ETV Bharat / state

লকডাউনে মিউজ়িশিয়ানদের জন্য উদ্যোগ বাবুলের - BJP

এই দুঃসময়ে শিল্পীদের এগিয়ে এসে মিউজ়িশিয়ানদের সাহায্য করার আহ্বান কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয়র ৷ শিল্পীদের দানের মাধ্যমে ফান্ড গড়ার কথা বাবুলের গলায় ৷

image
মানবিক উদ্যেগ বাবুলের
author img

By

Published : Jun 14, 2020, 6:38 AM IST

আসানসোল, 14 জুন : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে দীর্ঘ লকডাউনে সমস্যায় পড়েছেন বিভিন্ন শিল্পীদের মিউজ়িশিয়ানরা ৷ দিনপিছু রোজগারে সংসার চলত ৷ কিন্তু লকডাউনে থমকে গেছে বিভিন্ন শো ৷ ফলে সমস্যায় পড়েছেন তাঁরা ৷ এবার তাঁদের সাহায্য করার আহ্বান নিয়ে এগিয়ে এলেন গায়ক তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয় ৷

সম্প্রতি সোশাল মিডিয়ায় BJP পেজ থেকে লাইভে এসে এমন আহ্বান করেছেন তিনি । আসানসোলের সাংসদ প্রতিনিধিদেরও তিনি মিউজ়িশিয়ানদের তালিকা প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন । লকডাউনে যে মিউজ়িশিয়ান, লাইনম্যান, মাইকম্যান, টেকনিশিয়ানরা চরমভাবে সমস্যায় রয়েছেন তাঁদের সর্বোতভাবে পাশে থাকার জন্য অন্য শিল্পীদের আহ্বান বাবুলের ।

বাবুল সুপ্রিয় জানিয়েছেন, "আমি শিল্পীদের কাছে আবেদন করছি এই পরিস্থিতিতে এগিয়ে আসার জন্য । এই সময় অনেকেই আমরা বাড়িতে সময় কাটাচ্ছি । বাড়ি থেকেই অনেকে গান বানাচ্ছেন । ইউটিউবে রিলিজ় করছেন । সেসব তো আছেই। কিন্তু কোটি কোটি টাকা খরচ করে বড় বড় দামি অ্যানথেম না বানিয়ে চ্যারিটি বিগিনস্ অ্যাট হোম্ ভেবে যারা প্রথিতযশা সংগীতশিল্পী রয়েছেন তারা সবাই মিলে একটা ফান্ড তৈরি করুন । সেই ফান্ডে একটা অনুদান ঠিক করে দেওয়া হোক । সেই টাকা সবাইকে দিতে হবে । গায়ক-গায়িকার তাঁদের স্ট্যাটাস অনুযায়ী সেখানে অনুদান দেবেন । আর সেই টাকা থেকেই মিউজ়িশিয়ানদের সাহায্য করা হবে । কারণ মিউজ়িশিয়ানরা দিন পিছু রোজগার করে । লাইটম্যান, মাইকম্যানরাও তাই ।’’

বাবুল আরও বলেন, যখন কোনও অনুষ্ঠানে ১০০ টাকা পাওয়া গেলে তার ৭০ থেকে ৭৫ শতাংশ আর্টিস্ট নিয়ে যান । বাকি টাকা মিউজ়িশিয়ান, লাইটম্যান, মাইকম্যানরা ভাগ করে পান । তাই এই দুঃসময়ে শিল্পীদের একটি ফান্ড তৈরির আহ্বান জানিয়েছেন বাবুল ।

কলকাতার শিল্পীদের কাছে আবেদন রাখার পাশাপাশি আসানসোলের প্রতিনিধিদের যোগ্য মিউজ়িশিয়ানদের তালিকা করতে বলেছেন বাবুল ৷ BJP-র IT সেলের নেতা অভিজিৎ রায় জানিয়েছেন, বাবুলদার কথা মতো আমরা লিস্ট তৈরি করছি । পরবর্তী নির্দেশ এলেই কীভাবে মিউজ়িশিয়ানদের পাশে আমরা দাঁড়াতে পারি তার চূড়ান্ত পরিকল্পনা করা হবে। মিউজ়িশিয়ানরাও বাবুল সুপ্রিয়ের এই উদ্যোগ দেখে তাঁর প্রশংসা করেছেন ।

আসানসোল, 14 জুন : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে দীর্ঘ লকডাউনে সমস্যায় পড়েছেন বিভিন্ন শিল্পীদের মিউজ়িশিয়ানরা ৷ দিনপিছু রোজগারে সংসার চলত ৷ কিন্তু লকডাউনে থমকে গেছে বিভিন্ন শো ৷ ফলে সমস্যায় পড়েছেন তাঁরা ৷ এবার তাঁদের সাহায্য করার আহ্বান নিয়ে এগিয়ে এলেন গায়ক তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয় ৷

সম্প্রতি সোশাল মিডিয়ায় BJP পেজ থেকে লাইভে এসে এমন আহ্বান করেছেন তিনি । আসানসোলের সাংসদ প্রতিনিধিদেরও তিনি মিউজ়িশিয়ানদের তালিকা প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন । লকডাউনে যে মিউজ়িশিয়ান, লাইনম্যান, মাইকম্যান, টেকনিশিয়ানরা চরমভাবে সমস্যায় রয়েছেন তাঁদের সর্বোতভাবে পাশে থাকার জন্য অন্য শিল্পীদের আহ্বান বাবুলের ।

বাবুল সুপ্রিয় জানিয়েছেন, "আমি শিল্পীদের কাছে আবেদন করছি এই পরিস্থিতিতে এগিয়ে আসার জন্য । এই সময় অনেকেই আমরা বাড়িতে সময় কাটাচ্ছি । বাড়ি থেকেই অনেকে গান বানাচ্ছেন । ইউটিউবে রিলিজ় করছেন । সেসব তো আছেই। কিন্তু কোটি কোটি টাকা খরচ করে বড় বড় দামি অ্যানথেম না বানিয়ে চ্যারিটি বিগিনস্ অ্যাট হোম্ ভেবে যারা প্রথিতযশা সংগীতশিল্পী রয়েছেন তারা সবাই মিলে একটা ফান্ড তৈরি করুন । সেই ফান্ডে একটা অনুদান ঠিক করে দেওয়া হোক । সেই টাকা সবাইকে দিতে হবে । গায়ক-গায়িকার তাঁদের স্ট্যাটাস অনুযায়ী সেখানে অনুদান দেবেন । আর সেই টাকা থেকেই মিউজ়িশিয়ানদের সাহায্য করা হবে । কারণ মিউজ়িশিয়ানরা দিন পিছু রোজগার করে । লাইটম্যান, মাইকম্যানরাও তাই ।’’

বাবুল আরও বলেন, যখন কোনও অনুষ্ঠানে ১০০ টাকা পাওয়া গেলে তার ৭০ থেকে ৭৫ শতাংশ আর্টিস্ট নিয়ে যান । বাকি টাকা মিউজ়িশিয়ান, লাইটম্যান, মাইকম্যানরা ভাগ করে পান । তাই এই দুঃসময়ে শিল্পীদের একটি ফান্ড তৈরির আহ্বান জানিয়েছেন বাবুল ।

কলকাতার শিল্পীদের কাছে আবেদন রাখার পাশাপাশি আসানসোলের প্রতিনিধিদের যোগ্য মিউজ়িশিয়ানদের তালিকা করতে বলেছেন বাবুল ৷ BJP-র IT সেলের নেতা অভিজিৎ রায় জানিয়েছেন, বাবুলদার কথা মতো আমরা লিস্ট তৈরি করছি । পরবর্তী নির্দেশ এলেই কীভাবে মিউজ়িশিয়ানদের পাশে আমরা দাঁড়াতে পারি তার চূড়ান্ত পরিকল্পনা করা হবে। মিউজ়িশিয়ানরাও বাবুল সুপ্রিয়ের এই উদ্যোগ দেখে তাঁর প্রশংসা করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.