দুর্গাপুর, 9 জুন : অস্ত্র নিয়ে তৃণমূল কর্মীদের উপর হামলা । জখম 5-6 জন । ঘটনাটি দুর্গাপুরের 12 নম্বর ওয়ার্ডের আমরাই মোড়ের ।
7 জুন এই 12 নম্বর ওয়ার্ডের আরতি গ্রামের দুই যুবকের সঙ্গে আমরাই গ্রামের কয়েকজন যুবকের বচসা বাধে । দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয় । সেদিনের মতো সংঘর্ষ মিটিয়ে দুর্গাপুর থানার পুলিশ তাদের সরিয়ে দিলেও আজ আবার সংঘর্ষ বাধে দু'পক্ষের মধ্যে । প্রায় 16 টি বাইক নিয়ে 30-35 জন সশস্ত্র দুষ্কৃতী এসে ইস্পাত কারখানার তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ের বাইরে তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় । ঘটনায় 5-6 জন তৃণমূল নেতা জখম হন ।
আক্রমণকারীদের প্রত্যেকের হাতে অস্ত্র ছিল বলে জানা গেছে । জ্বালিয়ে দেওয়া হয় বাইকও । সংঘর্ষের জেরে বাজারের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা । খবর পেয়ে ACP (পূর্ব) আরিশ বিলালের নেতৃত্বে পুলিশ ও কমব্যাট ফোর্স ঘটনাস্থানে এসে পৌঁছায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ।
অন্যদিকে, দুষ্কৃতীরা হুমকি দিয়ে যায়, 7 জুন রাতে যারা হামলা চালিয়েছিল, তাদের বাড়িতে হামলা চালানো হবে ।