ETV Bharat / state

চিত্তরঞ্জনে BMS ছেড়ে INTUC-তে যোগ 200 জনের

কারখানা আগে । কারখানার বেসরকারিকরণ রুখতেই এই সিদ্ধান্ত । BMS ছেড়ে INTUC-তে যোগ দিয়ে বললেন এক কর্মী ।

INTUC
INTUC
author img

By

Published : Aug 21, 2020, 3:29 PM IST

আসানসোল, 21 অগাস্ট : সংঘ সমর্থিত BMS ছেড়ে INTUC সমর্থিত চিত্তরঞ্জন রেলওয়ে মেনস কংগ্রেসে যোগ দিলেন বেশ কয়েকজন । INTUC নেতৃত্বের দাবি, এর ফলে চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানায় আর BMS-এর কোনও অস্তিত্ব রইল না ।

গতরাতে চিত্তরঞ্জন রেলশহরে INTUC শ্রমিক কার্যালয়ের সামনে একটি অনুষ্ঠান হয় । উপস্থিত ছিলেন INTUC নেতা নেপাল চক্রবর্তী, সত্যনারায়ণ মণ্ডল-সহ আরও অনেকে । এই সভাতেই চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানার BMS সংগঠনের নেতৃত্ব ইন্দ্রজিৎ সিং, বিমল সিং-সহ BMS-এর 200 জন সদস্য INTUC-তে যোগ দেন বলে দাবি করেছে INTUC নেতৃত্ব ।

INTUC নেতা নেপাল চক্রবর্তী বলেন, "BMS হল সংঘ এবং BJP সমর্থিত একটি শ্রমিক ইউনিয়ন । চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কসকে কেন্দ্রীয় সরকার যেভাবে বেসরকারিকরণ করতে চেষ্টা করছে তারই প্রতিবাদে BMS ছেড়ে যোগ দিয়েছেন শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা । এর ফলে আমাদের সংগঠন আরও দৃঢ় হবে । কারখানা বাঁচানোর লড়াই আরও তীব্র হবে ।"

অন্যদিকে, BMS ছেড়ে INTUC ইউনিয়নে যোগ দিয়ে ইন্দ্রজিৎ সিং জানান, "এই সিদ্ধান্ত নিতে মনের সঙ্গে অনেক লড়েছি । নিজের প্রিয় সংগঠন ছেড়ে আসতে কষ্ট হয় । কিন্তু, কেন্দ্রীয় সরকারের শিল্পনীতি দেখে আর থাকতে পারিনি । আমার কারখানা আগে । সেই কারখানার বেসরকারিকরণ রুখতেই আমাদের এই সম্মিলিত সিদ্ধান্ত ।"

আসানসোল, 21 অগাস্ট : সংঘ সমর্থিত BMS ছেড়ে INTUC সমর্থিত চিত্তরঞ্জন রেলওয়ে মেনস কংগ্রেসে যোগ দিলেন বেশ কয়েকজন । INTUC নেতৃত্বের দাবি, এর ফলে চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানায় আর BMS-এর কোনও অস্তিত্ব রইল না ।

গতরাতে চিত্তরঞ্জন রেলশহরে INTUC শ্রমিক কার্যালয়ের সামনে একটি অনুষ্ঠান হয় । উপস্থিত ছিলেন INTUC নেতা নেপাল চক্রবর্তী, সত্যনারায়ণ মণ্ডল-সহ আরও অনেকে । এই সভাতেই চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানার BMS সংগঠনের নেতৃত্ব ইন্দ্রজিৎ সিং, বিমল সিং-সহ BMS-এর 200 জন সদস্য INTUC-তে যোগ দেন বলে দাবি করেছে INTUC নেতৃত্ব ।

INTUC নেতা নেপাল চক্রবর্তী বলেন, "BMS হল সংঘ এবং BJP সমর্থিত একটি শ্রমিক ইউনিয়ন । চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কসকে কেন্দ্রীয় সরকার যেভাবে বেসরকারিকরণ করতে চেষ্টা করছে তারই প্রতিবাদে BMS ছেড়ে যোগ দিয়েছেন শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা । এর ফলে আমাদের সংগঠন আরও দৃঢ় হবে । কারখানা বাঁচানোর লড়াই আরও তীব্র হবে ।"

অন্যদিকে, BMS ছেড়ে INTUC ইউনিয়নে যোগ দিয়ে ইন্দ্রজিৎ সিং জানান, "এই সিদ্ধান্ত নিতে মনের সঙ্গে অনেক লড়েছি । নিজের প্রিয় সংগঠন ছেড়ে আসতে কষ্ট হয় । কিন্তু, কেন্দ্রীয় সরকারের শিল্পনীতি দেখে আর থাকতে পারিনি । আমার কারখানা আগে । সেই কারখানার বেসরকারিকরণ রুখতেই আমাদের এই সম্মিলিত সিদ্ধান্ত ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.