আসানসোল, 9 ফেব্রুয়ারি : জিতেন্দ্র তিওয়ারিকে নিজের দাদা বলতেন । তাঁরই হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন । আবার জিতেন্দ্র তিওয়ারি দল ছাড়লে সেদিনই তিনি দল ছাড়েন । কাউন্সিলর তথা কুলটির তৃণমূল নেতা অভিজিৎ আচার্যর একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে । ছবিতে দেখা যাচ্ছে তিনি আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র সঙ্গে সাক্ষাৎ করছেন । ছবি ভাইরাল হতেই জল্পনা রাজনৈতিক মহলে ৷ তবে কি এবার বিজেপিমুখী বাপ্পা ?
আরও পড়ুন : আগে কে জেলে ঢুকবে সবাই জানে : বাবুল
জিতেন্দ্র তিওয়ারি দল ছাড়ার পর শুরু হয়েছিল রাজনৈতিক জল্পনা ৷ এবার কি বিজেপিমুখী হতে চলেছেন তিনি ? সূত্রের খবর, জিতেন্দ্রর বিজেপিতে যোগদান প্রসঙ্গে সরাসরি আপত্তি জানিয়েছিলেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় ৷ যদিও জিতেন্দ্র তিওয়ারি নিজে কখনই ইঙ্গিতেও জানাননি যে, তিনি বিজেপিতে যোগ দিতে পারেন । জল্পনায় জল ঢেলে তিনি তৃণমূলেই ফিরে এসেছেন । কিন্তু তাঁর ঘনিষ্ট অভিজিৎ আচার্য আর তৃণমূলে ফিরেছেন কি না তার কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি । দলের তরফেও জানানো হয়নি । ঠিক এই পরিস্থিতিতেই গতকাল অভিজিৎ আচার্যের সঙ্গে বাবুল সুপ্রিয়র একটি ছবি ভাইরাল হয় ৷ ছবিতে দেখা যাচ্ছে, বাবুল সুপ্রিয় গাড়িতে বসে আছেন আর অভিজিৎ আচার্য গাড়ির বাইরে থেকে তাঁর সঙ্গে কথা বলছেন । গাড়ির গেট খোলা । ছবিটি কোথায় তোলা তা স্পষ্ট হয়নি । যদিও ছবিতে আসানসোলের আরেক বিজেপি নেত্রী সুধা দেবীকেও দেখা গিয়েছে ।
এবিষয়ে অভিজিৎ আচার্য বলেন, "ছবিটি পানাগড়ে তোলা হয়েছে । আমি আসানসোলের সাংসদের কাছে জনপ্রতিনিধি হিসেবে দেখা করতে গিয়েছিলাম । এক ক্যানসার আক্রান্ত রোগীর জন্য প্রধানমন্ত্রীর যে অর্থ সাহায্য পাওয়া যায়, সেই ব্যাপারেই কথা বলতে গিয়েছিলাম ।"
অপরদিকে তৃণমূলের কুলটি ব্লক সভাপতি বিমান আচার্য বলেন, "ছবি দেখে মনে হচ্ছে উনি তৃণমূলে থাকবেন না আর । উনি দলে ফিরেছেন কি না আমার জানা নেই । তবে উনি চলে গেলে তৃণমূলে কোনও প্রভাব পড়বে না । ওঁর 105 নম্বর ওয়ার্ডটিও আমার নিজের আয়ত্তে আছে ।"