রানিগঞ্জ, ১০ মার্চ : BJP-তে যোগ দিচ্ছেন শুভেন্দু অধিকারী, অভিষেক ব্যানার্জি, সুব্রত বক্সি। আজ BJP-তে যোগদানকারী তৃণমূল কর্মীদের নাম ঘোষণার সময় রসিকতা করে এই নামগুলি নেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। পরে অবশ্য বলেন, "ওহ। ভুল তালিকা পড়ছি।"
আজ BJP-তে যোগ দেন রানিগঞ্জের প্রায় ৩০০ তৃণমূল কর্মী। তাঁদের নাম ঘোষণার সময় রসিকতা করেন আসানসোলের BJP সাংসদ বাবুল সুপ্রিয়। বলেন, "আজ BJP-তে যোগ দিচ্ছেন সুমন চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তোমরা একে একে লাইন করে মঞ্চে চলে এসো। এরা আজ BJP-তে যোগদান করছে।" পরে অবশ্য তিনি বলেন, "ওহ ভুল লিস্ট পড়ছি।"
কয়েকদিন আগেও BJP-তে যোগদান করেছিলেন রানিগঞ্জের প্রায় ১৫০ তৃণমূল কর্মী। আজ ফের ৩০০ জন তৃণমূল কর্মী BJP-তে যোগ দেন। কারণ জিজ্ঞাসা করায় তৃণমূল কর্মীরা জানান, পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যের সাধারণ মানুষ কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা পায়। কিন্তু তাঁরা কোনও সুবিধা পান না। তাই তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।