আসানসোল, 11 জুন : লোকসভা নির্বাচনে আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেনের নির্বাচনী প্রচারের জন্য তৃণমূলের তরফে পোস্টার, হোর্ডিং লাগানো হয়েছিল । সেগুলি খুলে নিতে আবেদন করলেন নেতা তথা সাংসদ বাবুল সুপ্রিয় । তিনি বলেন " চারিদিকে যে মুনমুন সেন, সুচিত্রা সেনের পোস্টার, হোর্ডিং লাগিয়ে রেখেছেন, সেগুলো সরিয়ে দিন । মুনমুন সেনকে আপনারা রেখে দিন । আপনারা হেরে গেছেন । মানুষ যে আপনাদের প্রত্যাখান করেছে সেটা মনে থাকবে । সুচিত্রা সেনকে আর অপমান করবেন না । অন্তত ওনার ছবিগুলো সরিয়ে দিন ।"
আজ বার্ণপুরের রাধানগর রোড সংলগ্ন 8 নম্বর বস্তি মহাবীরস্থান সংলগ্ন এলাকার একটি বিজয় সমাবেশের পর সাংবাদিকদের সামনে এই আবেদন করেন তিনি ।
কয়েকদিন আগে আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি অভিযোগ করেন বাবুল সুপ্রিয় ফোনে হুমকি দিয়েছেন । আজ সে বিষয়ে জিজ্ঞাসা করা হলে বাবুল বলেন, "মানুষের কাজে আমার সহযোগিতার কথা বলতে আমি ফোন করেছিলাম । কিন্তু আমার ভাষা ভালো লাগেনি । অত্যন্ত কড়া ভাষায় আমি যা বলার বলেছি । আগামী দিনে মানুষের কাজে বাধা দিলে BJP কিন্তু থেমে থাকবে না ।"
তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেন, "সরকারি অফিসকে তৃণমূলের পার্টি অফিস বানানো চলবে না । আগেও হতে দিইনি । মানুষ পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে । আগেরবার যে ভোটে জিতেছিলাম, এবার তার থেকে তিনগুণ বেশি ভোটে জিতেছি । এমনিতেই তৃণমূলের এক্সপায়ারি ডেট কাছে এসে গেছে । তাই তার আগে যাতে তৃণমূল নোংরামি আর না বাড়ায় তার জন্য সতর্ক করছি ।"
আজ বিজয় সমাবেশের মঞ্চ থেকে জনতার উদ্দেশে তিনি বলেন, "যে অত্যাচার, গুন্ডাগিরি মমতা ব্যানার্জি করছে তার বিরুদ্ধে একটা আওয়াজ হয়ে দাঁড়িয়েছে জয় শ্রীরাম ধ্বনি । তৃণমূল নর্দমার রাজনীতি করে । তাই আমি ওদের মুখ লাগি না । যারা নর্দমার রাজনীতি করে আমি তাদের নর্দমাতেই ছেড়ে দিই । আমরা নরেন্দ্র মোদির নেতৃত্বে মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা করি ।"
মমতাকে কটাক্ষ করে বাবুল বলেন, "অন্যদিকে এই নিষ্ঠুর দিদির তো মনই নেই । আর যদি মন থাকেও তাহলে নিজের ভাইদের জন্য । যাদের উনি কোটিপতি বানিয়ে দিয়েছেন । আর নিজে হাওয়াই চটি পরে ঘুরে বেড়ান ।"