ETV Bharat / state

BJP-তে যোগ শুভেন্দু, অভিষেক, সুব্রত-র ! রসিকতা বাবুলের - joining

BJP-তে যোগ দিচ্ছেন শুভেন্দু অধিকারী, অভিষেক ব্যানার্জি, সুব্রত বক্সি।

আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়
author img

By

Published : Mar 10, 2019, 11:49 PM IST

রানিগঞ্জ, ১০ মার্চ : BJP-তে যোগ দিচ্ছেন শুভেন্দু অধিকারী, অভিষেক ব্যানার্জি, সুব্রত বক্সি। আজ BJP-তে যোগদানকারী তৃণমূল কর্মীদের নাম ঘোষণার সময় রসিকতা করে এই নামগুলি নেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। পরে অবশ্য বলেন, "ওহ। ভুল তালিকা পড়ছি।"

আজ BJP-তে যোগ দেন রানিগঞ্জের প্রায় ৩০০ তৃণমূল কর্মী। তাঁদের নাম ঘোষণার সময় রসিকতা করেন আসানসোলের BJP সাংসদ বাবুল সুপ্রিয়। বলেন, "আজ BJP-তে যোগ দিচ্ছেন সুমন চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তোমরা একে একে লাইন করে মঞ্চে চলে এসো। এরা আজ BJP-তে যোগদান করছে।" পরে অবশ্য তিনি বলেন, "ওহ ভুল লিস্ট পড়ছি।"

কয়েকদিন আগেও BJP-তে যোগদান করেছিলেন রানিগঞ্জের প্রায় ১৫০ তৃণমূল কর্মী। আজ ফের ৩০০ জন তৃণমূল কর্মী BJP-তে যোগ দেন। কারণ জিজ্ঞাসা করায় তৃণমূল কর্মীরা জানান, পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যের সাধারণ মানুষ কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা পায়। কিন্তু তাঁরা কোনও সুবিধা পান না। তাই তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রানিগঞ্জ, ১০ মার্চ : BJP-তে যোগ দিচ্ছেন শুভেন্দু অধিকারী, অভিষেক ব্যানার্জি, সুব্রত বক্সি। আজ BJP-তে যোগদানকারী তৃণমূল কর্মীদের নাম ঘোষণার সময় রসিকতা করে এই নামগুলি নেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। পরে অবশ্য বলেন, "ওহ। ভুল তালিকা পড়ছি।"

আজ BJP-তে যোগ দেন রানিগঞ্জের প্রায় ৩০০ তৃণমূল কর্মী। তাঁদের নাম ঘোষণার সময় রসিকতা করেন আসানসোলের BJP সাংসদ বাবুল সুপ্রিয়। বলেন, "আজ BJP-তে যোগ দিচ্ছেন সুমন চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তোমরা একে একে লাইন করে মঞ্চে চলে এসো। এরা আজ BJP-তে যোগদান করছে।" পরে অবশ্য তিনি বলেন, "ওহ ভুল লিস্ট পড়ছি।"

কয়েকদিন আগেও BJP-তে যোগদান করেছিলেন রানিগঞ্জের প্রায় ১৫০ তৃণমূল কর্মী। আজ ফের ৩০০ জন তৃণমূল কর্মী BJP-তে যোগ দেন। কারণ জিজ্ঞাসা করায় তৃণমূল কর্মীরা জানান, পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যের সাধারণ মানুষ কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা পায়। কিন্তু তাঁরা কোনও সুবিধা পান না। তাই তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Intro:একদিকে লোকসভা ভোটের দিন ঘোষণা অন্যদিকে ফের শাসকদলের বড়সড় ভাঙ্গন। তৃণমূল ছেড়ে BJPতে যোগ প্রায় ৩০০ জন তৃণমূল কর্মী। ঘটনাটি রানিগঞ্জের চেলোদ এলাকায় আসানসোলে সাংসদ বাবুল সুপ্রিয় হাত ধরে BJP তে যোগ দিলেন ।


Body:গত কয়েকদিন আগে বিজেপিতে যোগদান করে রানীগঞ্জের ১৫০ জন তৃণমূল কর্মী । ফের আজ রানিগঞ্জের চেলোদ এলাকায় আসানসোলে সংসদ বাবুল সুপ্রিয় হাত ধরে ৩০০ জন তৃণমূল কর্মী BJP তে যোগ দেয় । কয়েকদিন ধরে চেলেদ গ্রামের তৃণমূল কর্মী সমর্থকরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন বলে জানান বিজেপির ব্লক সভাপতি সন্দিপ গোপ । তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা কর্মীরা জানান কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ সুবিধা না পাওয়ায় তাঁদের এই সিদ্ধান্ত । পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে সাধারণ মানুষ এই সুবিধা পাচ্ছে । প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য তাঁদের BJP তে যোগ।




Conclusion:রানিগঞ্জের চেলোদ গ্রামে তৃণমূল কর্মীরা বিজেপিতে যোগদান অনুষ্ঠানে সংসদ বাবুল সুপ্রিয় যোগদান করা তৃণমূল কর্মীদের নাম তালিকা বলার সময় হাস্যকর ভাবে অভিষেক ব্যানার্জি ,শুভেন্দু অধিকারী, সুব্রত বক্সি নাম নিলেন। পরে আবার তিনিই বলেন নাম গুলো একই রকম তাই ভুলবশত ভাবে বলছেন । বাবুল বলেন এই তো শুরু এখনো আরো বাকি।

অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি ভি এস দাস জানান, তাদের দলের কর্মী-সমর্থকরা BJPতে যোগদান করেনি । ভোটের আগে নোংরা রাজনীতিতে নেমেছে BJP নেতা । এই ধরনের রাজনীতি করে ভোটে জেতা যায় না
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.