দা বাবুলের

Intro:পুলিশ ফাঁড়ির ভিতরে পুলিশকে বাবুল সুপ্রিয় বলছেন "তুমি নিচ, নরকের কিট"। বিজেপি কর্মীর বাড়িতে হানা এবং মহিলাদের উপর পুলিশি নিগৃহীতার প্রতিবাদে পুলিশ ফাঁড়ি ঘেরাও করে এমনি ভাবে পুলিশকে ধমক দিলেন আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়।তার সঙ্গে ছেলের নিগৃহীত মহিলারাও এবং স্থানীয় বিজেপি কর্মীরা। ভোর রাত পর্যন্ত এ বিক্ষোভ চলে। কুলটি থানার বরাকর ফাঁড়ির ঘটনা। Body:অভিযোগ গত রাতে কুলটি মন্ডলের বিজেপির সাধারণ সম্পাদক রাজু যাদবের বাড়িতে চড়াও হয়েছিল কুলটি থানার বরাকর ফাঁড়ি পুলিশ। সেখানে মহিলা পুলিশ ছাড়াই মহিলাদের উপর অকথ্য গালিগালাজ এবং শারিরীকভাবে তাদের নিগৃহীত করার অভিযোগ ওঠে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান বাবুল সুপ্রিয়।তারপরেই মহিলাদের নিয়ে তিনি বরাকর ফাঁড়িতে যান। সঙ্গে ছিলেন বিজেপি কর্মীর। প্রায় ৫০ জন মহিলা সমেত বিজেপি কর্মীরা গিয়ে বরাকর ফাঁড়ি ঘেরাও করে গভীর রাতে।
বাবুল সুপ্রিয় থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারকে থানার ভিতরেই ধমক দেন। পাশাপাশি তিনি লিখিত অভিযোগ করেন পুলিশের বিরুদ্ধে। বাবুল সুপ্রিয় জানিয়েছেন সবেবরাতের রাতে পুলিশ ইচ্ছে করে বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে মহিলাদের অসম্মান করেছে। নপুংসক পুলিশ। যাতে কোনো সাম্প্রদায়িক উস্কানি না ছড়ায় তাই আমরা শান্তশিষ্ট ভাবে অন্য রাস্তায় এসে পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখাচ্ছি। ঘটনার তীব্র নিন্দা করেছেন বাবুল সুপ্রিয়।
Conclusion:
Last Updated : Apr 21, 2019, 10:58 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.